এই শীতে ৫টি উপায়ে চুলগুলোকে রাখুন ঝলমলে || 5 ways to keep hair sparkling in the winter
শীতকালে ত্বক ও চুল বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বাতাসে আর্দ্রতার অভাবে চুল হয়ে যায় নিষ্প্রাণ, শুষ্ক। সঠিকভাবে যত্ন না নিলে চুল পড়া বেড়ে যায় অনেকখানি। তাই শীতকালে চুলের নিতে হয় বাড়তি যত্ন। জেনে রাখুন কিছু টিপস, যা শীতকালেও আপনার চুল রাখবে স্বাস্থ্যোজ্বল এবং সুন্দর।
১। বাতাসের আর্দ্রতা থেকে চুলকে রক্ষার জন্য মাথায় স্কার্ফ বা হ্যাট ব্যবহার করুন। এটি আপনার চুলকে বাইরের ধুলোবালি থেকে রক্ষা করে থাকবে। সিল্কের স্কার্ফ ব্যবহার করতে পারেন যা আপনার চুল রক্ষা করার সাথে সাথে ফ্যাশনও করা হবে।
২। চুলে গরম পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমাদের মাথার ত্বক সাধারণত শুষ্ক থাকে, গরম পানি ব্যবহার ত্বক আরও বেশি শুষ্ক করে তোলে। গরম পানি ব্যবহার করার পরিবর্তে গরম এবং ঠান্ডা পানি মিশিয়ে চুলে ব্যবহার করুন। এটি চুলের ত্বকের ময়োশ্চারাইজ ধরে রেখে চুল পরিষ্কার করে থাকে।
৩। শ্যাম্পু করার ফলে চুল রুক্ষ হয়ে যায়। তাই শীতকালে যতবার শ্যাম্পু করবেন ততবার কন্ডিশনার ব্যবহার করবেন। বিশেষ করে এই সময় ক্রিমি কন্ডিশনার ব্যবহার করা উচিত। কন্ডিশনার হিসেবে আপনি ডিমের কসুম ব্যবহার করতে পারেন। ১টি ডিমের কসুম, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ কাপ পানি মিশিয়ে নিন। এটি কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। ঘরোয়া কন্ডিশনার হিসেবে এটি বেশ কার্যকরী।
৪। শ্যাম্পু করার আগে তেল ম্যাসাজ করুন। নারকেল তেল, বাদাম তেল বা সরিষার তেল যেকোন তেল হালকা গরম করে মাথার তালুতে ম্যসাজ করে নিন। এটি মাথার তালুর রক্ত সঞ্চালন বজায় রাখে। আপনি চাইলে যেকোন এসেনশিয়াল অয়েল যেমন ল্যাভেন্ডার অয়েল, চা গাছের তেল বেশ উপকারী। নারকেল তেলের সাথে এই অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
৫। এই শীতে চুলের যত্নে নিয়মিত প্যাক ব্যবহার করুন। তা যেকোন কিছুর প্যাক হতে পারে। কলা, মধু, অ্যাডোকোডা, নিম পাতা এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি মাথায় ভাল করে লাগিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট রাখুন। কলা এবং মধু চুল ময়োশ্চারাইজ করে থাকে। অ্যাডোকোডাতে আছে ভিটামিন এ যা চুল পড়া রোধ করে নতুন চুল গোঁজাতে সাহায্য করে। নিম পাতা ত্বকের সকল প্রকার জীবাণু দূর করে চুলাকানি রোধ করে থাকে।
শীতে কাবু হয়ে শ্যাম্পু করা বন্ধ করা যাবে না। সপ্তাহে ২ থেকে ৩ বার শ্যাম্পু করা উচিত। এই সময় চুলে বেশি ময়লা হয়ে থাকে, তাই নিয়মিত শ্যাম্পু করা উচিত।
If the winter is more than skin and hair. The lack of moisture in the air becomes a lifeless hair, dry. A significant increase in hair fall if not properly cared for. So take extra care in winter hair. Know some tips to keep your hair in winter sbasthyojbala and beautiful.
1. Head scarf or hat to protect hair from humidity Use. It will protect your hair from the dust. You can use silk scarf to protect your hair with the fashion will be.
II. Refrain from the use of hair in warm water. Our heads are usually dry skin, use warm water makes the skin more dry. Use warm water instead of hot and cold water use mixed hair. Hair, skin, hair, hold it mayoscaraija is clear.
3. As a result, the hair becomes rough shampoo. Every winter, shampoo, conditioner, so do not use it every time. Especially this time the worms conditioner should be used. Kasuma conditioner, you can use egg. Kasuma 1 egg, 1 tablespoon olive oil and 1 cup water and mix. Use it as a conditioner. Domestic conditioner, it is quite effective.
4. Shampoo, oil massage before. Coconut oil, almond oil or mustard oil, light heating oil either choose myasaja the scalp. It keeps the blood crown of the head. Any essential oil of lavender oil as you want, tea tree oil is quite beneficial. Ayasensiyala oil mixed with coconut oil can be used.
5. Use hair regularly pack this winter. Pack it could be anything. Bananas, honey, ayadokoda, olive oil mixed with neem leaves and pack them. Keep in mind that it is applied 30 to 45 minutes. Banana and honey hair is mayoscaraija. There ayadokodate gomjate new hair vitamin that helps prevent hair fall. Culakani prevent all types of skin bacteria in neem leaves are removed.
Put shampoo into cold killer can not be stopped. The shampoo should be 3 times a week. This time the hair is too messy, so it should be a regular shampoo.
No comments: