Breaking News
recent

১০ বছরের মধ্যে চাঁদে বসবাস || Lived on the moon in 10 years

আগামী ১০ বছরের মধ্যেই মানুষের পক্ষে চাঁদে বসবাস করা সম্ভব বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একদল গবেষক। গত ২০ জুলাই মানুষের চন্দ্র বিজয়ের ৪৬ তম বার্ষিকী উপলক্ষে নাসা নতুন এই গবেষণার ফল প্রকাশ করে।
এই গবেষণায় আগামী দশ বছরের মধ্যে মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করে দেওয়া হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাসার গবেষকেদের মতে, নাসা যদি চন্দ্রাভিযানের পরিকল্পনা করে তবে ২০১৭ সালের মধ্যেই মনুষ্যবিহীন রোবটিক অভিযান পরিচালনা করে সেখানে ২০২১ সালের মধ্যে বসতি তৈরি করে ফেলা সম্ভব। চাঁদে মানুষ পাঠানোর জন্য খরচ খুব বেশি হবে না। পাবলিক-প্রাইভেট যৌথ অংশীদার পদ্ধতিতে এটা করা সম্ভব।

Within the next 10 years, humans can  live on the moon, NASA's Space Research Institute of the United States, researchers say. 46th anniversary of the conquest of the moon in July last 0 NASA released new research results.
In this study, men on the moon in the next ten years, has been planning to take. The bharjera technology website said in a report.
According to researchers at NASA, NASA plans to the candrabhiyanera in the 017 unmanned robotic operation in 2021 and had been made possible by the settlement. To send people to the moon would cost too much. Public-private joint venture partners to make it possible manner.

No comments:

Powered by Blogger.