আটকে না রেখে প্রকৃতির নিয়মে সাড়া দিন || Do not get stuck in the nature of the response rules
অনলাইন ডেস্ক: সকালের ঘুমটা কেবলই ভেঙেছে, ঘুম ঘুম চোখে ব্রাশে পেস্ট মাখিয়ে গন্তব্যে পৌঁছে গিয়েছেন, কিন্তু প্রাতক্রিয়া সম্পূর্ণ হয়নি। টেনশন বাড়ছে। পেট পরিস্কার না করেই বেড়িয়ে পড়েছেন অফিসে। রাস্তায় বড্ড চাপ অনুভব করছেন অথচ পছন্দের পরিবেশ পাচ্ছেন না বলে মলত্যাগে সায় দিচ্ছে না মন। পেটের ভিতরকার চাপ নিয়েই ছুটছেন। বিজ্ঞানীরা বলছেন এমন পরিস্থিতিতে কখনই বজ্র পদার্থ পেটে বহন করে বেশি সময় কাটানো উচিত নয়, এতে মৃত্যুও হতে পারে।
মহিলাদের ক্ষেত্রে সমস্যাটা আরও গুরু গম্ভীর। মাহিলাদের শরীরী গঠন অনুযায়ী মাসের নির্দিষ্ট সময়ে পিরিয়ড হয়। ওই সময় গুলিতে পছন্দের পরিবেশ পেলেও মহিলারা অনেক সময়ই যথা তথা বর্জ্য পদার্থ ত্যাগে অনীহা প্রকাশ করে থাকেন। এতে সমস্যাটা আরও বাড়ে। চিকিৎসকরা বলছেন, পেটে বর্জ্য আটকে রাখলে তা শরীরে স্বাভাবিক ক্রিয়াকে বাধা দেয়, সঠিক রক্ত চলাচল থেকে পচনক্রিয়া, গোটা পক্রিয়াতেই সমস্যা তৈরি করে। বর্জ্য পদার্থ শরীরের মধ্যে চেপে রাখলে বিষক্রিয়াও হয়, অনেক সময়ই মাথাব্যথা দেখা যায়, মত চিকিৎসকদের। যার জন্যে পরে সার্জারিরও প্রয়োজন হয়, কিন্তু তাতেও চিকিৎসা অসম্পূর্ণ থেকে যায় এবং তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। #২৪ঘণ্টা
Sunday: Morning ghumata just broken, sleepy eyes smeared with paste brush has reached the destination, but did not complete pratakriya. Tension is rising. Without cleaning out the office was open. They too are feeling the pressure to be the preferred environment malatyage do not feel like getting up. Gone with the pressure within the abdomen. Scientists say never in such a situation should not be spending much time in the light of the material in the stomach, it can lead to death.
The problem is more serious in women guru. At certain times of the month is a period of mahiladera tangible form. The choice by the environment as well as wastes, but many of the women you've been reluctant to leave. This leads to more problem. Doctors say that if you get stuck in the stomach, the body of waste and prevents normal operation, the flow of blood from the right pacanakriya, the pakriyatei problems. If poisoning is down waste products in the body, is often a headache, the doctors. The need for the sarjarirao, but the treatment is incomplete, and it becomes the cause of death. # 4 hours
No comments: