আসছে চালকবিহীন ট্রাক || Coming driverless truck
Google's driverless vehicle to everybody fairly. This means the vehicle driverless truck trying to get off the street! German car manufacturer company daimalara, announced at the end of the year, they will turn the truck. BBC Online reported the news.
Daimalarera Executive Officer Wolfgang Bernhard said, within the next few weeks, and they hope to get approval to run the truck on the streets of Germany. Since last May, the US state of Nevada is being run on an experimental track. Now it's just a matter of time to get out on the street. In the meantime, a test circuit in Germany has run about 10 miles of track. According to Bernhard, the truck will be safe from the double daimalarera the truck.
Daimalarera own 'Intelligent Highway pilot system through a computer to control the truck, the official said. However, as additional security to attend a full-time truck driver.
Laser, radar and cameras to detect the presence of the truck, road vehicles or other objects will be. The computer itself, the truck speed, brake or emergency brake control matters. Officials hope that will reduce the rate of road accidents in the truck. Meanwhile, the experiments showed that the automatic truck driver from the truck drivers who are living longer and more weightless.
গুগলের চালকবিহীন গাড়ির কথা মোটামুটি সবাই জানেন। এবার এই গাড়ির পথ ধরেই হয়তো রাস্তায় নামতে চাচ্ছে চালকবিহীন ট্রাক! গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠান ‘ডাইমলার’ ঘোষণা দিয়েছে চলতি বছরের শেষের দিকেই তারা এই ট্রাক চালু করবে। বিবিসি অনলাইন জানিয়েছে এই খবর।
ডাইমলারের এক্সিকিউটিভ কর্মকর্তা উলফগ্যাং বার্নহার্ড জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের ভেতরেই তাঁরা জার্মানির রাস্তায় ট্রাকটি চালানোর অনুমোদন পাওয়ার ব্যাপারে আশাবাদী। গত মে মাস থেকেই যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে ট্রাকটি চালানো হচ্ছে। এখন এটি সরাসরি রাস্তায় নামা শুধু সময়ের ব্যাপার। এরই মধ্যেই জার্মানির একটি টেস্ট সার্কিটে প্রায় ১০ হাজার মাইল চালানো হয়েছে ট্রাকটি। বার্নহার্ডের মতে, প্রচলিত ট্রাকের থেকে বহুগুণে নিরাপদ হবে ডাইমলারের এসব ট্রাক।
ডাইমলারের নিজস্ব ‘ইন্টেলিজেন্ট হাইওয়ে পাইলট সিস্টেম’ এর মাধ্যমে একটি কম্পিউটার এই ট্রাক নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। অবশ্য বাড়তি নিরাপত্তা হিসেবে একজন সার্বক্ষণিক চালকও ট্রাকে উপস্থিত থাকবেন।
লেজার রশ্মি, রাডার আর ক্যামেরার মাধ্যমে ট্রাকটি রাস্তায় যানবাহন বা অন্যান্য বস্তুর উপস্থিতি নির্ণয় করে চলবে। কম্পিউটার নিজেই ট্রাকের গতি, ব্রেক বা ইমার্জেন্সি ব্রেকের ব্যাপারগুলি নিয়ন্ত্রণ করবে। এ ধরনের ট্রাক সড়ক দুর্ঘটনার হার কমাবে বলেও আশাবাদী কর্মকর্তারা। ইতোমধ্যেই পরীক্ষায় দেখা গিয়েছে প্রচলিত ট্রাক চালকদের থেকে এরকম স্বয়ংক্রিয় ট্রাকের চালকেরা বেশি নির্ভার আর সজীব থাকেন।
Daimalarera Executive Officer Wolfgang Bernhard said, within the next few weeks, and they hope to get approval to run the truck on the streets of Germany. Since last May, the US state of Nevada is being run on an experimental track. Now it's just a matter of time to get out on the street. In the meantime, a test circuit in Germany has run about 10 miles of track. According to Bernhard, the truck will be safe from the double daimalarera the truck.
Daimalarera own 'Intelligent Highway pilot system through a computer to control the truck, the official said. However, as additional security to attend a full-time truck driver.
Laser, radar and cameras to detect the presence of the truck, road vehicles or other objects will be. The computer itself, the truck speed, brake or emergency brake control matters. Officials hope that will reduce the rate of road accidents in the truck. Meanwhile, the experiments showed that the automatic truck driver from the truck drivers who are living longer and more weightless.
গুগলের চালকবিহীন গাড়ির কথা মোটামুটি সবাই জানেন। এবার এই গাড়ির পথ ধরেই হয়তো রাস্তায় নামতে চাচ্ছে চালকবিহীন ট্রাক! গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠান ‘ডাইমলার’ ঘোষণা দিয়েছে চলতি বছরের শেষের দিকেই তারা এই ট্রাক চালু করবে। বিবিসি অনলাইন জানিয়েছে এই খবর।
ডাইমলারের এক্সিকিউটিভ কর্মকর্তা উলফগ্যাং বার্নহার্ড জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের ভেতরেই তাঁরা জার্মানির রাস্তায় ট্রাকটি চালানোর অনুমোদন পাওয়ার ব্যাপারে আশাবাদী। গত মে মাস থেকেই যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে ট্রাকটি চালানো হচ্ছে। এখন এটি সরাসরি রাস্তায় নামা শুধু সময়ের ব্যাপার। এরই মধ্যেই জার্মানির একটি টেস্ট সার্কিটে প্রায় ১০ হাজার মাইল চালানো হয়েছে ট্রাকটি। বার্নহার্ডের মতে, প্রচলিত ট্রাকের থেকে বহুগুণে নিরাপদ হবে ডাইমলারের এসব ট্রাক।
ডাইমলারের নিজস্ব ‘ইন্টেলিজেন্ট হাইওয়ে পাইলট সিস্টেম’ এর মাধ্যমে একটি কম্পিউটার এই ট্রাক নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। অবশ্য বাড়তি নিরাপত্তা হিসেবে একজন সার্বক্ষণিক চালকও ট্রাকে উপস্থিত থাকবেন।
লেজার রশ্মি, রাডার আর ক্যামেরার মাধ্যমে ট্রাকটি রাস্তায় যানবাহন বা অন্যান্য বস্তুর উপস্থিতি নির্ণয় করে চলবে। কম্পিউটার নিজেই ট্রাকের গতি, ব্রেক বা ইমার্জেন্সি ব্রেকের ব্যাপারগুলি নিয়ন্ত্রণ করবে। এ ধরনের ট্রাক সড়ক দুর্ঘটনার হার কমাবে বলেও আশাবাদী কর্মকর্তারা। ইতোমধ্যেই পরীক্ষায় দেখা গিয়েছে প্রচলিত ট্রাক চালকদের থেকে এরকম স্বয়ংক্রিয় ট্রাকের চালকেরা বেশি নির্ভার আর সজীব থাকেন।

No comments: