ভাসকুলা রোগীদের পাশে ডা. সাকলায়েন || Dr. patients with vascular side. Sakalayena
ঢাকা: রক্তনালীর বিভিন্ন জটিলতার চিকিৎসায় রাজধানী ঢাকার মোহাম্মাদপুর শারীরিক শিক্ষা কলেজের বিপরীতে অবস্থিত আল-মানার হসপিটালে উদ্বোধন হল আল-মানার ভাসকুলার পয়েন্ট।
ভাসকুলার পয়েন্টের উদ্বোধন করেন মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী। এ সেন্টারের মাধ্যমে সারাদেশের রক্তনালীর রোগে আক্রান্ত রোগীরা সঠিক চিকিৎসা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-মানার হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোঃ শহিদুল্লাহ, হসপিটালের প্রোজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ আমির হোসেন প্রমুখ।
ভাসকুলার পয়েন্টের মাধ্যমে রক্তনালী রোগীদের সব ধরণের স্বাস্থ্য পরামর্শ দিবেন বিশিষ্ট ভাসকুলার সার্জন ডাঃ এসএমজি সাকলায়েন রাসেল।
তিনি জানান, ভাসকুলার রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এদেশে অনেক বেশি। কিন্তু সঠিকভাবে চিকিৎসা না পাওয়ায় তাঁরা অকালে হাত পা হারাচ্ছেন।
অনেকে জানেইনা কোথায় গেলে ভাসকুলার সার্জন পাওয়া যাবে। এ সেন্টারের মাধ্যমে ডায়ালাইসিসের জন্য ফিস্টুলা অপারেশন, হাত ও পায়ের রক্তনালীর বাইপাস অপারেশন ও স্টেন্টিং, ডুপ্লেক্স পরীক্ষা থেকে শুরু রক্তনালীর সব ধরণের রোগের চিকিৎসা করা হবে। একই সঙ্গে এসব রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করার উদ্যোগ নেয়া হবে।
Dhaka: the capital of the blood vessels in the treatment of various complications Mohammadpur Physical Training College is located opposite the opening of the hospital in Al-Manar Al-Manar Vascular points.
Vascular points maitibhira chairman Nasiruddin inaugurated pal. In the treatment of patients suffering from blood vessels through the center of the country, he hoped to receive. The opening ceremony was attended, among others, the Managing Director of the hospital Dr. Mohammad Al-Manar Congrats, Project Director Engineer Md Amir Hossain hospital.
Vascular health advice to all points of the vascular patients with vascular surgeon Dr. Russell esaemaji sakalayena.
He said the number of patients with vascular disease is much higher in this country. But do not get the proper treatment they are losing arms and legs prematurely.
Many can be found janeina Where vascular surgeon. At the center of operations for the fistula for dialysis, blood vessel bypass operation and stentim hands and feet, duplex test will cure all kinds of vessels from the start. The initiative will be to spread awareness of the disease.
No comments: