বিজ্ঞানের অবাক যুগে আছি আমরা!! (নিজে নিজে পরিষ্কার হবে এমন কাপড় আবিষ্কার) || We are in an age of science, surprise !! (That will clear up by itself in)
উফ্ কত কাপড় জমে গেছে। কখন এসব পরিষ্কার করব, ধুব। এটি প্রায় কয়েকদিন পরপরই বলতে হয় আমাদের। বিশেষ করে যারা ছাত্র এবং আমার মত হলে কিংবা মেসে থাকেন তাদের তো এটি একটি মহা যন্ত্রনা এবং আপদ।
কিন্তু ভাবুন একবার, শুধুমাত্র রৌদ্রের নিচে অথবা বারান্দার তারে ঝুলিয়ে রাখলেই যদি জিনস, সয়েটস অথবা মোজাগুলো নিজে নিজে পরিষ্কার এবং দুর্গন্ধ দূর হয়ে যোয় তাহলে কেমন হবে?
অনেক অদ্ভুত হবে নির্গাত। কিন্তু এই অদ্ভুত ব্যাপারটাই নাকি ঘটে গেছে। বিজ্ঞানীরা একটি নতুন সুতি কাপড় তৈরি করেছেন যাকে সূর্যালোকে রাখলে নিজেকে যে কোন ব্যাকটেরিয়া এবং দাগ থেকে পরিষ্কার করতে পারে।
মিঙ্গস লং এবং ডেয়ং উ জানিয়েছে তাদের নতুন এই কাপড়টিতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইডের কোটিং। টাইটানিয়াম ডাইঅক্সাইড একটি সাদা ম্যাটেরিয়াল যা সাধারণত খাদ্যের সাদা রঙ থেকে সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহার করা হয়।
সাধারণ এসইএম ছবি (a)N-TiO2–সুতি কাপড় এবং (b) AgI–N–TiO2–সুতি কাপড়।
এই টাইটানিয়াম ডাই-অক্সাইড যখন কোন আলোর সংস্পর্শে আসে তখন ময়লাগুলোকে ভেঙ্গে ফেলে এবং মাইক্রোবসগুলোকে মেরে ফেলে। এই পদ্ধতি ইতোমধ্যে ব্যবহার করা হয় সেলফ-ক্লিনিং জানালা, রান্নাঘর এবং বাথরুমের টাইলস এবং গন্ধ-হীন মোজা এবং আরো অনেক পণ্যতে।
এর আগেও সেলফ-ক্লিনিং সুতি কাপড় প্রস্তুত করা হয়েছিল কিন্তু সেগুলো শুধু মাত্র আল্ট্রাভায়োলেট রে (অতিবেগুনী রশ্মি)র মাধ্যমে নিজেদেরকে পরিষ্কার রাখতে পারত। আর তাই এই বিজ্ঞানীদ্বয় সিদ্ধান্ত নেয় যে তারা এমন একটি কাপড় তৈরি করবে যা সাধারণ সূর্যালোকের মাধ্যমে নিজেকে পরিষ্কার রাখতে পারবে।
তাদের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এসিএস অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস-এ। এখানে তারা বর্ণনা করেছেন টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের মাধ্যমে তৈরি করা ন্যানোপার্টিকেল দিয়ে কিভাবে তারা সুতি কাপড়টির উপর একটি কোট দিয়েছেন। তারা বিশেষ কোটিং সমৃদ্ধ একটি কাপড়ের উপর কমলা রঙ ফেলেন তারপর সেটাকে সূর্যালোকে নিয়ে যাওয়ার পর দেখা যায় কিভাবে সেই কাপড় নিজে নিজে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওয়াশিং এবং ড্রাইংয়ের পরেও এই কোটিং-এর কোন ক্ষতি হয় না।
প্রিয় টেক এবং এসিএস-এর সৌজন্যে]
Whoops how to grow up. When will the fair, dhuba. After a few days to tell us about it. Especially those students who, like me, if you've succeeded, or so it's a great pain and danger.
But think again, you might just hang him on the balcony sun-down, or genes, sayetasa or self-clean and odor mojagulo yoya away, then what will?
Nirgata many will be curious. But the strange thing has happened or. Scientists have created a new cotton cloth in the sun if he could clear himself from any bacteria and stains.
Mingasa deyam A. Long and the use of their new kaparatite the titanium dioxide coating. Titanium dioxide is a white material which is commonly used to make bread is white, the color of the sunscreen lotion.
General esaiema picture (a) N-TiO2- Cotton and (b) AgI-N-TiO2- Cotton.
When light comes into contact with the titanium dioxide to break down the mayalaguloke and maikrobasaguloke killed. This method is already used in self-cleaning windows, kitchen and bathroom tiles and odor-less socks and many more products.
Self-Cleaning Cotton was already prepared, but they just altrabhayoleta rays (ultraviolet rays) would have to clean ourselves through. And so this bijnanidbaya decides that they will create a cloth to keep himself clean through normal sunlight.
Their report was published in ACS Applied Materials and interface. Here they have the made the titanium dioxide and nitrogen with nyanopartikela Cotton on how they have a coat. They are rich in special coating on a cloth, then it turns orange when the sun is about to become clear that the cloth itself. Drainyera after washing and do no damage to the coating.
Dear Tech and courtesy of ACS

 
No comments: