Breaking News
recent

ডায়াবেটিসসহ কঠিন রোগের ওষুধ বাদাম ! || Difficult disease and diabetes medicines nuts!


কাজুবাদাম প্রায়শই কোষ্ঠকাঠিন্য, শ্বাসযন্ত্রের রোগ, কাশি, হৃদরোগ এবং ডায়াবেটিস থেকে ত্রাণের জন্য একটি সুস্থ সমাধান হিসাবে ব্যবহার করা হয়। এটি স্বাস্থ্যকর চুল, ত্বক ও দাঁতের যত্নে রক্ষণাবেক্ষণ সাহায্য করে।
বাদাম দুধও স্বাস্থ্যের জন্য অনেক ভাল। এর অনেক ভাল গুণাগুণ রয়েছে। প্রতিদিন বাদাম খেলে আপনার যে উপকার হবে তা নিম্নে আলোচনা করা হল-


১. এটি ওজন কমাতে সাহায্য করে:
আপনি যদি ওজন কমানোর চেষ্টায় নিয়োজিত থেকে থাকেন, তাহলে বাদাম আপনার জন্য অত্যন্ত উপকারী। এতে যে সম্পৃক্ত চর্বি ও ফাইবার রয়েছে তার ফলে আপনার সবসময় পেট ভরা আছে বলে মনে হবে। তাই খাবার কম গ্রহণ করবেন এবং আপনার ডায়েট এর কাজও হয়ে যাবে।


২. মস্তিষ্কের জন্য ভাল:
প্রতিদিন বাদাম খাবার ফলে আমাদের ব্রেনের নিউরন আরও বেশি শক্তিশালী হয়। এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান যেমন- রিবোফ্লাভিন ও এল-কারনিটিন রয়েছে। যা মস্তিষ্কের এক্টিভিটি বৃদ্ধি করে।


৩. অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ:
বাদামে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা আপনার শরীরের টিস্যুর জন্য অনেক উপকারী। এর ফলে আপনার ত্বকের বয়সের ছাপ কমে যাবে।


৪. রক্তচাপ নিয়ন্ত্রণ করে:
এতে অল্প পরিমাণ কার্ব রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ফাইবার রয়েছে। যার ফলে আপনার ডায়াবেটিক হবার ভয় থাকবে না।


৫. ত্বকের জন্য ভাল:
ডাক্তারের নবজাতক শিশুদের শরীরে বাদামের তেল দেয়ার জন্য বলেন। এতে শুধু তাদের ত্বক কোমল হয় না, সাথে সাথে ত্বকের রং আরও উজ্জ্বল হয়। এছাড়াও ত্বকের বিভিন্ন ধরণের ক্ষতি হতে বাদাম রক্ষা করে। সূত্র: ইন্ডিয়া টুডে।
সম্পাদনা: আরজু।


Often almonds constipation, respiratory diseases, cough, heart disease and diabetes as a healthy solution is used for the relief. It is healthy hair, skin and dental care helps maintenance.
Almond milk is much better for health. There are a lot of good qualities. Nuts every day that will benefit you the plays discussed below are:


1. It also helps to reduce weight:
If you are trying to lose weight, to engage if the nuts are extremely beneficial for you. It also contains saturated fat and fiber, so you always seem to have the stomach to be filled. So take less food and will be working on your diet.


II. Good for the brain:
As a result, the neurons in our brain to eat nuts every day is even more powerful. The abundance of nutritious elements such as riboflavin and L-karanitina said. Which increases brain activity.


3. Anti-Oxidant rich:
Milk contains large amounts of anti-oxidants, which are very beneficial for your body tissue. As a result, your skin will reduce the impression of age.


4. Blood pressure control:
It contains a small amount of carbon, but plenty of healthy fats, protein and fiber service. As a result, you will not be afraid of being diabetic.


5. Good for the skin:
Newborn babies almond oil to the doctor's body. It is not just their skin, with the skin color is more bright. Nuts also protects the skin from damage of various kinds. Source: India Today.
Edit: Arzu.

No comments:

Powered by Blogger.