Breaking News
recent

হাত থেকে বয়সের ছাপ দূর করুন দারুণ সহজ একটি প্যাকে || Very easy to remove from the hands of a pack age to impress


আমাদের শরীরের অন্যান্য অংশ থেকে হাতে সবার আগে বয়সের ছাপ পড়ে। অথচ এই হাতকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করে থাকি। নিয়ম করে আমরা মুখে নানা রকম ক্রিম, মাস্ক, প্যাক লাগিয়ে থাকি, কিন্তু হাতের যত্নে তেমন কিছু করি না। আর এই কারণে হাতের চমড়া দ্রুত কুঁচকিয়ে যায়, হাতে ছোপ ছোপ কালো দাগ পড়ে। দ্রুত বয়সের ছাপ পড়ে যায়। হাতের কালো দাগ দূর করে বয়সের ছাপ দূর রোধ করবে এমন একটি ঘরোয়া ক্রিমের কথা জানা যায় hellonatural.co থেকে।

উপকরণ

১/৪ কাপ ভাত
১/২ টেবিল চামচ বিশুদ্ধ মধু
১/২ টেবিল চামচ লেবুর রস


যেভাবে তৈরি করবেন

ভাত, লেবুর রস এবং মধু ব্লেন্ডারের ব্লেন্ড করে নিতে পারনে। অথবা হাত দিয়ে ভাল করে ম্যাশ করে নিতে পারেন। লেবুর রস যদি আপনার ত্বকে সমস্যা করে থাকে তবে লেবুর রসের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন।


যেভাবে লাগাবেন

- প্রথমে হাতটা ভাল করে ধুয়ে ফেলুন।
- এইবার প্যাকটি আপনার হাতের পিঠে চক্রাকারে ম্যাসাজ করুন।
- হালকা চাপ দিয়ে ১ থেকে ২ মিনিট ম্যাসাজ করুন।
- তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- সব শেষে একটি ভাল ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
- এই প্যাকটি রাতে লাগাবেন।
- সপ্তাহে এক থেকে দুই বার এই প্যাকটি ব্যবহার করবেন।
- এই প্যাকটি হাতের রোদেপোড়া ছোপ ছোপ দাগ, বয়সের ছাপ দূর করে থাকে।
- এই প্যাকটি ত্বককে হাইড্রেটেড করে চামড়া এক্সফলিয়েট করে থাকে। তার সাথে হাতের ত্বকের রং হালকা করে থাকে।
টিপস
১। প্রতিদিন বাইরে যাবার আগে হাতে অব্যশই সান স্ক্রিন লাগিয়ে বের হবেন।
২। রাতে ঘুমাতে যাওয়ার আগে যেকোন ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যাবেন। এতে সকালে  ঘুম থেকে উঠে পেয়ে যাবে এক জোড়া নরম কোমল হাত। ময়েশ্চারাইজারে পরিবর্তে আপনি ভ্যাসলিন বা গ্লিসারিনও ব্যবহার করতে পারেন।


The other part of our body is the first impression of age. But the hand that we are the most neglected. We have the cream of the rules in the face, mask, are affixed to the pack, but the hands do not care much. This is due to the camara and fast kumcakiye, the dye stain black spots. Ages impression quickly fall. The black stain that would prevent the impression of age, according to a domestic cream from hellonatural.co.

Materials

1/4 cup rice
1/2 tablespoons pure honey
1/2 tablespoons lemon juice


How to Create

Rice, lemon juice and honey in blender to blend parane. Or you can mash well with the hand. Lemon juice if you have problem skin can use lemon juice instead of water.


The flag

- First, wash hands well.
- This time round the back of the pack in your hand massage.
- 1 min massage with light pressure.
- Then rinse with warm water.
- In the end, a good mayescaraijara.
- And put them on the night of the pack.
- One or two times a week to use the pack.
- This pack rodepora dye dye stain hands, remove the impression of age.
- This pack is eksaphaliyeta skin haidreteda skin. Skin color is light with her hand.
Tips
1. Before going out every day to get out and put Abyasai San screen.
II. Put any moisturizer before going to sleep at night to go to sleep. It can not get up in the morning with a pair of soft hands soft. Instead, you can use Vaseline or glisarinao mayescaraijare.

No comments:

Powered by Blogger.