বাড়ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার; ভবিষ্যতে অপারেশনে ঝুকি ! || Increasing use of antibiotics; The risk of operations in the future!
অ্যান্টিবায়োটিক বিরোধী জীবাণু সামাল দেয়ার জন্য দ্রুত ব্যবস্থা না নিলে গৎ বাধা সাধারণ অপারেশনও কার্যত অসম্ভব হয়ে উঠবে। নতুন এক সমীক্ষায় এ ভয়াবহ হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
১৯৬৮ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রকাশিত ৩১টি সমীক্ষার ফলাফলের ভিত্তিতে নতুন এ সমীক্ষা চালানো হয়েছে। আর এটি চালিয়েছে ওয়াশিংটনের সেন্টার ফর ডিজিজি ডাইনামিক্স, ইকনমিক্স এবং পলিসি। ব্যাপক এবং যথেচ্ছ ব্যবহারের পরিণামে প্রাণরক্ষায় জড়িত ওষুধ ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে। এ সমীক্ষায় জড়িত গবেষকরা এমন সর্বনাশা প্রমাণ দেখতে পেয়েছেন।
তারা দেখেছেন, ক্যান্সার আক্রান্ত মহিলাদের সিজারিয়ান অপারেশনের পর তাদের শরীরে মারাত্মক সংক্রমণ দেখা দিচ্ছে। অ্যান্টিবায়োটিক দিয়ে আর এ সব সারিয়ে তোলা যাচ্ছে না। ৪৩ বছরের সমীক্ষার ভিত্তিতে গবেষকরা আরো দেখতে পেয়েছেন, অপারেশনের সময় সংক্রমণের শিকার হয়েছেন অনেক রোগীই; তাদের অর্ধেককেই প্রমিত বা স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিক দিয়ে সারিয়ে তোলা যাচ্ছে না।
সিজারিয়ান অপারেশন সময় যে সব নারী সংক্রমণের শিকার হয়েছেন তাদের ৩৯ শতাংশই একই অবস্থায় পড়েছেন। এ ছাড়া, কেমোথেরাপির রোগীদের মধ্যে একই অবস্থায় পড়েছেন ২৭শতাংশ রোগী। এ সমীক্ষায় জড়িত গবেষকরা দ্রুত পরিস্থিতি সামাল দেয়ার আহ্বান জানিয়েছেন। না হলে অপারেশন এবং কেমোথেরাপি চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা।
ভবিষ্যতে সংক্রমণের হার কতোটা বাড়তে পারে তারও একটি হিসাব দিয়েছেন গবেষকরা। এ হিসাবে দেখা গেছে, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা এক তৃতীয়াংশের কম হ্রাস পেলে প্রতি বছর আমেরিকায় আরো এক লাখ ২০ হাজার রোগী সংক্রমণের শিকার হবেন। এদের মধ্যে মারা যাবেন ১,২৬০ রোগী।
মানুষের এমন স্বাস্থ্য সংকট সৃষ্টির পেছনের কারণও তুলে ধরেছেন গবেষকরা। তারা বলেছেন, গত প্রায় ৫০ বছর ধরে অতিমাত্রায় প্রয়োগ করা হয়েছে অ্যান্টিবায়োটিক। এতে অ্যান্টিবায়োটিক ঠেকানোর সক্ষমতা অর্জন করেছে ব্যাকটেরিয়া। এ ছাড়া, অনেক ক্ষেত্রে দ্রুত বৃদ্ধির জন্য পশু-খাদ্যে অ্যান্টিবায়োটিক মিশিয়ে দেয় কৃষকেরা। আর এতেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরির পথ সুগম হয়।
Antibiotics, anti-germ unless swift action to tackle the barriers to gat common operations will be virtually impossible. A new study has warned awful.
Published until 1968, 31 of the 011 surveyed on the basis of the survey results. Washington said it dijiji Centre Dynamics, Economics and Policy. Widespread and indiscriminate use of drugs involved ultimately pranaraksaya gradually losing effectiveness. The researchers involved in this study was to prove disastrous.
They watched, their body deadly cancer in women, after Caesarean surgery is infection. All of this is not going to be treated with antibiotics. The researchers also found that the 43-year study, many patients have been victims of infection during the operation; Half of them non-standard or standard is not going to be treated with antibiotics.
Women infected during a caesarean operation, 39 percent of victims were in the same situation. In addition, chemotherapy patients, 7 percent were in the same situation. The researchers involved in the study urged to quickly tackle the situation. If not, it would be impossible to run the operation and chemotherapy, they warned.
She gave an account of how infection rates may increase in the future researchers. As is seen in less than one-third of reducing the effectiveness of antibiotics in the United States each year more than one million cases of infection would be 0. Of these, 1260 patients die.
The researchers pointed out that the reasons behind the creation of the health crisis. They said that over the past nearly 50 years, antibiotics have been applied. It has gained the ability to prevent bacterial antibiotics. In addition, in many cases, antibiotics are mixed with pet food for rapid growth of the farmers. And neither is expected to lead to the creation of antibiotic resistant bacteria.
No comments: