Breaking News
recent

প্রতিদিন পাঁচ ঘণ্টা মোবাইল ফোনে || Five hours per day on mobile phones

প্রতিদিন গড়ে পাঁচ ঘণ্টা করে মোবাইল ফোন ব্যবহার করছে মানুষ। অর্থাৎ, মানুষ যতক্ষণ জেগে থাকে, এর এক-তৃতীয়াংশ সময়ই মোবাইল নিয়ে কাটাচ্ছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন গড়ে ৮৫ বার মোবাইল ফোন হাতে নেয়ে মানুষ।
মানুষ প্রকৃতপক্ষে কতবার স্মার্টফোন ব্যবহার করে—এই সমীক্ষার মাধ্যমে তা তুলে ধরা হয়।
এতে দেখা যায়, মানুষ যতটা মোবাইল ফোন ব্যবহার করার কথা ভাবে, বাস্তবে এর চেয়ে দ্বিগুণ সময় ফোন ব্যবহার করে থাকে।
যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড এলিস বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘প্লস ওয়ান’ সাময়িকীতে।
গবেষকেরা দাবি করছেন, ‘মনোবিদেরা তাঁদের গবেষণায় মোবাইল ফোনের ব্যবহারের পরিমাণ বের করতে গিয়ে জরিপে অংশগ্রহণকারীদের নিজের দেওয়া তথ্যের ওপর নির্ভর করেন। কিন্তু আমাদের পরীক্ষায় এটা দেখা গেছে, স্মার্টফোনের ব্যবহার করার পূর্বাভাস সতর্ক হয়ে দিতে হবে।’
গবেষকেরা যুক্তি দিয়ে বলেন, স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে দ্রুত মোবাইল ফোনে যোগাযোগের অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে।
গবেষকেরা ১৮ থেকে ৩৩ বছর বয়সী ২৩ জনকে নিয়ে এ গবেষণা করেন। এর মধ্যে ফোনে সময় দেখা, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট থেকে আসা নোটিফিকেশন পরীক্ষা করা, ফোন কল করা, গান শোনার বিষয়গুলো পরীক্ষা করে দেখা হয়। গবেষকেরা জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেন, যা দুই সপ্তাহ ধরে তাঁদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়গুলো রেকর্ড করে।
গবেষকেরা বলেন, অধিকাংশ সময় ফোন হাতে নিলেও মানুষ ৩০ সেকেন্ডের বেশি সময় তা ব্যবহার করে না। প্রতিদিন তারা গড়ে ৮৪ দশমিক ৬৮ বার এবং ৫ দশমিক শূন্য ৫ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করে। তথ্যসূত্র: পিটিআই, এনডিটিভি

People use mobile phones are five hours per day. In other words, people are awake, spending one-third of the time on mobile. A recent study found that, on average, 85 times per day on mobile phones in the hands of the people Taste of Cherry.
How many people are actually using the smartphone is highlighted through this survey.
It can be seen, people are using mobile phones as the way, the practice of using the phone is more than twice the time.
David Ellis of the University of Lancaster, UK researchers have studied the issue. Gabesanasankranta articles have been published in 'plasa One journal.
The researchers claim that, "manobidera their studies to the extent of the use of mobile phones based on the information provided in the survey's participants. But in our tests, it has been predicted that the use of smartphones to be careful. "
The researchers reasoned that the smartphone users to quickly create mobile communication becomes a habit.
Researchers from 18 to 33 years old with 3 people in the research. During the phone, to examine notifications from social networking websites, make phone calls, listen to music, things are tested. Researchers installed an application on the phone to people to take part in the survey, which took two weeks to use their mobile phones to record things.
The researchers said, and took the phone most of the time people do not use it for more than 30 seconds. The average 68 times per day, 84 percent and 5 percent to zero to 5 hours using a smartphone. Source: PTI, NDTV

No comments:

Powered by Blogger.