শাওনের আকাশে ওড়ার স্বপ্ন || Shaon dream to fly in the sky
শুক্রবার বিকেল। পটুয়াখালীর সর্ব দক্ষিণের জনপদ কলাপাড়া উপজেলার সোনাতলা নদী তীরে ভিড় করেছে লতাচাপলী, মীরগঞ্জ, মহিপুর, ডালবুগঞ্জসহ ৮-১০ গ্রামের কয়েক হাজার মানুষ। আগন্তুকরা অপেক্ষা করছিলেন নদীতে ভাসমান সি-প্লেনটি কখন আকাশে উড়বে। উপকূলের খুদে বিজ্ঞানী মাহবুবুল আলম শাওন তার আবিষ্কৃত সি-প্লেনটি স্টার্ট দিলেও আকাশে উড়তে পারেনি। কারণ প্লেনের ইঞ্জিনের শক্তি ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে হাজার হাজার দর্শক করতালি দিয়ে শাওনকে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন। বাড়িয়ে দিয়েছে তার আগ্রহ ও আত্মবিশ্বাসকে।
কলপাড়ার মোয়াজ্জেমপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক নাসির উদ্দিনের দুই ছেলের মধ্যে বড় মাহবুবুল আলম শাওন। বিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই নতুন কিছু আবিষ্কারের দিকে ঝুঁকে পড়ে। শাওন যখন সপ্তম শ্রেণীর ছাত্র তখন সে আবিষ্কার করে প্রাকৃতিক বাতাসে পাখা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের কৌশল। ২০১৪ সালে এইচএসসি পরীক্ষা শেষ করে আবার মনোনিবেশ করে নতুন কিছু আবিষ্কারের। তখন শাওন উদ্ভাবন করে ডিজিটাল চুরি প্রতিরোধক যন্ত্র (সিকিউরিটি অ্যালার্ম)। কুয়াকাটার খানাবাদ কলেজ থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে শাওন আবার নতুন আবিষ্কারের কাজে হাত দেয়। চুরি প্রতিরোধক যন্ত্র (সিকিউরিটি অ্যালার্ম) আবিষ্কার করে চমক লাগিয়ে দেয় এলাকাবাসীকে। মাহবুবুল আলম শাওন তার সিকিউরিটি অ্যালার্ম সম্পর্কে জানায়, তার সিকিউরিটি অ্যালার্ম লাগানো কোনো ভবনের নির্দিষ্ট সীমানার মধ্যে যদি কোনো দুষ্কৃতকারী ঢোকে, তখনই বাড়ির মালিকের মোবাইলে বেজে উঠবে অ্যালার্ম অথবা মিস্ড কল। এমনকি ঘরের ভেতর ঢুকলেও বোঝা যাবে দ্বিতীয়বারের মিস্ড কল অথবা রিংটোনের মাধ্যমে। তার কাছ থেকে এ ডিভাইসটি সংগ্রহ করে এলাকার মাছের ঘের ও বাসাবাড়িতে নিয়ে লাগিয়েছেন অনেকেই। ধারাবাহিকভাবে তার তৃতীয় উদ্ভাবন হলো সি-প্লেন।
২০১৫ সালে ঢাকার উত্তরা ইউনাইটেড কলেজ অব এভিয়েশনে ভর্তি হলেও আর্থিক দৈন্যের কারণে ঢাকা থেকে শাওনকে ফিরে আসতে হয়েছে গ্রামের বাড়িতে। গ্রামে ফিরে ভর্তি হয় বরিশাল আইডিয়াল টেকনিক্যাল কলেজে। এক বছর আগে শাওন সি-প্লেন আবিষ্কারের কাজে মনোনিবেশ করে। ব্যয়বহুল হলেও অদম্য ইচ্ছা আর মনোবল শাওনকে সফলতা এনে দিয়েছে। এক বছরের সাধনায় মাত্র ১৭ হাজার টাকা খরচ করে শাওন তৈরি করেছে সি-প্লেন। প্রতিবেশী এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেলের ৮০ সিসির একটি ইঞ্জিন নিয়ে শাওন তৈরি করেছে সি-প্লেন। শাওনের সি-প্লেন নির্মাণ শেষ হওয়ার পর প্রতিদিনই স্থানীয় লোকজন তার বাড়িতে ভিড় করে সি-প্লেনটির নদীতে উড্ডয়ন ও অবতরণের দৃশ্য দেখতে। কৌতূহলী মানুষের পীড়াপীড়িতে শুক্রবার বিকেলে শাওন সোনাতলা নদীতে ভাসায় তার আবিষ্কৃত সি-প্লেন। শাওন জানায়, ইঞ্জিনের শক্তি কম থাকার কারণে সে কৌতূহলী হাজার হাজার দর্শককে সি-প্লেনটি আকাশে উড়িয়ে দেখাতে পারেনি। তবে স্টার্ট দিয়ে উড্ডয়ন ও অবতরণের কলাকৌশল বুঝিয়েছেন। শাওনের দু'চোখে এখন স্বপ্ন কবে সে তার সি-প্লেনে কমপক্ষে ২৫০ সিসির ইঞ্জিন লাগাতে পারবে। আর সোনাতলা নদী থেকে উড়ে গিয়ে নামবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে।
পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সমকালকে বলেন, শাওন যদি প্রশাসনের কাছে সহযোগিতা চায় তাহলে অবশ্যই তার উদ্ভাবনী মেধা বিকাশের জন্য সম্ভব সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
Friday afternoon. Most of the southern city of Patuakhali district eliminated the crowd on the banks of the river Sonatala latacapali, Mirganj, mahipura, thousands of people in the village dalabuganjasaha 8-10. When C-plane was waiting to strangers floating fly in the sky. Kram Alam little Scientists discovered off the coast of the C-plane flying in the sky, but could not start. Much less than the power of the engines of the plane. However, thousands of visitors have the motivation to move ahead with applause Shaon more. This has increased the interest and confidence.
Kalaparara moyajjemapura village madrassa teacher Nasir Uddin Alam Kram of two sons. While in school since the new discoveries tend to. Kram seventh grader when he discovered the natural air fan to turn the power generation strategy. HSC only to fall again in 014 by the end of the discovery of something new. The Kram inventories of digital theft protection (security alarm). Kuakata khanabada College of Science Department of the HSC examination in 014 Kram enthusiasm for new discoveries. Theft protection devices (security alarm) and a surprise to find people to set. Alam Kram said about his security alarm, security alarm fitted to a building in the territory of any miscreants entered the house of the owner of the phone will sound an alarm or call Miss. Missed call and went inside the house, or even a second can be understood through the ringtone. The device collects fish from the perimeter of the area cultivated with many domestic workers. The third invention of the C-series planes.
Although admission to the United College of Uttara in 015 ebhiyesane Shaon has come back to the economic misery in the village. Admission to the village Ideal Technical College in Barisal. Kram one year ago to focus on the discovery of the C-Plane. The indomitable will and courage have brought success Shaon expensive. Here we spent only 17 thousand a year, the C-Plane in Kram. One man from the neighboring 80 cc motorcycle with an engine made by C-planes Kram. Shaon C-planes since the end of the day, the local people of his home crowd, flight and landing of the C-plane view of the river. Curious about the persistence of its findings on Friday afternoon, the C-Plane bhasaya Kram Sonatala river. According to Kram, engine power due to the low interest of the audience could not rule out the C-plane in the sky. With the start of the flight and landing techniques mean. Shaon eyes when she talked to her c-plane will be able to put at least 50 cc engine. Sonatala fly from the river into the Bay of Bengal near Kuakata come.
Acting Deputy Commissioner of Patuakhali. Attention Islam, he said Samakal, Kram If the administration wants cooperation for the development of its innovative talent will be given all possible assistance.
No comments: