চুলের সমস্যার সমাধানে নিমের ৬ টি প্যাক || Neem 6 pack of hair problems
ত্বক ও চুল পরিচর্চায় নিম বেশ পরিচিত একটি নাম। নিমের তেল, নিমের প্যাক চুলের জন্য অনেক উপকারী। নিমের পাতা গুঁড়ো করে, পেস্ট করে যেভাবে ইচ্ছা সেভাবে চুলের যত্নে ব্যবহার করতে পারেন, এটি চুলের অনেক সমস্যা দূর করে দেবে। সপ্তাহে একদিন নিমের তেল বা নিমের পেস্ট চুলে ব্যবহার করুন। তারপর কসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনার অনেকগুলো চুলের সমস্যা দূর করবে। নারকেল তেল এবং নিম তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
১। খুশকি দূর করতে
সপ্তাহে দুইবার মাথায় নিম তেল ব্যবহার করুন। এটি খুশকি প্রতিরোধ করে থাকে। ত্বকের রুক্ষতা দূর করে নতুন খুশকি উৎপাদনে বাধা সৃষ্টি করে থাকে।
২। চুলের গড়া মজবুত করতে
এক মুঠো নিমের পাতা দুই কাপ পানিতে সিদ্ধ করুন যতক্ষন পর্যন্ত না পানিটি সবুজ রং ধারণ করে। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের গড়া মজবুত করার সাথে সাথে খুশকি দূর করে দেবে।
৩। উকুন দূর করতে
উকুন দূর করতে নিম তেল অনেক কার্যকরী। নিমের উপাদানগুলো উকুনের বংশ বৃদ্ধি রোধ করে থাকে। এমনকি নিমের তেলের কারণে উকুন মাথার তালু থেকে রক্ত পান করতে পারে না। যার ফলশ্রুতিতে উকুন অভুক্ত থেকে মারা যায়।
৪। নতুন চুল গজাতে
নতুন চুল গজাতে নিমের তেলের জুড়ি নেই। প্রতি সপ্তাহে মাথায় নিমের তেল ম্যাসাজ করুন, এটি নতুন চুল গজাতে সাহায্য করবে।
৫। চুল শাইনি করতে
দুই টেবিল চামচ কসুম গরম নারকেল তেল, তিন টেবিল চামচ নিমের তেল মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে ফেলুন। এটি চুল শাইনি এবং সিল্কি করে দেবে।
৬। নিমের পেস্ট
নিমের পাতা সিদ্ধ করে বেটে পেস্ট তৈরি করে নিন। তারপর এটি চুলে ব্যবহার করুন। আপনি চাইলে নিমের পেস্টের সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে পারেন। নিমের প্যাক আপনার চুলের অনেকগুলো সমস্যার সমাধান করে দিবে।
সতর্কতা
Neem is a well known name paricarcaya skin and hair. Neem oil, neem pack is beneficial for the hair. Neem leaf powder, paste and hair the same way you can use, it will remove many of the problems of hair. To use neem oil or neem paste hair once a week. Kasuma then wash the hair with warm water. This would do away with many hair problems. You can use coconut oil and neem oil mixed.
1. To remove dandruff
Use twice a week on the neem oil. This is to prevent dandruff. Coarseness of the skin is thus preventing the production of new dandruff.
II. Hair made to strengthen
A handful of neem leaves in two cups of water and simmer until the water becomes green color. Wash your hair with the shampoo water. This will remove dandruff with hair made to strengthen.
3. To eliminate lice
Lice can eliminate many of neem oil. Head lice is to prevent the growth of the ingredients of neem seed. Neem oil even to the crown of the head lice can not drink blood. As a result, the lice die from starvation.
4. New hair grown
There is no pair of new hair to grow neem oil. Neem oil head massage every week, it will help to grow new hair.
5. Hair can saini
Kasuma two tablespoons of coconut oil is hot, add three tablespoons of neem oil scalp massage. Wait 30 minutes. Then wash the hair. Silky hair and it will saini.
6. Neem paste
Make a paste of neem leaves boiled choose fortune. Then use the hair. You can take the Neem paste mixed with egg white. Neem Pack your hair will have many problems.
Caution
No comments: