Breaking News
recent

নারী কেন বেশি আবেগী ? || Why women are more emotional ?

পুরুষের চেয়ে নারী বেশি আবেগী হয়। অনেকে এর কারণ হিসেবে নারীর মধ্যে বাড়তি আবেগ থাকাকে দায়ী করেন। তবে সুইজারল্যান্ডের গবেষকরা বলছেন, প্রকৃত কারণ নারী-পুরুষের স্মৃতি ও চিন্তা করার পার্থক্য।

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্যাসেলের একদল গবেষক নারী ও পুরুষের আবেগ বোঝার পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। এতে নেতৃত্ব দেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনেত্তি মেলনেক। এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘জার্নাল অব নিউরোসায়েন্স’।

এর আগে এক গবেষণায় দেখা যায়, পুরুষের তুলনায় নারী কোনো কোনো বিষয়ে বেশি আবেগ বোধ করেন। তবে এবারের গবেষণাটি বিশাল পরিসরে করা।

হাফিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গবেষকরা তিন হাজার ৪০০ নারী-পুরুষের ওপর গবেষণা চালান। পরীক্ষায় অংশগ্রহণকারীদের ইতিবাচক, নেতিবাচক ও আবেগহীন—এই তিন ধরনের ছবি দেখানো হয়। পরে এসব ছবি সম্পর্কে তাঁদের প্রশ্ন করা হয়। ছবি দেখা এবং পরে এ সম্পর্কে প্রশ্ন করার সময় এমআরআই যন্ত্রে তাঁদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

গবেষণায় দেখা গেছে, নেতিবাচক ছবি দেখার সময় নারীর মস্তিষ্কে কার্যক্রম বেশি দেখা যায়। তবে আবেগহীন ছবি দেখার সময় নারী ও পুরুষ একই ধরনের আবেগ প্রদর্শন করেন। আর ইতিবাচক ছবির বিষয় নারীদের বেশি মনে থাকে। সামগ্রিকভাবে ছবির বিষয়বস্তু মনে রাখার ক্ষেত্রেও পুরুষের চেয়ে নারীরা এগিয়ে।

গবেষক মেলনেক বলেন, নারী ও পুরুষের চিন্তা আর স্মৃতিশক্তির মধ্যে ভিন্নতা আছে। এ কারণেই পুরুষের চেয়ে নারীর মধ্যে বেশি আবেগ দেখা যায়।

এর আগে এক গবেষণায় দাবি করা হয়, নেতিবাচক চিত্র দেখে নারী বেশি প্রতিক্রিয়া দেখান। গবেষক মেলনেক এর ব্যাখ্যায় বলেন, বাহ্যিকভাবে আবেগ প্রদর্শনে নারী প্রস্তুত থাকায় এমনটি ঘটে। তা ছাড়া নারীদের কাছ থেকে বেশি আবেগও আশা করা হয়।

গবেষকরা জানিয়েছেন, নারীর মধ্যে চাপ, উদ্বেগসহ নানা মানসিক সমস্যা দেখা যায়। নতুন গবেষণার প্রাপ্ত তথ্য ভবিষ্যতে এর চিকিৎসায় ব্যবহার করা যাবে।

Women are more emotional than men. Many of being blamed as the cause of women in the excess of emotion. However, Swiss researchers said, because of the memories and reflect on the differences between men and women.

A group of researchers at the University of Basel, Switzerland, to understand the way the men and women of passion to experiment. Anetti melaneka led by the University. Research article published in the journal Science, the Journal of Neuroscience.

Before the study, compared to men, women do not feel any emotion about. However, this study is massive.

Huffington Post report, researchers studied about three thousand men and 400 women. The participants test positive, negative, and three types of emotions that are shown in the picture. After the question is about the picture. After seeing the pictures and asked about the MRI machine, their brain activity was observed at the time.

Studies have shown that, when viewing the negative images of the brain and is more common in women. However, the cold when viewing the images show men and women the same kind of passion. If women feel more positive image of the subject. Overall, the content of the photo to women than men.

Melaneka researchers said the difference between men and women are thinking and memory. Therefore, women are more emotional than men can be seen.

The study is one of the negative image of women saw more feedback. Melaneka researcher explained that the lack of women in the overwhelming display of emotion happens. More passion than it is to be expected from women.

According to the researchers, women, pressure, udbegasaha various mental problems. New research in the treatment of the data obtained can be used in the future.

No comments:

Powered by Blogger.