Breaking News
recent

আকাশের তিন চাঁদ || The three moon in the sky

পৃথিবীর আকাশে একটি চাঁদই অনেক সময় অভূতপূর্ব শোভা সৃষ্টি করে। কিন্তু যদি আকাশে এক সঙ্গে তিনটি চাঁদ দেখা যায়? তখন নিশ্চয় সে শোভা আরও বেড়ে যাবে! চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ হওয়ায় সে সম্ভাবনা নেই। কিন্তু শনি গ্রহে এই অসাধারণ দৃশ্য দেখার সুযোগ মেলে। সম্প্রতি শনি গ্রহ পর্যবেক্ষণরত যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার মহাকাশযান ক্যাসিনি শনি গ্রহে একসঙ্গে তিন চাঁদের দুর্লভ দৃশ্য ধারণ করেছে। নাসার এই মহাকাশযানটি ১৯৯৭ সাল থেকে শনি গ্রহকে পর্যবেক্ষণ করছে। খবর আইএএনএসের।

নাসার গবেষকেরা বলছেন, এখন পর্যন্ত নামকরণ হওয়া শনি গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা ৫৩ টি। তবে নয়টি চাঁদকে বিজ্ঞানীরা স্বীকৃতি দিয়েছেন। শনির এই একাধিক চাঁদের আলো কমবেশি হলেও সেই দৃশ্য অনেক সময় অসাধারণ এক সম্মোহনী ছবি সৃষ্টি করে। তেমনি একটি দৃশ্য হচ্ছে একসঙ্গে এই তিন চাঁদ।
ক্যাসিনির তোলা ছবিতে শনির সবচেয়ে বড় চাঁদ টাইটানকে মেঘের স্তরের কারণে একটু ঘোলাটে দেখাচ্ছে। টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। এটি সৌর জগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডল ও তরল পদার্থের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা।
টাইটানের অনেকটা উপবৃত্তীয় গোলক আকৃতির। গ্রহের সঙ্গে অনেক সামঞ্জস্য থাকার কারণে অনেক সময়ই একে গ্রহ-সদৃশ উপগ্রহ বলা হয়। টাইটানের ব্যাস চাঁদের দেড় গুণ এবং ভর চাঁদের ১ দশমিক ৮ গুণ।
শনির আকাশে একসঙ্গে তিন চাঁদের দুর্লভ দৃশ্য ধারণ করেছে মহাকাশযান ক্যাসিনি। ছবি: নাসার সৌজন্যে।টাইটানের বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন দিয়ে গঠিত, ছোট ছোট যৌগ পদার্থ মিলে এতে মিথেন এবং ইথেন এর মেঘ ও নাইট্রোজেন সমৃদ্ধ কুয়াশা তৈরি করেছে। এর জলবায়ু সেখানে অনেকটা পৃথিবীর মতো পরিবেশ সৃষ্টি করেছে, টাইটানে বায়ুপ্রবাহ এবং বৃষ্টি দুইই রয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। অনেক গবেষক বলছেন টাইটানের পৃষ্ঠতলের নিচে তরল পদার্থের সমুদ্র থাকতে পারে এবং সেটা জীবন ধারণের জন্য উপযোগীও হতে পারে। আমাদের সৌরজগতে এই উপগ্রহটি ঘিরেই বিজ্ঞানীদের বেশি আগ্রহ রয়েছে।
টাইটানের পাশের বামদিকের চাঁদটির নাম রিয়া। যার আকার টাইটানের এক তৃতীয়াংশ। বরফাবৃত গুহার কারণে এই চাঁদটিকে বেশি উঁচুনিচু দেখায়।
মহাকাশযান ক্যাসিনির তোলা ছবিতে দৃশ্যমান ছোট অর্ধচন্দ্রাকৃতির বস্তুটির নাম মিমাস। এটি টাইটানের চেয়ে ১৩ গুণ ছোট।
নাসার মহাকাশযানটি এই ছবি ১৯ লাখ কিলোমিটার দূর থেকে তুলেছে। খালি চোখে কোনো মানুষ শনিতে দাঁড়িয়ে যে দৃশ্য দেখবে সেভাবেই ছবিটি ধরার চেষ্টা করেছে ক্যাসিনি।
উল্লেখ্য, শনি সৌরজগতের ৬ষ্ঠ গ্রহ। বৃহস্পতির পর এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্যের দিক থেকে এর অবস্থান ষষ্ঠ। রোমান দেবতা স্যাটার্ন এর নামানুসারে ইংরেজি নামটি গ্রহণ করা হয়েছে। এই গ্রহের কেন্দ্রে রয়েছে পাথুরে উপকরণ। মধ্য ও উপরিভাগের অধিকাংশই হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি। এই গ্রহকে ঘিরে রয়েছে বিস্তৃত বলয়। শনির উপরিভাগের সাত হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেঘরাশির ওপর থেকে এই বলয়ের শুরু এবং তা প্রায় ৭৪ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। শনি গ্রহটি তার আকর্ষণীয় বলয়ের কারণেই সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় সৌন্দর্যের উৎকর্ষে রয়েছে, যা মহাজাগতিক ক্যানভাসে সৃষ্টি করেছে এক বিমূর্ত চিত্র। ১৬১০ খ্রিষ্টাব্দের জুলাই মাসে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহকে পর্যবেক্ষণ করেন এবং এর দৃষ্টিনন্দন বলয় দেখতে পান।

Camdai creates a lot of heart unprecedented in Earth's sky. But if the moon is in the sky, with one of the three? Indeed, he will increase the heart! The Moon is Earth's satellite as a possibility. But this extraordinary view of the match on Saturday. The Space Research Institute of the NASA spacecraft Cassini Saturn monitored together on the third moon of Saturn has captured a rare view. NASA spacecraft are monitoring the planet Saturn since 1997. IANS news.

NASA researchers, the planet Saturn is named after the number 53 natural satellites. However, nine of the moon, scientists said. Saturn's moon light of this more or less, but a lot of the view that the creation of an extraordinary hypnotic images. This is a scene together as the moon.
Cassini image of Saturn's biggest moon taitanake clouds lifted a little fishy showing levels. Titan is the largest moon of the planet Saturn. The atmosphere is so dense that it's only natural satellite in the solar system and scientists feel that there might be liquid.
Titan elliptical sphere-shaped lot. Many compatibility with the planet because many times it is called planet-like satellite. And a half times the diameter of the moon Titan 1 percent to 8 times the mass of the moon.
Saturn's moon in the sky together, the Cassini spacecraft has captured a rare view. Photo: NASA saujanyetaitanera atmosphere composed mainly of nitrogen, methane and methane to the substance of small compounds and nitrogen-rich clouds and fog. There has been a lot of atmosphere of the Earth's climate, scientists believe that Titan has both wind and rain. Many researchers say the surface of Titan might have oceans of liquid down and it could be useful for living. There is more interest in our solar system, scientists around the satellite.
Rhea Titan moon name on the left side. One-third of the size of the Titan. The moon is due to icy caves and rugged looks.
Cassini spacecraft are taken in the name of the object mimasa small crescent. This is 13 times smaller than Titan.
NASA spacecraft took this picture from a distance of 19 million kilometers. Sanite a man stood naked eye to see that scene as trying to catch the Cassini image.
The planet Saturn in our solar system 6th. It is the second largest planet in the solar system, after Jupiter. From the direction of the sun's position in the sixth. Named after the Roman god Saturn's English name has been taken. At the center of the planet's rocky materials. Most of the middle and upper made of hydrogen and helium. The planet is surrounded by a wide belt. About seven thousand kilometers from the surface of Saturn's clouds and the start of this zone extends to more than 74 thousand kilometers. Saturn's ring because of its striking beauty than the other planets in our solar system has merit, which has created an abstract image of cosmic canvas. In July 1610, the astronomer Galileo first observed the planet Saturn through a telescope and see the spectacular rings.

No comments:

Powered by Blogger.