Breaking News
recent

আমাদের ছায়াপথেই আরেক পৃথিবীর সন্ধান || Earth in our galaxy look for another

আজ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা একটি সুসংবাদ দিতে পারেন। আমাদের এই মিল্কিওয়ে ছায়াপথের কোনায় পৃথিবী সদৃশ আরেকটি গ্রহের আবিষ্কারের ঘোষণা দিতে পারেন তাঁরা।
আজ বৃহস্পতিবার নতুন আবিষ্কার সম্পর্কে জানানোর জন্য একটি সংবাদ সম্মেলন ডেকেছে নাসা। মিল্কিওয়ে গ্যালাক্সি পর্যবেক্ষণকারী কেপলার নভোযান থেকে প্রাপ্ত তথ্য জানাবেন তাঁরা।
২০০৯ সালের মে মাস থেকে আমাদের সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধানের জন্য কাজ করে যাচ্ছে কেপলার মিশন। এখন পর্যন্ত ‘গোল্ডিলক জোন’ এলাকায় পৃথিবী সদৃশ চার হাজার গ্রহের খোঁজ দিয়েছে বিশেষভাবে তৈরি এই কেপলার স্পেস অবজারভেটরি। গোল্ডিলক জোন হচ্ছে মিল্কিওয়ে ছায়াপথের নাতিশীতোষ্ণ অঞ্চল যেখানে বসবাসের উপযোগী গ্রহ থাকতে পারে বলে গবেষকেরা ধারণা করেন।
গবেষকেরা এবারে পৃথিবীর সঙ্গে অনেক বেশি মিল রয়েছে এমন একটি গ্রহ আবিষ্কারের ঘোষণা দিতে পারেন। আমাদের সূর্যের মতো কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এ রকম একটি বা যমজ গ্রহের কথাও জানাতে পারেন তাঁরা। আমাদের সৌরজগতের বাইরে এলিয়েন বা ভিনগ্রহবাসীর সভ্যতা গড়ে উঠেছে সেই ধারণার ওপর নতুন করে আশা জাগাবে এই আবিষ্কার।

চলতি সপ্তাহে বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ও জ্যোতির্বিদ রয়্যাল লর্ড মার্টিন রিজ সৌরজগতের বাইরে মিল্কিওয়ে ছায়াপথে এলিয়েন বা বুদ্ধিমান ভিনগ্রহের প্রাণী খোঁজার জন্য ১০ কোটি মার্কিন ডলারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মহাকাশে পৃথিবী–সদৃশ অনেক গ্রহই রয়েছে সে বিষয়ে এখন গবেষকেরা এক রকম নিশ্চিত হয়েছেন। তবে তাঁদের বক্তব্য— এসব গ্রহের কোনটি গ্যাসীয় আবার কোনোটি পাথুরে। যে সব নক্ষত্রকে কেন্দ্র করে এই গ্রহগুলো ঘোরে, নক্ষত্র থেকে খুব কাছে থাকার কারণেই এখানে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ থাকে না।
গবেষকেরা মনে করেন, পৃথিবীতে যেহেতু প্রাণ উদ্ভবের জন্য তরল পানি অত্যাবশ্যকীয় তাই যেসব গ্রহে তরল পানির অস্তিত্ব আছে সেখানে এলিয়েন থাকতে পারে। (স্পেসডটকম, টেলিগ্রাফ)

The US space research institute NASA researchers can give a good news. The discovery of Earth-like planets in the Milky Way galaxy at a corner of the announcement.
On Thursday, NASA has called a press conference to inform about the new discovery. They will receive data from the Kepler spacecraft, which monitors the Milky Way.
009 new planets outside our solar system since May Kepler mission is to search for work. So far, the goldilaka zone 'in the search for Earth-like planets of the Kepler Space Observatory has been created specifically for this. Goldilaka temperate regions of the Milky Way galaxy where habitable zone planets, researchers thought that.
The researchers now are much more in common with the announcement of the discovery of a planet. Any planets orbiting our sun, as such, they can let you know about a planet or a twin. Alien or factor outside our solar system, the concept of civilization has been built on the hope that the new discovery will penetrate.

Earlier this week, the famous British physicist Stephen Hawking and the Royal astronomer Martin Reese Lord Alien Milky Way galaxy outside our solar system or for finding intelligent alien initiatives announced 10 million US dollars.
Earth-like space that is much grahai one of the researchers are now confirmed. However, none of the statements of these gases, any rocky planets. That traverses the star of the planets, the stars of the environment to sustain life here is why.
The researchers believe that the origin of life on Earth, liquid water is essential for the existence of liquid water on the planet, so that there may be alien. (Spesadatakama, Telegraph)

No comments:

Powered by Blogger.