Breaking News
recent

চাচাতো ভাই’র সঙ্গে শারীরিক সম্পর্ক: অতঃপর মায়ের কাছে ধরা (পরামর্শ) || Bhai physical relationship with cousins: He caught her mothe



এখন আমার  বয়স ১৮ । প্রাইমারী স্কুল জীবনের ঘটনা। আমি শিশু অবস্থায় যৌন নির্যাতনের স্বীকার হই। একজন নয়, বা একবার নয়, আমার কয়েকজন কাজিন আমাকে বারবার নির্যাতন করেছে। কিন্তু ছোট ছিলাম, না বুঝে নাকি ভয় পেয়ে জানিনা কাউকে কিছু জানাইনি। এরপর আমি বেশ কিছুদিন আব্বুর চাকুরীর সুবাদে দেশের বাইরে চলে যাই। আমি সবকিছু ভুলে থাকি আর হঠাৎ কোন নির্যাতনের কথা শুনলে শিউরে উঠতাম। কেমন শৈশব কাটিয়েছি আমি! দেশে ফেরা হয় কয়েক বছর আগে। সেই নির্যাতনকারীদের মধ্যে একজন যার সাথে আমার বয়সের তফাৎ বেশিনা, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। আমি ভাবলাম হয়তো কারো প্ররোচনায় পড়ে এমন কাজ করেছিলো। আস্তে আস্তে বন্ধুত্ব, প্রেমে পরিণত হয়। সে সবার কাছে ঠিক আদর্শ ছেলের মত। আমি দেখি সে মেয়েদের দিকে তাকায়না, কারো সাথে তেমন মিশেও না। বিশ্বাসের জায়গাটা আরো অটুট হয়। সমস্যা শুরু হল প্রেম নিবেদনের পর থেকে।
যেহেতু সে আমার কাজিন, আমার ঘরে আসা তার জন্য কোন ব্যাপার ছিলোনা। প্রথম দিন থেকেই সে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতে চায়। আমাকে বউ বলে ডাকে। আমার খুব নিষেধ আর বাধা সত্ত্বেও সে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আমার কান্নাকেও সে উপেক্ষা করতো। পরে যখন বলি, তুমি আমাকে কষ্ট দিলে। বলে আমি তোমার কাছে আসলে পাগল হয়ে যাই, আমাকে মাফ করে দাও। আমি এরপর থেকে ওকে একান্তে দেখা করার সুযোগ দিতাম না, তাও দুইবার সে সক্ষম হয়। আমি তাকে এতটা ভালোবাসি বলে তার মিনতিগুলো ফেলতে পারতাম না। ৩ বার সে সক্ষম হয়। প্রথম প্রথম সে আমার অনেক কেয়ার করতো। এরপর পড়াশোনার জন্য আমাকে অন্য শহরে যেতে হয়। তার পায়ে পড়া বাকি ছিলো আমার, শারীরিক সম্পর্ক না করতে। শেষমেশ তাকে রাজী করাতে পারি। প্রথমদিকে সে আমার সাথে দেখা করতে আসতো ঘন ঘন। তাও সেই গায়ে হাত দেয়া অভ্যাসটা ছাড়তে পারেনি।
একদিন সিএনজিতে সে পাগলামিটা দেখায়, আমি রাগ করে সিএনজি থামিয়ে নেমে যেতে চাইলে সে থামে। কিন্তু ফোনে যখন কথা হত সে সব সময় বিয়ের কথা এড়িয়ে যেত। ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইতোনা। আমি যখন শারীরিক সম্পর্ক নিয়ে ওকে বাধা দিতে শুরু করি, ও আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সপ্তাহে একবার কল দিতো, আমি কল না দিলে তার খবর থাকেনা, খুব একটা দেখাও করতে আসতো না। মনের মধ্যে ঘৃণা সৃষ্টি হতে লাগলো, নিজেকে ব্যবহার করা জিনিস মনে হত। মায়ের কাছে ধরা পড়ে মায়ের সাথেও সম্পর্কটা খারাপ করেছি। তার অবহেলার কারণটা বুঝতে পেরে মুষড়ে পড়লাম। নিজেকে দোষী মনে হচ্ছিলো। আমি জেনে শুনে বিষ পান করেছি, তার কি দোষ।
সব দোষই আমার। আমি ব্রেকআপ করতে চাইলে সে খুব সহজেই মেনে যায় যেন দায় মুক্ত হল। সে তার বন্ধুদের পর্যন্ত আমাদের সম্পর্কের কথা জানাতো না। বুঝতে পেরেছি তার ভদ্র পতিতার দরকার ছিলো যে শুধু তাকেই সুখ দিবে। আমি তার সাথে শারীরিক সম্পর্কের কথা কারো সাথে শেয়ার করিনি। মা হয়ত কিছু হলেও বুঝতে পেরেছে। ব্রেকআপ হয়েছে এক/দেড় বছরের মত হয়েছে। এখন আমার মা বাবা আমার বিয়ে দিতে চাচ্ছে। স্বাভাবিকভাবেই বিয়ের বয়স হয়েছে। আমার হবু বরকে কি আমার অতীত সম্পর্কে জানানো উচিত হবে? না জানালে কি তাকে অন্ধকারে রাখা হবে না? মানসিক দ্বন্দ্বে ভুগছি। আমাকে একটা সুপরামর্শ দেবেন দয়া করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দেশের জনপ্রিয় অনলাইন মাধ্যমকে জানিয়েছেন নিজের সমস্যার কথা।

পরামর্শ: 
সত্যি বলতে কি আপু, আপনার জীবনের অর্ধেক সমস্যার জন্য আপনি নিজেই দায়ী। ছোটবেলায় আপনার সাথে যা হয়েছে, সেটার ওপর আপনার কোন হাত ছিল না। যা হয়েছে সেটা অবশ্যই নিন্দনীয় ও ঘৃণিত। আমাদের দেশের অসংখ্য মেয়েকেই ছেলেবেলায় এই কুৎসিত অভিজ্ঞতারমাঝ দিয়ে যেতে হয়। কিন্তু আপু, যারা আপনার সাথে এই কুৎসিত কাজ করেছে, কীভাবে তাঁর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলেন? ইনফ্যাকট, বন্ধুত্ব জিনিসটাই বা হলো কীভাবে? অন্যের উশকানিতে খুন করলে কি খুনে পাপ হয় না? তাহলে কীভাবে ধরে নিলেন যে ছেলেটি আসলে ভালো, কিন্তু অন্যের উশকানিতে খারাপ কাজ করেছিল? আপনি ঠিকই ধরেছেন আপু, জীবনের এই অবস্থার জন্য অনেকটাই দায়ী আপনি নিজে। ওই ছেলেটির এক বিনা পয়সার পতিতা দরকার ছিল, সে আপনা মাঝে সেটাই খুঁজতে চেয়েছে। যাই হোক, যা হয়েছে তা হয়েছে।
এখন তাকাতে হবে ভবিষ্যতের দিকে যেন বাকি জীবনটা নষ্ট না হয়ে যায়। আমার মনে হয় এই ছেলেটির কথা হবু বরকে না বলাই ভালো। কারণ ছেলেটি যেহেতু আত্মীয়ের মাঝে, বর জানলে বিষয়টা নিয়ে ক্রমাগত ঝামেলা হবে। তবে হ্যাঁ, ছোট বেলায় যৌন নির্যাতনের ঘটনাটি অবশ্যই বলবেন। যে মানুষ এই সমস্ত জেনেই আপনাকে বিয়ে করবে, আশা রাখি তাঁর সাথে আপনি সুখে থাকবেন। তবে হ্যাঁ আপু, আমি মনে করি আপনার এখনোই বিয়ে করা ঠিক হবে না। আরও কিছুদিন নিজেকে সময় দিন বিয়ের আগে।


I am 18 years Old presently. The primary school life. I was admitted child sexual abuse. Not one, or not once but repeatedly tortured me with some of my cousins. But I was a kid, I do not get scared or anything janaini understanding. He's out of the country for a while and then I went through the service. Forget everything you heard of any abuse, and suddenly I am shocked uthatama. How I spent childhood! Returning home a few years ago. One of the criminals with whom I besina age difference, is the relationship of friendship with him. I thought maybe that was served to incite anyone. Gradually friendship, love becomes. He is also the ideal son. I look at the girls takayana, do not mix much with anyone. Faith is a lot more solid. Since the start of the problem is the love offering.
Since he is my cousin, I was not a matter for her to come home. From the first day she wants to make her his wife. I called his wife. And despite the prohibition to me as the physical relationship. He had ignored my mourning. After the offering, giving me trouble. In fact, I'm mad at you, forgive me. From then on I would not have the chance to meet him in private, that he is capable of twice. I love him so much that he could not have minatigulo. 3 times he was capable of. At first, he did a lot of care. The study is for me to go to another city. I was reading the rest of his legs, not physical. Finally we can to persuade him. Initially he came to see me frequently. He could not leave it on the arm of the habit.
One CNG shows that madness, I was angry and wanted to go down the road, he stopped and stopped. But when he was on the phone all the time he could avoid the marriage. Caitona to talk about the future. When I started to turn her into a sexual relationship, and I lost interest in it. Would call once a week, if I do not call her the news there, too, since I do not have to. There was hatred in the mind, not the thing itself seemed to use. We have a bad relationship with her mother was diagnosed with the mother. Realizing that break down the cause of his neglect. Felt guilty. I drank poison knowingly, he is guilty.
All my fault. I want to brekaapa he was accepted as free of liability. He's been talking to his friends about us now. I realized that he needed only one happiness will punish polite. I did not share it with anyone with a physical relationship. While some parents may have realized. Brekaapa one / one and a half years have been like. Now my parents want me to marry. Naturally marriage age. My future husband should tell about my past? When asked what he would do in the dark? Suffering from mental conflict. Please give me a listen to reason. A condition of anonymity, said the country's popular online media about the problems of his own.

Suggestions:
In fact, sister, half of your life, you are responsible for the problems. At an early age that you have, not on what you have on hand. What happened, of course reprehensible and disgusting. Abhijnataramajha this ugly woman with a child of our country to go. But she, who has worked with you in this ugly, how it came into a relationship of love with him? Inaphyakata, friendship thing or how it can be? Usakanite is not a sin to kill another thug? How, then, did the fact that he is good, but others have done worse usakanite? She has the right to life, to a great extent responsible for the conditions you have. The boy had to be a prostitute without the money, he wanted to find the same. Anyway, what's done is done.
Now we'll look to the future, the rest is wasted. I do not even talk to this boy-be bridegroom. Because of the relative of the child, the groom will have trouble knowing about it constantly. However, the phenomenon of sexual violence during the course of small talk. All they knew that people would marry you, I hope you live happily ever after with him. Well yes, I think you should not get married ekhanoi. Give yourself a few more days before the wedding.

No comments:

Powered by Blogger.