Breaking News
recent

আলোর কোয়ান্টাম তত্ত্ব || The quantum theory of light.



আমরা জানি আলো এক ধরনের শক্তি।কিন্তু এই আলোর আসল সরুপটা অনেক দিনই বিজ্ঞানীদের অজানা ছিল।কারন এটি এক এক সময় এক এক ধরনের আচরন দেখে, বিজ্ঞানীরা রিতিমত অবাক হয়েছিলেন।যতদিন পর্যন্ত আলোর কোয়ান্টাম তত্ত্ব  আবিস্কার না হয় ততদিন বিজ্ঞানীরা বেশ কিছু ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না।আসুন জেনে নেওয়া যাক এই আলোর কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে।



বিজ্ঞানীরা লক্ষ করছিলেন যে, যখনি কোন ধাতব বস্তুর উপর আলো পড়ে তখন তার থেকে ঋণাত্মক আধান বিশিষ্ট একটি কনার প্রবাহ হয়।পরবর্তীতে জানা যায় এই ঋণাত্মক কনার নাম হল ইলেকট্রন।আর এই ঋণাত্মক কনার প্রবাহই হল বিদ্যুৎ প্রবাহ।কিন্তু আসল কথা হল কোন ধাতব বস্তুর উপর আলো পড়ে কেন এই কনা নির্গত হবে।কারন তখন সবার ধারনা ছিল আলো হল এক ধরনের তরঙ্গ।আর এই তরঙ্গ ধর্ম দ্বারা এর ব্যাখ্যা মেলে না।এই জন্য যে এর ফলে ঐ বস্তুর থকে কোন ঋণাত্মক কনা বের হবার সম্ভবনা নেহাতি কম।তখন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক একটি নতুন ধারনা নিয়ে এলেন।তিনি বললেন আলো ,কোন বস্তু থকে নিরবিচ্ছিন্ন ভাবে বের হয় না।এটি শক্তির প্যাকেট বা গুচ্ছ আকারে বের হয়।আর এই শক্তির গুচ্ছ বা কনার নাম তিনি দিলেন কোয়ান্টা।পরবর্তীতে একাধিক পরীক্ষার সাহায্যে এই তত্তের সত্ততা যাচাই করা হয়।আলোর এই প্যাকেট বা গুচ্ছ আকারে বের হবার তত্তের নামই হল আলোর কোয়ান্টাম তত্ত্ব।পড়ে বিজ্ঞানী আইনস্টাইন এই তত্তের অনেক উন্নতি করেন।এই তত্ত্ব মতে আলোর বিকিরিত শক্তির সঙ্গে এর বিকিরনের কম্পাঙ্কের একটা নির্দিষ্ট সম্পর্ক আছে।আর এই সম্পর্কটি নিশ্চিত ভাবেই একটি ধ্রুব রাশি।এর মান হল 6.624*10^27।এটিকে h দ্বারা প্রকাশ করা হয়।এর আবিষ্কারকের সাথে মিল রেখে এর নাম দেওয়া হয়েছে প্লাঙ্কের ধ্রুবক।

We know that light is a kind of real sarupata saktikintu the light of day, one time, one of a kind unknown to the scientists behaved this chilakarana, scientists have not invented the quantum theory of light to hayechilenayatadina ritimata surprised some scientists as the right to decide Let us know naasuna paratechilena of the quantum theory of light.



Scientists had noticed that, as soon as the light falls on a metal object to the negative charge of the flow of a Particle Particle hayaparabartite know the name of this negative ilekatranaara this negative flow Particle any metal objects on the true story of the power prabahakintu This is why the sense of light particles emitted in the light of the kind of habekarana tarangaara by religion to explain this wave naei that the particles out of the risk of a negative nehati From the Max Planck scientist kamatakhana elenatini with a new sense of light and said, From any object or cluster constant in the form of packets of energy out of them is out of this bunch hayaara or Particle koyantaparabartite he gave the name of the multiple testing to verify this theory is sattata. This is a bunch of packets or in the form of light out of the light quantum theory, called the theory of Albert Einstein tattbapare progress karenaei theory of light emitted with the energy of a certain frequency relationship acheara bikiranera way to ensure this relationship is a constant value rasiera 6.624 * 10 ^ h is expressed by 27etike It has been given the name of the inventor with respect to the Planck constant.

No comments:

Powered by Blogger.