Breaking News
recent

নতুন এক পৃথিবীর ইঙ্গিত ! || One indication of the new world










শিল্পীর দৃষ্টিতে বৃহস্পতি গ্রহের অনুরূপ গ্যাসীয় গ্রহটি এইচআইপি ১১৯১৫ নক্ষত্রটিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।
ছবি: ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি।

এই বিশাল মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতো আর কোনো বসবাস উপযোগী গ্রহ কী আছে? বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে খুঁজছেন এর উত্তর। খোঁজ করছেন ছায়াপথের কোনায় কোনায়। পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান করতে গিয়ে সম্প্রতি বিজ্ঞানীরা ২০০ আলোকবর্ষ দূরে আমাদের সৌরমণ্ডলের অনুরূপ একটি সিস্টেমের খোঁজ পেয়েছেন।
গবেষকেরা দাবি করছেন, আমাদের সৌরজগতের অনুরূপ কোনো সিস্টেম অন্য কোথাও সহজে খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে এবারে সৌরজগতের মতোই একটি সিস্টেমে​র খোঁজ মিলেছে যা পৃথিবী থেকে ২০০ আলোকবর্ষ দূরে। সেখানে সূর্যের মতো একটি নক্ষত্র রয়েছে যার নাম এইচআইপি ১১৯১৫। এই নক্ষত্রকে কেন্দ্র করে বৃহস্পতি গ্রহের মতো একটি গ্রহ আবর্তন করছে। বিশাল ভরের এই গ্রহটির সঙ্গে বৃহস্পতি গ্রহটির অনেক মিল রয়েছে। বৃহস্পতি সূর্য থেকে যতটা দূরত্বে আবর্তন করছে ওই গ্যাসীয় গ্রহটিও তার নক্ষত্র থেকে প্রায় একই দূরত্বে আবর্তন করছে। এইচআইপি ১১৯১৫ নক্ষত্রটিকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির যমজ গ্রহটির তিন হাজার ৬০০ দিন লাগে। বৃহস্পতির লাগে চার হাজার ৩৩০ দিন।
ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির মুখপাত্র রিচার্ড হুক বলেন, ‘পুঙ্খানুপুঙ্খ মিল পাওয়া সম্ভব নয়। কিন্তু এটা খুব কাছাকাছি হওয়ায় এই আবিষ্কার অনন্য। এই মিলটি অনেক নিকটতম। সূর্যের মতো একটি বস্তুর চারপাশে বৃহস্পতির মতো একটি গ্রহের এটাই সর্বোচ্চ মিল।’
বৃহস্পতির যমজ আবিষ্কারের গুরুত্ব
গবেষকেরা বলছেন, বৃহস্পতি ঠিক স্থানে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। বিশাল এই গ্যাসীয় গ্রহটি আমাদের পৃথিবী সৃষ্টি ও এর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহাকর্ষীয় শক্তির দিক থেকে বিবেচনা করলে সূর্যের পরেই রয়েছে বৃহস্পতি।
গবেষকেরা মনে করেন, সৌরজগতে গ্রহ সৃষ্টির সময় বৃহস্পতি সৌরমণ্ডলের অভ্যন্তরীণ সিস্টেমকে পরিষ্কার করেছিল বিশেষ করে গ্রহের কক্ষপথগুলো যেন অন্য বস্তু দিয়ে ভরে না যায় তা ঠিক করেছিল বৃহস্পতি।
বৃহস্পতি সঠিক অবস্থানে থাকায় মহাকাশ থেকে ছুটে আসা গ্রহাণু বা উল্কা থেকে গ্রহকে রক্ষা করে। মহাকাশবিজ্ঞানীরা বলেন, লাখো বছর আগে বড় আকারের একটি উল্কার আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। বৃহস্পতির কাছ দিয়ে যাওয়া বস্তুর পথ এর অত্যন্ত বেশি মধ্যাকর্ষণের কারণে বেঁকে যায় এবং অনেক বড় আকারের বস্তুগুলো বৃহস্পতিতে গিয়ে পড়ে।
সৌরজগতের খোঁজে :


শিল্পীর দৃষ্টিতে পৃথিবী সদৃশ গ্রহ।    ছবি: ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি।
দুই দশকের বেশি সময় ধরে পৃথিবী সদৃশ গ্রহ বা এক্সোপ্লানেট খুঁজে বেড়াচ্ছেন গবেষকেরা। গবেষক হুক বলেন, শুরুতে তাঁরা ভেবেছিলেন, সৌরজগতের মতো জটিল সিস্টেম হয়তো সহজেই খুঁজে পাবেন। কিন্তু ভুল ভেবেছিলেন তাঁরা। সৌরজগতের অনুরূপ কোনো সিস্টেমের খোঁজ পাওয়ার পরিবর্তে তাঁরা একটি নক্ষত্র ও এর চারপাশে একটি বা দুটি গ্রহ অথবা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুর্ণায়মান বড় আকারের কয়েকটি গ্রহ, এ ধরনের সিস্টেমের সন্ধান পান।
এইচআইপি ১১৯১৫ নক্ষত্রকে ঘিরে বৃহস্পতির যমজ গ্রহটির আবর্তনের ঘটনাটি বিজ্ঞানীদের আবিষ্কার পুরোনো আশাকে আবার নতুন করে সম্ভাবনার পথ দেখিয়েছে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক মেগান বেদেল এ সংক্রান্ত গবেষণা নিবন্ধটি লিখেছেন। তাঁর ভাষ্যে, ‘সব দিক বিবেচনায় এই আবিষ্কারটি আরও নতুন নতুন সৌরজগৎ আবিষ্কারের অপেক্ষায় রয়েছে সে কথাই বলে।’
গবেষক হুক বলেন, যে সব এক্সোপ্লানেট জীবনধারণের উপযোগী তা যে নক্ষত্রটিকে কেন্দ্র করে আবর্তিত হবে সে ধরনের নক্ষত্র খুঁজে বের করা সহজ। এসব নক্ষত্রের কক্ষপথ দেখেও অনেক এক্সোপ্লানেটের সন্ধান মেলে। শুধু কেপলার স্পেস টেলিস্কোপ থেকে চার হাজারের বেশি এ রকম এক্সোপ্লানেটের সন্ধান পাওয়া গেছে। তবে সূর্যের মতো নক্ষত্র থেকে সঠিক দূরত্বে যাতে খুব বেশি গরম বা শীতল না হয়, তরল পানিসমৃদ্ধ, বসবাস উপযোগী পরিবেশ রয়েছে এমন গ্রহের খোঁজ পাওয়া দুষ্কর। তবে গবেষকেরা প্রায় আটটি এ ধরনের এক্সোপ্লানেট খুঁজে পেয়েছেন। তবে সৌরজগৎ তৈরিতে সহায়তা করে এমন নক্ষত্র ও বৃহস্পতির মতো গ্রহের মতো সিস্টেমের খোঁজ পাওয়া আরও কঠিন।’
পৃথিবী মতো কোনো গ্রহ কী আছে?
গবেষকেরা এখনো আশার কথা শোনাতে পারেননি। তাঁরা বলছেন, এইচআইপি ১১৯১৫ নক্ষত্রটিকে কেন্দ্র করে পৃথিবীর মতো কোনো গ্রহের আবর্তন করার বিষয়টি টের পাননি। এটা টের পেতে হলে ওই গ্রহের কক্ষপথ নক্ষত্রের সামনে দিয়ে যেতে হবে এবং পৃথিবী থেকে সঠিক কোন তৈরি হলে তবে তা দেখা যাবে।
গবেষকেরা বলছেন, ওই সৌরমণ্ডলে আরও এক্সোপ্লানেট বিশেষ করে পৃথিবীর মতো পাথুরে গ্রহ থাকতে পারে। নক্ষত্র ও বৃহস্পতি জমজের মধ্যে কোনো এক মানানসই জায়গায় নিজের কক্ষপথে তা রয়েছে। গবেষক হুক বলেন, গ্রহের মতো বস্তুর উপস্থিতি সেখানে থাকতে পারে তার ইঙ্গিত আছে কিন্তু সরাসরি কোনো প্রমাণ নেই।’(সিএনএন)

Artist of gas planets similar to Jupiter orbiting a star is eicaaipi 11915.
Photo: European Southern Observatory.

This is no longer habitable Earth-like planets in the universe, what is? Scientists are looking for long-term answer. Searching every nook and corner of the galaxy. Earth-like planet 00 light years away in the recently scientists have found a system similar to our Solar System.
The researchers claim that, similar to our solar system is not easy to find elsewhere. But this time as the solar system, a system of 00 light-years away from Earth, which matched the search. There is a star like the sun, whose name eicaaipi 11915. This is a planet like Jupiter orbiting a star in the center. This planet has much in common with the mass of Jupiter. Distance from the sun as Jupiter orbiting a star about the same distance to the gas grahatio are moving. Three of Jupiter's twin planet orbits the star eicaaipi 11915 takes 600 days. Jupiter takes 330 days to four thousand.
European Southern Observatory spokesman Richard Hook said, "It is not possible to get a thorough match. But it was very close to this unique discovery. This is much nearer to the mill. An object is a planet like Jupiter around the Sun as the highest similarity. "
The importance of the discovery of Jupiter's twin
Researchers say, Jupiter is very important just to stay in place. Large gas planets in the balance of our earth and its role. From the direction of the gravitational forces of the sun and Jupiter followed.
The researchers believe that the creation of the solar system, Jupiter, the planet of the Solar System, the planets kaksapathagulo internal system clean so it just was not filled with other objects, Jupiter.
Thursday was the right position to come out to the asteroid or meteor from outer space to protect the planet. Mahakasabijnanira said a large meteorite millions of years ago by the dinosaurs became extinct. Too much of the way Jupiter's gravity on the object due to the large size of many of bends and things fell into brhaspatite.
Solar search:


Earth-like planet in the eyes of the artist. Photo: European Southern Observatory.
Over the past two decades, researchers are looking for Earth-like planets or eksoplaneta. Hook researchers said they thought at the beginning, of the solar system is a complex system might be easy to find. But they were wrong. Instead, they found a star similar to our solar system, and a system of one or two planets or stars around the center of the large number of rotating planets, found in such systems.
Jupiter, the planet's rotation around the twin stars eicaaipi 11915 old phenomenon, scientists hope to discover new possibilities and shown the way.
Research at the University of Chicago researcher Megan bedela wrote the article. His commentary, "considering all the aspects of this invention are also looking forward to new discoveries in the solar system speaks."
Hook researchers said, that it is suitable for life eksoplaneta stars orbiting such stars would be easy to find. Many saw these stars orbit eksoplanetera match search. Just over four thousand from the Kepler space telescope has found such eksoplanetera. However, to ensure the right distance from the star as the sun is not too hot or cold, liquid panisamrddha, in an environment that is hard to find on the planet. However, researchers have found that nearly eight in the eksoplaneta. However, the stars and the solar system, and helps to create a system of planets like Jupiter found it more difficult. "
What is a planet like Earth?
The researchers still could not hope to be heard. They say, any Earth-like planets around stars eicaaipi 11915 rotation did not know of the issue. It is the sensation of the planets orbiting the stars pass in front to get to and from the earth, but it is the correct one can be seen.
The researchers say that Earth-like rocky planets in the Solar System may have more eksoplaneta. One of the stars and Jupiter jamajera fitting place has it's own orbit. Hook researchers said, there may be the presence of objects such as planets, but we have no evidence to indicate that. "(CNN)

No comments:

Powered by Blogger.