শীতের আবহাওয়ায় ত্বকের যত্ন ! || Skin care in cold weather!
ভোরের হাওয়ায় বেশ একটা ঠাণ্ডা ভাব। আগাম শীতের ছোয়া গাছের পাতায়, পাখির গলায় এমনকি ত্বকেও। লাবণ্য হারিয়ে ত্বকে টানটান ভাব, ঠোঁটে শুষ্কতা। আবহাওয়াতে যেহেতু স্বাভাবিক আর্দ্রতার পরিমাণ কম থাকে সেহেতু ত্বকের ময়েশ্চার ক্রমাগত কমতে থাকে, দিনে দিনে ত্বক রুক্ষ ও মলিন বয়ে পড়ে। যাদের ত্বক সারাবছর শুষ্ক থাকে তাদের চাই শুধু শীত জেঁকে বসার আগে থেকেই একটু সচেতনতা। এ জন্য ঘরের জিনিস ব্যবহার করে কি উপায়ে ত্বকের যত্ন নেওয়া যায় দেখে নিন একনজরে।
কুসুম গরম পানি:
শীতে ঠাণ্ডা পানি ব্যবহারের পরিবর্তে হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন। বারবার হাত মুখ না ধুয়ে দিনে দু`বার হাত মুখ ধোয়ার সময় পানি ব্যবহার করুন।
ময়েশ্চারাইজার:
যাদের ত্বক শুষ্ক তাদের জন্য ময়েশ্চারাইজিং অপরিহার্য। সকালে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে ভারি ময়েশ্চারাইজার লাগাতে পারেন। ভ্যাসলিন বা গ্লিসারিনের সাথে সমপরিমান পানি মিশিয়ে পায়ের গোড়ালি ও হাতের কনুইতে মাখুন।
মধু:
রাতে শুতে যাওয়ার আগে দুধের সরের সাথে মধু মিশিয়ে হালকা ম্যাসাজ করে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মধু, দই, ডিম, গাজরের রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট পর আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাবে ২ দিন ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমে যাবে।
অলিভ অয়েল:
যাদের ত্বক শুষ্ক তারা শীতকালে অলিভ অয়েল হালকা গরম করে পুরো শরীরে ম্যাসাজ করতে পারেন। গোসলের পর এটি করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে।
দুধের সর:
ঠোঁট নরম ও কোমল রাখতে কমলার রস মেখে কিছুক্ষণ রাখতে পারেন কিংবা দুধের সর দিয়ে ম্যাসাজ করতে পারেন। ঠোঁটকে ফেটে যাওয়া থেকে রক্ষা করতে হলে ভ্যাসলিন ব্যববার করতে পারেন। তবে চ্যাপস্কিক ও লিপ গ্লস বেশি উপকারী। এছাড়া অলিভ অয়েলের সাথে খানিকটা মধু মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করলে ঠোঁট ফাটা থেকে পরিত্রান পাওয়া যাবে।
শাকসবজি:
ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য পানি খাওয়া খুব প্রয়োজন। শীতে প্রচুর শাকসবজি ও ফল খাওয়া ভালো। শীতের শাকসবজিতে প্রচুর পরিমানে এন্টি অক্সিডেন্ট থাকে যা ত্বককে সুরক্ষা করে।
বিশুদ্ধ পানি:
প্রচুর পরিমাণে পানি পান করুন।
The coldness of the air in the morning. To advance the happiness of the trees on a cold, the skin of the bird's neck. Charm lost skin feeling tight, dry lips. Because of the weather, the humidity is low and therefore the continued decline of the skin moisture, skin rough and dirty carry the day. Those who want to have dry skin all year round, just before winter set in little awareness of sitting. Using the room for this thing is to take care of the skin Take a look at the ways.
Warm water:
Use cold water instead of warm water in the winter to light. Hand wash, face wash hands frequently during the day dubara use of water.
Moisturizer:
Mayescaraijim essential for them to dry skin. After bathing in the morning and at night before going to sleep can put a clean face and heavy moisturizers. Glisarinera Vaseline or water mixed with an equal amount of butter Kanuite ankle and hand.
Honey:
Honey mixed with milk before going to bed at night, filmy light massage, wash after 15 minutes. Honey, yogurt, eggs, carrot juice mixed together and gently rub it on for 0 minutes after the wash. This week, two days will be reduced if you use a dry skin.
Olive oil:
Dry skin in the winter they can massage the whole body with warm olive oil. After bathing, it can be the most beneficial.
A layer on the top of boiled milk:
Keep lips soft and velvety orange juice can be a little rub or massage the cream can. Vaseline to lips using, you can save them from bursting. However, the gloss is more beneficial cyapaskika leap. The olive oil mixed with a little honey on the lips chapped lips massage BonJour to be found.
Vegetables:
Eating too much water in the skin to maintain moisture. Lots of winter vegetables and fruits to eat. Plenty of winter vegetables have anti-oxidant that protects the skin.
Pure water:
Drink plenty of water.
No comments: