Breaking News
recent

সব সময় খুশি থাকার গোপন রহস্য ! The secret to happy all the time!



কখনও চিন্তা করে দেখেছেন, কিছু মানুষ সবসময় খুশি থাকে কীভাবে? অনেকের কাছে অভাব থাকা সত্ত্বেও তাদের সুখের কোন কমতি নেই। এসবের কারণ হয়ত আমাদের মস্তিষ্কের মাঝেই রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এরকম তথ্যই উঠে এসেছে।
যেসব মানুষেরা মন থেকে সুখ উপভোগ করার চেষ্টা করেন তারাই মূলত সত্যিকারের সুখী হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, যখন একজন মানুষ নিজেদের যে কোন ভাবে ভাল রাখার চেষ্টা করেন এবং জীবনকে মন থেকে উপভোগ করেন তাদের মস্তিষ্কে একটি অন্যরকম প্রবাহ বিদ্যামান থাকে।
জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার প্রধান লেখক অয়াতারু সাতো বলেন, বেশ কিছু গবেষণায় দেখা যায় ধ্যান করার ফলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাদের এই নতুন গবেষণা অনুযায়ী আমরা আমাদের মস্তিষ্কে সুখ প্রোগ্রাম তৈরির জন্য উপযোগী করলে তা আমাদের সবসময় সুখী করতে সাহায্য করবে।
গবেষকরা চৌম্বকীয় অনুরণন ইমেজিং (এমআরআই) দ্বারা অংশগ্রহণকারীদের মস্তিস্ক স্ক্যান করেন। তারপর তারা অংশগ্রহণকারীদের আবেগের বিষয়ে প্রশ্ন করেন। সাধারণত তারা কোন বিষয়ে বেশি আবেগ-প্রবণ হন, মনে গভীরভাবে কোন বিষয়ে চিন্তা করেন এবং তারা তাদের জীবন নিয়ে কতটা সন্তুষ্ট তা জিজ্ঞাসা করে একটি জরিপ তৈরি করেন।
গবেষণায় দেখা যায়, যারা জীবনকে ইতিবাচক মনোভাবে দেখেন, তারা সবসময় সুখে থাকে। আপনি তাদের দেখলে কখনও বুঝে উঠতে পারবেন না, তারা কখনও অসুখী থাকে না কেন। তাই আপনিও জীবনকে ইতিবাচকভাবে দেখতে শুরু করেন। তাহলে আপনিও সবসময় সুখী থাকতে পারবেন।–সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Never thought about, how some people are always happy? To many, despite their lack of happiness, there is no shortage. Because of this, maybe there within our brain. This information was revealed in a recent study.
From the mind of the people who are trying to enjoy happiness is the truly happy. Researchers found that, when a man tried to better themselves in any way and enjoy the life of the mind in a different flow to their brain is sorcery.
Sato said the lead author of the study from the University of Kyoto, Japan ayataru, several studies show that meditation increases the efficiency of our brain. According to this new research, we create programs tailored for the happiness of our brain that will help us to always be happy.
Researchers magnetic resonance imaging (MRI) scans of the brains of the participants by. Then they asked the participants about emotions. They are usually prone to emotion, thought deeply about a topic and asked how satisfied they are with their lives, a survey was made.
According to the study, those who see life in a positive spirit, and they are always happy. You never see them, can not understand, why they are not unhappy. So you began to see life in a positive way. You can always stay happy parabena-source: Indian Express.

No comments:

Powered by Blogger.