Prajukti itself will break new pairs of objects || নতুন প্রজুক্তি- ভাঙ্গা বস্তু জোড়া লাগবে নিজে নিজেই
Knight rider know yet who must have watched all of them are damaged by bullets incredible way to repair itself becomes part of the art would be like a new car KITT. So it was a mere fiction to everyone, not just individual screen TV.
But telecommunication is no longer science fiction, it is a real possibility now. Scientists in the Netherlands have made the impossible possible in this matter. Eindhoven University of Technology in the Netherlands with the chemical company AkzoNobel's scientists have developed a new kind of polymer.
This polymer is made with a new type of object it is broken the pair will take only be held within the two ends together. Eighteen of any kind is necessary. Anusamuha a special process of hydrogen bonds with hydrogen and oxygen or nitrogen as the other attractions of this polymer can be made with anusamuhera said. The new polymer will be strong as any other durable plastic. "Supara B", the name of this polymer windshield of the car, the laptop can be used as an object of any use. Any of which would make things more durable and modernizing.
যারা knight rider মুভিটা দেখেছেন তাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে অবিশ্বাস্য ভাবে বুলেটের আঘাতে ক্ষতিগ্রস্ত অংশটি নিজে থেকেই মেরামত হয়ে আবার নতুনের মত হয়ে যেত অত্যাধুনিক গাড়ি KITT. এতদিন এটি ছিল সবার কাছেই একটি নিছক কল্পকাহিনী, যা শুধু টিভির পর্দাতেই সম্ভব।
কিন্তু এই প্রজুক্তি আর কল্পকাহিনী নয়, এখন এটি বাস্তবেই সম্ভব। অসম্ভব এই বিষয়টিকে সম্ভব করেছেন নেদারল্যান্ড এর বিজ্ঞানীরা। নেদারল্যান্ডের Eindhoven University of Technology এর বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে রাসায়নিক কোম্পানি AkzoNobel নতুন ধরনের এ পলিমার উদ্ভাবন করেছেন।
নতুন ধরনের এই পলিমার দিয়ে তৈরি কোন বস্তু ভেঙ্গে গেলে দুই প্রান্ত একসঙ্গে ধরলেই তা আবার জোড়া লেগে যাবে। প্রয়োজন হবে না কোন ধরনের আঠার। হাইড্রোজেন বন্ড এর একটি বিশেষ প্রক্রিয়া যাতে হাইড্রোজেন অণুসমূহ অন্য অক্সিজেন বা নাইট্রোজেন এর মত অনুসমুহের সাথে আকর্ষণের মাধ্যমে এই পলিমার তৈরি করা সম্ভব হয়েছে। নতুন এই পলিমারটি অন্যান্য যেকোনো মজবুত প্লাস্টিক এর মতই শক্তিশালী হবে। “সুপরা বি” নামের এই পলিমার গাড়ির উইন্ডশিল্ড, ল্যাপটপ এর মত যেকোনো ব্যবহার্য বস্তুতে ব্যবহার করা যাবে। যা করে তুলবে যেকোনো জিনিসকে আরও টেকসই ও যুগোপযোগী।
No comments: