Breaking News
recent

2017 তে পৃথিবীতে আছড়ে পড়বে স্পেস জাঙ্ক || Space junk will crash to earth on 2017

2017 শ্রীলঙ্কার উপকূল থেকে ৪০ মাইল দূরে ভারত সমুদ্রে একটি ‘রহস্যময় স্পেস জাঙ্ক’ আছড়ে পড়তে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মহাকাশীয় বস্তুটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় একে রহস্যময় বলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন, এর আকার হতে পারে ৭ ফুটের মতো। এই স্পেস জাঙ্ক বা মহাকাশ আবর্জনাটি অবশ্য কোনো গ্রহাণু নয়। এটি মানবসৃষ্ট কোনো যানের ধ্বংসাবশেষ হতে পারে। সম্প্রতি মহাকাশে বিস্ফোরণের শিকার হওয়া কোনো রকেটের টুকরা কিংবা অ্যাপোলো মিশনে ব্যবহৃত কোনো যন্ত্রের টুকরাও হতে পারে এটি।
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ক্যাটালিনা স্কাই সার্ভের গবেষকেরা বস্তুটি প্রথম শনাক্ত করেছেন। তাঁরা পৃথিবীর সন্নিকটে আসা গ্রহাণু ও ধূমকেতু খোঁজার সময় এই বস্তুটির সন্ধান পান। তাঁরা একে ডাকছেন ‘ডব্লিউটি১১৯০এফ’ বা ‘ডব্লিউটিএফ’ নামে।
নেচার সাময়িকীকে হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফল অ্যাস্ট্রোফিজিকসের গবেষক জোনাথন ম্যাকডাওয়েল বলেছেন, ‘মহাকাশ ইতিহাসের হারানো একটি টুকরো যা আবার পৃথিবীতে ফিরে আসছে।’
জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সফটওয়্যার নির্মাতা বিল গ্রে দাবি করেছেন, ‘ডব্লিউটি১১৯০এফ’ উপবৃত্তকার কক্ষপথে পরিভ্রমণ করছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার তথ্য অনুযায়ী, পাঁচ লাখেরও বেশি আবর্জনা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এর মধ্যে প্রতি বছরই কিছু আবর্জনা কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে পড়ে। এ ধরনের আবর্জনার বেশির ভাগই পৃথিবীতে ফেরার আগেই বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে পুড়ে ধ্বংস হয়ে যায়। তবে পৃথিবীতে পড়লে তা বিপদ ঘটাতে পারে।

গবেষকেরা বলছেন, স্পেস জাঙ্কটি বায়ুমণ্ডলে পুড়ে বেশির ভাগ ধ্বংস হয়ে যাবে। যেটুকু অবশিষ্ট থাকবে তা প্রত্যন্ত অঞ্চলে পড়বে, যেখানে কোনো মানববসতি নেই। (তথ্যসূত্র: এক্সপ্রেস, ডেইলি মেইল, জিনিউজ)

2017 Sri Lanka's coast, 40 miles away from the Indian ocean on a 'mysterious space junk' can be cast. However, do not be alarmed. In the absence of a clear idea about the mysterious celestial object is called.
US researchers say, may be the size of 7 feet. This space junk or space junk, however, is not an asteroid. This man-made debris can be any vehicle. The victims of the explosion of a rocket and a piece of space or any of the pieces could be used in the Apollo missions.
Kyatalina Sky Survey, researchers at the University of Arizona lab first identified the object. They come near Earth asteroids and comets to find the time to look for the object. They called it "1190 W. F 'or' WTF 'name.
Nature magazine of the Harvard-Smithsonian Center myakadaoyela ayastrophijikasera researcher Jonathan said, "losing a piece of space history is coming back to earth again."
Bill Gray claimed astronomy software, 1190 W. F 'navigation is upabrttakara orbit.
According to NASA's Space Research Institute of the United States, five million junk orbiting the Earth. Every year, some of the garbage on the earth kaksacyuta. Most of these wastes are destroyed in a clash with the atmosphere before returning to Earth. If, however, the danger that can result.

The researchers say the majority of the burn in the atmosphere would destroy space junk. What remained of the latter will be in remote areas, where there is no throw some light. (Source: Express, Daily Mail, Thankyou)

No comments:

Powered by Blogger.