ভবিষ্যত প্রযুক্তি || Future Technology
প্রযুক্তি বিশ্ব আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে হয়তো যে ডিভাইসটি ৪ কেজি ওজনের তা মাস পেরোলেই ৪০০ গ্রামে নেমে আসতে পারে, অথবা যে রোবট এখনো ঠিকভাবে তার আঙুলের নড়াচড়াই করতে অক্ষম, বছর ঘুরলে সেই রোবটটিই হয়তোবা সরাসরি যুদ্ধে ভারী অস্ত্র চালনায় ব্যবহৃত হবে। সে জন্য ভবিষ্যতের কল্পনার উত্তর একমাত্র ভবিষ্যতই দিতে পারে। ভবিষ্যতে দুনিয়া দাপিয়ে বেড়াতে পারে এমন তিনটি প্রযুক্তি পন্যের সাথে পরিচিত হয়ে নিন।
১) কালি মোছার প্রিন্টার
কালি মোছার প্রিন্টার
কাগজে ছাপার কালিতে ভুল পেলে তা শোধরাতে আমরা বিশেষ ফ্লুইড ব্যবহার করি সাধারণত। কিন্তু তাতে করে কাগজের ওপরে বেশ একটা স্তর পড়ে যায় সাদা রঙের। সেই কারণেই হয়তো ডিজাইনার Kim Su Yeon ডেভেলপ করতে চেয়েছেন এমন এক প্রিন্টার যা কাগজে থেকে নিখুঁতভাবে ছাপার কালি মুছে ফেলবে!! ভুল লেখা প্রিন্ট হলেও সমস্যা নেই,সম্পূর্ণ কালি মুছে আবার নতুন করে প্রিন্ট নিন। বিষয়টা কেমন অস্বাভাবিক না? হ্যাঁ, বিষয়টা এমনই যে এটি সাদা কাগজকে তার পূর্বের রূপে ফিরিয়ে দেবে। এতে করে কাগজকে পুনরায় ব্যবহার উপযোগী করা যাবে আর কি! তবে এটা শুধু সম্পূর্ণ কাগজকে সাদা করতে পারবে, কাগজের নির্দিষ্ট কোন অংশের কালি দূর করতে হলে হয়তো আরো নতুন কিছুর অপেক্ষা করতে হবে আমাদের।
২)পাঁচ আঙুলের মাউস
জাপানীজ কোম্পানী Double Research & Development Co. এক নতুন ধরনের ইনপুট ডিভাইস নির্মাণ করছে যা মাউসের মতোই কম্পিউটারে ইনপুট দেবে যার নাম Amenbo. এটি একটি পাঁচ আঙুলের ইনপুট ডিভাইস যা প্রতিটি আঙুলের নড়াচড়া এবং চাপ আলাদাভাবে সনাক্ত করতে পারে।
ভবিষ্যত প্রযুক্তি- পাঁচ আঙ্গুলের মাউস-১
ভবিষ্যত প্রযুক্তি- পাঁচ আঙ্গুলের মাউস-২
ভবিষ্যত প্রযুক্তি- পাঁচ আঙ্গুলের মাউস-৩
যন্ত্রটির প্রতিটি Fingertip অংশেই বিশেষ সেন্সর লাগানো আছে যাতে করে সবগুলো আঙুলের প্রদত্ত কমান্ড একসাথে রিসিভ করতে পারে, বিশেষ করে গেমস কমান্ডের ক্ষেত্রে এক হাত ব্যবহার করেই অনেক কাজ খুব সহজে করা যাবে নির্বিঘ্নে।
ভবিষ্যত প্রযুক্তি- পাঁচ আঙ্গুলের মাউস-৪
ডিভাইসটির প্রতিটি আঙুল নমনীয় জালের মতো তারের মাধ্যমে সংযুক্ত যাতে করে বিভিন্ন মাপের আঙুলের নড়াচড়ার জন্য এটি সম্প্রসারিত হতে পারে।
৩) পোর্টেবল প্রিন্টার
এখন প্রযুক্তির সব কিছুতেই পোর্টবল হবার বিশেষ টান। বিশেষ করে সফটওয়্যারগুলোর পোর্টেবল ভার্সন তো তুমুল জনপ্রিয় আজকাল। তো সেক্ষেত্রে আর হার্ডওয়্যাররই বা বাদ যাবে কেন? পোর্টেবল যুগে চলে আসছে পোর্টেবল প্রিন্টার। না বহনযোগ্য কোন বিশাল প্রিন্টার না,নিতান্তই ছোট ডিভাইস এটা।
পোর্টেবল-প্রিন্টার-১
সামান্য পরিমান প্রিন্টিং লোড নিতে পারে এটি। ২৩ সে.মি X ৬ সে.মি আকারের কাগজই এটার জন্য সঠিক। ডিভাইসটির একপাশে আছে Slot type cartridge প্রবেশের জন্য বিশেষ স্লট। আর একপাশে আছে USB পোর্ট। আর হ্যাঁ, OLED (Organic Light Emitting Diode) নামক বিশেষ এলইডির সাহায্যে কতটুকু প্রিন্ট হয়েছে তা প্রিন্টারের উপরে ডিসপ্লে হবে।
There is a world of technology and politics. Today, it may be that the device is 4 months older than 400 kg would come down to the village, or the movement of his fingers to make sure the robot is still unable, in the war years, had marched the robatatii heavy weapons might be used ham. The answer can only imagine the future for the future. Dapiye the world who visit the three brands to become familiar with the technology.
1) delete the printer ink
Deleting printer ink
Paper, printing ink, correcting what we did wrong, we usually use a special fluid. But it fell to a level of the white color of the paper. That is why they wanted to develop designer Kim Su Yeon, a printer, ink meticulously removed from the paper !! Wrong print text, but there is no problem, remove the ink to print again. What is it unusual? Yes, the white paper so that it will return to its previous form. The paper can be used again and what followed! But it can not completely white paper, ink and paper to remove certain parts of the perhaps more than any of the new things we will have to wait.
Ii) Five Finger Mouse
Japanese company Double Research & Development Co. Construction of a new type of input device, like a computer mouse input, which is the name of the Amenbo. It is a five-finger input devices to recognize each finger movement and pressure.
Future technology the five fingers -1
The future of the five fingers II technology
The future of the five fingers on the mouse-3 technology
Special sensors are fitted to the machine, so that all parts of the Fingertip given fingerprint can receive commands together, especially in games using the command on the one hand a lot of work to be done very easily without any trouble.
Future technology mouse -4 five fingers
Each device attached to the finger flexible wire mesh, such as finger movements in different sizes so that it can be extended.
3) Portable Printer
Now everything portabala the special pull technology. The portable version of the software is the most popular nowadays. So if you can eliminate the hardaoyyararai or why not? Portable era is coming to a portable printer. Do any of the portable printer, the device is very small.
Portable-printer -1
It may take a little amount printing load. 3 cm X 6 cm in size kagajai it right. Slot type cartridge has a special slot for access to the side of the device. There is no USB port on the side. And yes, OLED (Organic Light Emitting Diode) in the LED display on the printer how to print it.



No comments: