Breaking News
recent

পৃথিবীর আকৃতি বদলে যাচ্ছে ! || Changing the shape of the earth !

বিশ্বে উষ্ণায়নের প্রভাব শুধু যে আবহাওয়ায় তাপমাত্রাজনিত পরিবর্তন ও সমুদ্রের পানির স্তর বৃদ্ধির মধ্যেই সীমাবন্ধ থাকছে তা নয়। আগামীতে উষ্ণায়নের জেরে পৃথিবীর আকৃতির পরিবর্তনও ঘটতে চলছে।
পাঁচ বছর ধরে কয়েকজন গবেষক আর্জেন্টিনা এবং চিলির মধ্যে অবস্থিত পেন্টাগোনিয়া হিমবাহ এবং অ্যান্টার্কটিকা মহাদেশে গবেষণা করে এই ইঙ্গিত দিয়েছেন।
ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল কোপসে তার রিপোর্টে জানান, পেন্টাগোনিয়ার হিমবাহ এক শ’ থেকে এক হাজার বার য় হচ্ছে। অন্য দিকে, উষ্ণায়নের প্রভাবে অ্যান্টার্কটিকা মহাদেশের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলে হিমবাহ আরো দ্রুত য় হবে। যার ফলে পৃথিবীর আকৃতির পরিবর্তন ঘটবে। সূত্র : ইন্টারনেট।

Tapamatrajanita global warming effects that climate change and sea level rise is not kept in the Limiting. Change the shape of the earth is going to happen in the future due to global warming.
Over five years, the number of researchers in Argentina and Chile and the Antarctic continent pentagoniya glacier research has indicated.
In its report, the University of British Columbia professor Michael kopase, pentagoniyara glacier one hundred to one thousand times the second. On the other hand, the effects of global warming, the glaciers of the Antarctic continent, the temperature reached zero degrees Celsius to more quickly in the second. Which will change the shape of the Earth. Source: Internet.

No comments:

Powered by Blogger.