সাপের কামড়ে শরীরে কী ঘটে ? || What happens in the body of a snake bite ?
Every year 10 to 50 million people around the risbe bitten by a snake. One of every five people died due to poisoning. Before the number of deaths was more than snakes. The snake venom was no antidote. Poisonous snake bite venom in the human body. What happens in the human body, that is due to the death?
An American doctor in the middle of the last century, a snake cut According to the diary of the human body react to the snake venom. The researchers recently observed. The report of the journal Nature and zoic "Discovery Magazine. The diary of a snake in the light of the effects of the poisoning, the body releases have been published.
He was smiling amphibian expert Carol Patterson United States Fish and amphibians pranibidyabisayaka president (19421946). New York's American Museum of Natural History and the Field Museum in Chicago, the study said. In 1957, the Lincoln Park Zoo in Chicago Marilyn Parkinson's information director, sent a large poisonous snake smiling. Due to the carelessness of snake bites. It is too late to learn his poisoning. Then spread to many parts of the body of toxins.
Snake poisoning and death in the 15 hours between the time the body changes smiling write diaries. The Independent quoted the diary said, smiling in a few hours after poisoning are nausea, she also began to lose blood. Because of the poison in his blood and a lot of blood and gore are closed. His body started shivering due to poisoning. Schmitt was dripping inside of the mouth.
According to The Independent, poisoning, rushed to the hospital in the morning, smiling. His life was saved well to treatment. The small snakes would not be a big loss due to play at such treatment died from the faith.
At present, there is the death of snakes in the zoo or in the laboratory. The point is to keep the snake venom antidote.(সারা রিশ্বে প্রতিবছর ১০ থেকে ৫০ লাখ মানুষ সাপের কামড় খায়। এর প্রতি পাঁচজনের একজন বিষক্রিয়ার কারণে মারা যায়। আগে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা ছিল আরো বেশি। তখন সাপের বিষের তেমন কোনো প্রতিষেধকও ছিল না। বিষাক্ত সাপের কামড়ে মানুষের শরীরে বিষ ঢোকে। এর পরে মানুষের শরীরে কী ঘটে, যে কারণে মৃত্যু হয়?
গত শতাব্দীর মাঝামাঝি সাপে কাটা এক মার্কিন চিকিৎসকের দিনলিপি সূত্রে জানা গেছে মানুষের শরীরে সাপের বিষের প্রতিক্রিয়া। সম্প্রতি বিষয়টি গবেষকদের নজরে আসে। এ বিষয় নিয়ে প্রতিবেদন করেছে প্রকৃতি ও প্রাণীবিষয়ক সাময়িকী ‘ডিসকভারি ম্যাগাজিন’। আর দিনলিপির আলোকে সাপের বিষক্রিয়ায় শরীরে প্রভাব নিয়ে ভিডিওচিত্রও প্রকাশিত হয়েছে।
মার্কিন উভচর প্রাণী বিশেষজ্ঞ কার্ল প্যাটারসন স্মিত ছিলেন যুক্তরাষ্ট্রের মৎস্য ও উভচর প্রাণিবিদ্যাবিষয়ক সংগঠনের প্রেসিডেন্ট (১৯৪২-১৯৪৬)। নিউ ইয়র্কের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরি ও শিকাগোর ফিল্ড মিউজিয়ামে গবেষণা করেছেন তিনি। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর লিংকন পার্ক চিড়িয়াখানার পরিচালক মারলিন পারকিনস তথ্য জানতে একটি বড় আকৃতির বিষাক্ত সাপ স্মিতের কাছে পাঠান। অসাবধানতার কারণে সাপটি তাঁর হাতে কামড় দেয়। বিষক্রিয়ার বিষয়টি তাঁর জানতে দেরি হয়। ততক্ষণে বিষ শরীরের অনেক অংশে ছড়িয়ে পড়ে।
সাপের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়া ও মৃত্যুর মধ্যবর্তী ১৫ ঘণ্টা সময়ে শরীরে পরিবর্তনের বিষয়টি দিনলিপিতে লিখে যান স্মিত। ওই দিনলিপির বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানিয়েছে, বিষক্রিয়ার পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে স্মিতের বমি বমি ভাব হয় একই সঙ্গে রক্ত হারাতে থাকেন তিনি। আর বিষের কারণে তাঁর রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায় এবং অনেক রক্তক্ষরণ হয়। বিষক্রিয়ার কারণে তাঁর শরীরে কাঁপুনি শুরু হয়। স্মিটের মুখের ভেতরের অংশেও ক্ষরণ হয়।
ইনডিপেনডেন্ট জানায়, বিষক্রিয়ার পরদিন সকালে স্মিত হাসপাতালে ছুটে যান। ভালোভাবে চিকিৎসায় হয়তো তাঁর জীবন বাঁচানো যেত। তবে ছোট সাপের কামড়ে বড় কোনো ক্ষতি হবে না এমন বিশ্বাস থেকে চিকিৎসায় হেলাফেলার কারণে তাঁর মৃত্যু হয়।
বর্তমানে চিড়িয়াখানায় বা গবেষণাগারে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা নেই বললেই চলে। কারণ এসব স্থানে সাপের বিষের প্রতিষেধকও রাখা হয়।)
No comments: