Breaking News
recent

টিউমার কি ? || What is Arthritis?


নিউজ ডেস্ক: 
টিউমার ইংরেজি শব্দ। এর বাংলা নাম আব্র্বুদ। টিউমার বলতে চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ নিদান তাত্তি্বক অবস্থাকে বোঝান হয়েছে। শরীরের যে কোনো স্থানে কোষসমূহ যদি ধীরে ধীরে বা দ্রুততার সঙ্গে অস্বাভাবিক ও অসামঞ্জস্যভাবে ফুলে ওঠে বা এক কথায় টিউমার হলো মূল দেহ কোষের রূপান্তর বা নতুন কোষের সংযোজন।
তবে কি কারণে মানবদেহে এমন টিউমার বা ক্যান্সার হয় তার কারণ জানা যায়নি। আমাদের দেশে বেশ কিছু পরিচিত টিউমারে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। নিচে বিভিন্ন প্রকার টিউমারের বিস্তারিত দেয়া হলো।


টিউমার তিন প্রকার :
হিস্টোমা বা কানেকটিভ টিস্যু টিউমার,
সাইটোমা
টেরাটোমা বা মিক্সড সেল টিউমার।
হিস্টোমা টিউমার আবার দুই প্রকার :
বিনাইন ও
ম্যালিগন্যান্ট।


বিনাইন টিউমার :
এ জাতীয় টিউমার তুলতুলে নরম হয় এবং শক্ত হয় না। খুব আস্তে আস্তে বৃদ্ধি পায়। এর কোনো আবরণ থাকে না। এর উপরের চর্ম আলাদা পৃথক মনে হয়। এ টিউমারের সংলগ্ন গ্রন্থিসমূহ আক্রান্ত হয় না। চাপ দিলে এতে কোনো যন্ত্রণা অনুভূত হয় না।


ম্যালিগন্যান্ট টিউমার :
এটা নিরেট বা শক্ত হয়। এটা খুব দ্রুত বড় হয়। এতে আবরণ থাকে। এটার উপরের চর্ম আলাদা পৃথক মনে হয় না। এ টিউমার সংলগ্ন গ্রন্থিসমূহ আক্রান্ত হয়। চাপ দিলে এতে যন্ত্রণা অনুভূত হয়। এতে আঘাত করলে বা অস্ত্রোপচার করলে ক্ষতি হয়। অস্ত্রোপচার করলে পরে প্রায়ই ক্যান্সার হতে দেখা যায়।

শরীরের বিভিন্ন স্থানে টিউমার বিভিন্ন নামে পরিচিত :
১. নাক, জরায়ু প্রভৃতি শৈ্লষ্মিক ঝিলি্লর টিউমারের নাম প্যাপিলোমা, 
২. জরায়ু, পাকস্থলী প্রভৃতি স্থানের মাংসপেশির টিউমারের নাম মাইওমা, 
৩. চর্মের টিউমারের নাম এপিথেলিওমা, 
৪. পিঠ, কাঁধ প্রভৃতি স্থানে ফ্যাটিটিস্যু টিউমারের নাম লিপোমা, 
৫. বোনের কার্টিলেজের টিউমারের নাম কনড্রমা, 
৬. মাথার খুলি, মুখম-ল, নাসিকা গহ্বর প্রভৃতি স্থানে হাড়ের অস্থি টিউমারের নাম অস্টিওমা, 
৭. মস্তিষ্ক কোষের টিউমারের নাম গ্লাইওমা, 
৮. মস্তিষ্ক, লিভার প্রভৃতি স্থানে রক্ত নালিকার টিউমারের নাম হেমান জিওমা, 
৯. ঘাড়, জিহ্বা, বগল প্রভৃতি স্থানের লসিকা নালির টিউমারের নাম লিমফ্যানজিওমা। সাধারণত কম বয়সে সার্কোমা টিউমার দেখা দেয়। সাধারণত ৪০ বছর বয়সের পর কার্সিনোমা টিউমার দেখা দেয়।


টিউমারের কারণ :
যে সব মহিলা ডিঅ্যান্ডসি বা এমআর করে বা কোনো গাছ-গাছড়া দিয়ে ভ্রূণ নষ্ট করে বা প্রসবকালে যেসব মহিলার প্রচ- কষ্ট হয় বা যে সব মহিলা ঘন ঘন সন্তান প্রসব করে বা যে সব মহিলার অতি অল্প বয়সে বিয়ে হয় সেই সব মহিলার জরায়ুতে আঘাত হেতু, জরায়ু, জরায়ু মুখ, ডিম্বকোষ, স্তন গ্রন্থিতে টিউমার দেখা দিতে পারে। সাধারণত মহিলাদের উপরোক্ত কারণ থেকে নিবৃত থাকা বাঞ্ছনীয়।
পুরুষদের অ-কোষে কোনো রকম লাগলে অ-কোষ ফুলে শক্ত হয়ে টিউমার দেখা দেয়
যারা কলকারখানায় চিমনি পরিষ্কার করে তাদের বিভিন্ন স্থানে টিউমার দেখা দেয়
কোনো কোনো পরিবারে বংশগতভাবে টিউমার দেখা দিতে পারে আঘাত, ঘর্ষণ, পেষণ বা উদ্দীপনার ফলে স্থান বিশেষ অ্যাডিনোমা সৃষ্টি হতে পারে পুরনো পোড়া ঘায়ে অনেক টিউমার বা ক্যান্সার দেখা দিতে পারে আলকাতরা, সেল অয়েল সুট ইত্যাদি রাসায়নিক দ্রব্য চামড়ার উপর প্রদাহ সৃষ্টি করে টিউমার দেখা দিতে পারে খাদ্যের পরিপুষ্টির অভাবে লিভারে টিউমার দেখা দিতে পারে গায়ক, বংশীবাদক এদের গলায় বা ফুসফুসে টিউমার দেখা দিতে পারে ইসট্রিন হরমোনের অভাবে স্তনে টিউমার দেখা দিতে পারে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার ফলে নারীদের সাধারণ হরমোন বিকাশ বাধাপ্রাপ্ত হয়, ফলে জরায়ুতে বা স্তনে, যৌন দ্বারে টিউমার দেখা দেয়ার সম্ভাবনা থাকে। আলোচিত কারণসমূহ ব্যতীত আরো নানাবিধ কারণে টিউমার দেখা দিতে পারে।


চিকিৎসা পদ্ধতি :
টিউমারের সাধারণ চিকিৎসা অপারেশন। কিন্তু অনেক সময় টিউমার অপারেশন করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ম্যালিগন্যান্ট টিউমার অপারেশন করা নিরাপদ নয়। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সব রকম টিউমারকে আরোগ্য করা সম্ভব ।


News Desk:
General English words. Abrbuda of the Bengali name. Neurologists say that medical science has to signify a particular etiology theoretical condition. If any part of the body cells slowly or rapidly and disproportionately unusual swelling or a word of the original tumor cells to convert or add new cells.
However, due to a tumor or cancer in humans is not known to cause. Our country has been attacked several known tumor data are available. Detailed below are the various types of tumors.


Three types of tumors:
Kanekatibha histoma or tumor tissue,
Saitoma
Mixed teratoma or tumor cell.
Histoma the two types of tumors:
Benign and
Malignant.


Benign tumors:
Such tumors are soft, flabby and not stiff. Increases very slowly. There is no cover. The skin of the individual is different. Granthisamuha adjacent to the tumors are not affected. When the pressure is not felt any pain.


Malignant tumors:
It is solid or solid. It is too fast. If the cover. It does not seem to separate the skin is different. Granthisamuha adjacent to the tumor were affected. The pain is felt the pressure. The damage to the wound or surgical. If the cancer is often surgery.

Known by different names in different parts of the body, the tumor:
1. Nose, uterus, etc. tumor sailasmika jhililara name pyapiloma,
II. Uterus, stomach, and the name of the trumped-up muscle tumors,
3. Skin tumors called epithelioma,
4. Back, shoulders, etc. In the name of phyatitisyu tumors lipoma,
5. Kanadrama cartilage tumors sister's name,
6. Skull, mukhama-Law, nostrils, and the name of the bone tumor, bone astioma,
7. Glaioma brain cells called tumor,
8. Brain, liver, and blood in the name of the Hema jioma vascular tumor,
9. Neck, tongue, lymph nodes in the armpit, and the name of the limaphyanajioma vein tumor. Sarcoma tumors usually occurs at a younger age. Carcinoma tumors usually occurs after the age of 40 years.


Because of the tumor:
MR diayandasi or by the woman or the fetus to destroy any plants, or during delivery the woman is in great trouble or that women often give birth, or that all women are married at an early age due to hit the woman's uterus, uterus , the mouth of the uterus, ovary, breast tumors may arise arts. Usually women cease to be recommended because of the above.
Men's non-cell if any of the non-tumor cells, swelling and stiffness caused
Who had tumors in different parts of the industrial chimney cleaned
Hearing damage can occur in any family, inherited, rub, grind or stimuli in place of the old ayadinoma may cause burns, stroke or cancer can occur in many tumor tar, oil, suits, etc. cell tumors produce chemicals that can cause skin inflammation diet paripustira liver tumors can occur in the absence of the singer, flutist of the tumor in the throat or lungs can cause breast tumors can occur in the absence of isatrina hormonal contraceptive method for women to take hormones to develop common is interrupted, causing the uterus or breast, sex is likely to be seen at the entrance of tumor . Featured more reasons than the causes tumors can occur.


Medical procedures:
Tumors common medical operations. But sometimes, the cancer is likely to be a tumor operation. Malignant tumor operation is not safe. Homeopathy treatment is to cure all kinds of tumor.

No comments:

Powered by Blogger.