Breaking News
recent

মহাকাশে প্রতি সেকেন্ডে ৫০০ বোতল মদ ছাড়ছে ধূমকেতু ‘লাভজয়’ || 500 bottles of wine per second issued by the comet in space, "Lovejoy"

লাভজয়ের কথা আকাশপ্রেমীরা নিশ্চয়ই ভুলে যাননি। পৃথিবীকে সম্প্রতি পাশ কাটিয়ে যাওয়া একটি ধূমকেতুর নাম, ‘লাভজয়’। সম্প্রতি লাভজয় সম্পর্কে বিস্ময়কর আরেকটি তথ্য জানালেন ফ্রান্সের গবেষকেরা। তাঁদের দাবি, ধূমকেতুটি মহাকাশে প্রতি সেকেন্ডে ৫০০ বোতলের মতো অ্যালকোহল বা মদ তৈরি করে চলেছে। এ ছাড়া সাধারণ চিনির মতো আরেকটি জৈব উপাদানও তৈরি করছে এটি।
গবেষকেদের দাবি, কোনো ধূমকেতুতে অ্যালকোহলযুক্ত পানীয়র মতো ইথাইল অ্যালকোহল পাওয়ার বিষয়টি প্রথমবারের মতো শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ছাড়াও জীবনের উদ্ভব ঘটার জন্য প্রয়োজনীয় জটিল জৈব অণুর উৎস যে ধূমকেতু হতে পারে, এই আবিষ্কারের ফলে এটার প্রমাণও পাওয়া গেল।
ফ্রান্সের প্যারিস অবজারভেটরির গবেষক নিকোলাস বিভার বলেন, ‘আমরা প্রত্যক্ষ করেছি যে ধূমকেতুটি যখন সবচেয়ে সক্রিয় থাকে তখন প্রতি সেকেন্ডে এ ধূমকেতু থেকে ৫০০ বোতলের মতো অ্যালকোহল নির্গত হয়।’
‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা দাবি করেছেন, লাভজয় ধূমকেতু থেকে ২১টি গ্যাসীয় উপাদানের পাশাপাশি দুটি জৈব উপাদানের সন্ধান পান তাঁরা। এর একটি হচ্ছে অ্যালকোহল, আরেকটি চিনি। গবেষকেরা বলেছেন, এই জটিল জৈব অণু গ্রহে গঠিত হয়, যা থেকে পাথুরে উপাদান তৈরি হতে পারে।
ধূমকেতু সৌরজগতের প্রাচীনতম এবং সবচেয়ে আদিম উপাদান। বিজ্ঞানীদের ধারণা, এই ধূমকেতুটি ৪৬০ কোটি বছর আগে জন্মেছে।

এর আগে এ বছরের ২৪ জানুয়ারি আকাশে যাঁরা চোখ মেলেছিলেন, তাঁদের মধ্যে সৌভাগ্যবান অনেকে হয়তো খালি চোখেই লাভজয় (সি/২০১৪ কিউ২) ধূমকেতুটিকে দেখতে পেয়েছিলেন। তিন বছর ধরে এই ধূমকেতুটি জ্যোতির্বিদদের সম্মোহিত করে রেখেছিল। ২৪ জানুয়ারি পৃথিবীকে বিদায় জানায় এটি। এই ধূমকেতুটি আকাশপ্রেমীদের বিশেষ আকর্ষণ করেছিল এর অনন্য সবুজ আভার জন্য, যা একে অন্যান্য ধূমকেতুর চেয়ে পৃথক করে তুলেছিল। বিজ্ঞানীদের মতে, বিশেষ ডাইঅ্যাটমিক কার্বন গ্যাসের কারণেই লাভজয়ের এই সবুজাভ আভা দেখা গিয়েছিল।

ওই সময় গবেষকেরা জানিয়েছিলেন, ধূমকেতুটি এ বছরের ৩০ জানুয়ারি পেরিহেলিয়নে (সূর্যের সর্বোচ্চ কাছাকাছি) পৌঁছানোর পরই আট হাজার বছরের জন্য মহাশূন্যে হারিয়ে যাবে। ৭ জানুয়ারি এটি পৃথিবীর সর্বোচ্চ কাছ (৭ কোটি কিলোমিটার) দিয়ে অতিক্রম করেছিল। এটি ১১ হাজার বছর পরে পৃথিবীর এত কাছে এসেছিল। পৃথিবীকে দীর্ঘদিনের জন্য বিদায় জানিয়ে গেলেও বেশ কিছু তথ্য বিজ্ঞানীদের জন্য ছেড়ে গেছে লাভজয়।

অস্ট্রেলিয়ার শৌখিন জ্যোতির্বিদ টেরি লাভজয় ২০১১ সালের নভেম্বর মাসে এই ধূমকেতুটি আবিষ্কার করেন। তাঁর নামেই এই ধূমকেতুটির নাম।

Akasapremira to Lovejoy never forgotten. The name of a comet passing the Earth, 'Lovejoy'. Another surprising information about Lovejoy French researchers reported recently. They claimed that the comet in space, 500 per bottle Alcohol has been made. In addition, it is made of sugar, as another organic material.
Researchers claim, such as ethyl alcohol, alcoholic beverages of any comets that have been identified for the first time. In addition, the complex organic molecules necessary for life, the growth of the comet may be the source of, as a result of the discovery of this evidence.
Paris Observatory researcher Nicholas Beaver said, "We have seen that the comet is the most active of the 500 bottle of alcohol per second are emitted from the comet."
Science ayadabhansesa 'has been published research articles.
Researchers have claimed, Comet Lovejoy from 1 gaseous material were found as well as two organic ingredients. Of the alcohol, another sugar. The researchers said, these complex organic molecules are formed on the planet, which can be made from the rocky material.
Comet is the oldest and most primitive material in the solar system. The idea that scientists, the comet was born 460 million years ago.

Earlier this year, the eye in the sky melechilena January 4, the empty eyes of the fortunate Some Lovejoy (C / 014 queue II) saw the comet. For three years, the comet had been mesmerized astronomers. 4 January, said farewell to the world. This unique green glow of the comet akasapremidera special attraction, which made it different from other comets. According to scientists, especially diatomic carbon gases because of the greenish tint appeared Lovejoy.

The researchers said that time, the comet on January 30 this year periheliyane (maximum around the sun) to reach eight thousand years after the space will be lost. 7 January, the highest of the world (7 million kilometers) was passed. It came so close to Earth after 11 years. Bid farewell to the world, but for a long time, scientists have left some information Lovejoy.

Australian amateur astronomer Terry Lovejoy comet 011 was discovered in November. His name, the name of the comet.

No comments:

Powered by Blogger.