Breaking News
recent

যোগব্যায়ামের দারুণ কিছু টিপস ! || Yoga is great for some tips!


আমরা সুস্থ থাকার জন্য প্রতিদিন অনেক কাজ করে থাকি। কারণ আমরা প্রত্যেকেই জানি শরীর ভালো তো সব ভালো। কথাটি আসলেই অনেক বেশি সত্য। দেহ ভালো না থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। শরীরকে সুস্থ রাখার জন্য আমরা দেহের জন্য উপকারী খাবার খাই এবং শারীরিক ব্যায়াম করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যোগব্যায়াম করা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। প্রতিদিন কিছুটা সময় বের করে যোগব্যায়াম করে আমরা দেহকে রাখতে পারি অনেক মারাত্মক রোগ থেকেও। চলুন তবে দেখে নিই প্রতিদিন যোগব্যায়ামের ফলে কিভাবে আমরা দেহকে রাখতে পারি সুস্থ।

মানসিক চাপ মুক্ত করে মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ। মানসিক চাপের কারণে আমরা অনেকেই অসুস্থ বোধ করি। এতে আমাদের মস্তিষ্কে অনেক চাপ পরে এবং মস্তিস্কের কার্যক্ষমতা কমে যায়। যোগব্যায়াম মানসিক চাপ মুক্ত করার সব চাইতে ভালো একটি উপায়। সকালের স্নিগ্ধ আলোয় ঠাণ্ডা কোনো স্থানে বসে অথবা সন্ধ্যায় বাসায় ফিরে মাত্র ১০ মিনিটের যোগব্যায়াম মানসিক চাপ মুক্ত করবে নিমেষেই। ইমিউন সিস্টেম উন্নত করে মানসিক স্বস্তি আমাদের দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখে। এতে করে আমাদের দেহের রোগ প্রতিরধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের দেহ যে কোন ধরণের রোগ প্রতিরোধ করতে পারে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যোগব্যায়ামের ফলে আমাদের দেহের রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায়।

এতে আমাদের দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে রক্ত সঞ্চালন হয় ঠিক ভাবে। ফলে আমাদের দেহ সচল এবং মস্তিস্ক কর্মক্ষম থাকে। দেহের বাড়তি মেদ দূর করে নিয়মিত যোগব্যায়ামের ফলে আমাদের দেহের বাড়তি মেদ দূর হয়। এতে করে আমরা ওজন সংক্রান্ত যে কোন ধরনের জটিলটা থেকে আমাদের দেহকে রাখতে পারি মুক্ত। যোগব্যায়াম আমাদের দেহকে ফিট রাখতে সহায়তা করে। হৃদপিণ্ডের সুরক্ষায় যোগব্যায়াম যোগব্যায়ামের বিভিন্ন আসনের ফলে আমাদের দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শ্বাসপ্রশ্বাসের নালীর ভালো ব্যায়াম হয়।

নিয়মিত যোগব্যায়ামের ফলে দেহের বিভিন্ন শিরা উপশিরায় সঠিক ভাবে রক্ত সঞ্চালনের ফলে হৃদপিণ্ডে কোন ধরণের ব্লক হওয়া থেকে মুক্ত থাকা যায়। হাড়ের জয়েন্ট, পিঠ এবং মেরুদণ্ডের ব্যথা থেকে মুক্ত রাখে যোগব্যায়াম আমাদের দেহের বিভিন্ন হাড়ের জয়েন্টকে মজবুত করে তোলে। প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম করলে আমাদের হাড়ের নমনীয়তা ঠিক থাকে এবং আমাদের হাড়ের জয়েন্ট, পিঠ এবং মেরুদণ্ড ব্যথা জনিত সমস্যার সমাধান হয়।

Read More..

We do a lot of work to stay healthy every day. Because we know we 're all good. The word is really a lot more. If you do not like the body can not do anything. Beneficial for the body to keep the body healthy, we eat and do physical exercise. But we do not know many people that yoga is much more beneficial for our health. Yoga out some time every day, we can keep the body from many serious diseases. Let's take a look at the result of yoga every day how we can keep the body healthy.

Stress and stress-free too bad for our health. Many of us feel sick due to stress. After a lot of pressure in the brain and reduces the efficiency of the brain. Yoga to relieve stress in a way the best of all. Soften the cold light of morning or in the evening sitting at home in just 10 minutes of yoga would nimesei stress-free. Enhance the immune system and maintains the hormonal balance of the body, mental comfort. This increases the ability of our body, prevent disease, and our bodies can withstand any kind of disease. Yoga as a result of increased blood circulation of the body, increases blood levels.

It is just the way our body organs and blood circulation. As a result of motion of our bodies and brains are operational. Excess body fat by eliminating excess body fat is eliminated as a result of regular yoga. As a result of the weight that we can keep our bodies free from any kind jatilata. Yoga helps keep our bodies fit. Protection of the various constituencies in the heart of the yoga of the body, increasing blood circulation and respiratory tract is a good exercise.

Regular yoga different veins of the body, blood flow to the heart can be free from any kind of block. Bone, joint, back and spinal pain free keeps our body in a variety of yoga makes bones stronger jayentake. Yoga on a regular basis every day is the flexibility of our bones and joints of our bones, back and spine pain caused the problem is solved.

No comments:

Powered by Blogger.