শুরু হলো পানি থেকে ডিজেল তৈরি || Starting from the water in diesel
অওডির গবেষকেরা বলছেন, তাঁদের এই প্রকল্পের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নিরপেক্ষ জ্বালানি পাওয়া যাবে। জার্মানির ড্রেসডেন প্ল্যান্টে পানি থেকে ডিজেল তৈরির এই প্রকল্পের কাজ শুরু করেছে অডি। অওডি গাড়িতে পরিবেশবান্ধব এই জ্বালানি ব্যবহার করা যাবে।
ড্রেসডেনের এই কারখানায় পাওয়ার টু লিকুইড (পিটিএল) পদ্ধতিতে জ্বালানি তৈরি করা হচ্ছে। এই তরল জ্বালানি তৈরির প্রক্রিয়ায় পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করছে অওডি। এই পদ্ধতিতে কাঁচামাল হিসেবে শুধু পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। একটি বায়োগ্যাস কারখানা থেকে অওডি এই কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করছে ।
German car makers aodi aodi recently started e-diesel as environmentally friendly synthetic fuel. The startling news, they are the raw water in the diesel. NDTV news.
Aodira researchers say, the project can be found through the carbon dioxide-neutral fuel. Water plant in Dresden, Germany, to work on the project has started making diesel Audi. This fuel can be used sustainably aodi car.
The power-to-liquid plant dresadenera (pitiela) the fuel is being made. The liquid fuel is used to power the environmentally aodi. In this manner, only water and carbon dioxide is used as a raw material. Aodi from a biogas plant is the collection of carbon dioxide.
কীভাবে জ্বালানি তৈরি হচ্ছে:-
১. প্রথমে পানিকে তাপ দিয়ে বাষ্পীভূত করা হয় এবং উচ্চ তাপমাত্রায় পানিকে ভেঙে এর হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করা হয়।
২. এরপর আরও দুটি প্রক্রিয়া শেষে এই হাইড্রোজেনকে সিনথেসিস রিঅ্যাক্টরে উচ্চ তাপ ও চাপে বিক্রিয়া ঘটানো হয়। এতে হাইড্রোকার্বন যৌগ তৈরি হয় যাকে বলা হয় ব্লু ক্রুড। এই ব্লু ক্রুডকে রিফাইন করেই ই-ডিজেল উৎপন্ন হয় যা কৃত্রিম জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এই জ্বালানি সালফার ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন মুক্ত।
ডিজেল ছাড়াও ই-গ্যাসোলিন নামে কৃত্রিম পেট্রোলও তৈরি করছে অওডি।
How is the fuel: -
1. The water is evaporated by the heat and the high temperature of the water down to hydrogen and oxygen are separated.
II. And even at the end of the process, the hydrogen Synthesis reactors is the reaction high heat and pressure. It is made of hydrocarbon compounds called Blue Crude. The Blue krudake refine the e-diesel is produced which Prod can be used as synthetic fuel. Free of sulfur and aromatic hydrocarbons in the fuel.
In addition to the synthetic gasoline and diesel fuel are creating an e-aodi.
No comments: