ডার্ক এনার্জি(Dark Energy) বা অন্ধকার শক্তি। || Dark Energy (Dark Energy) or dark energy.
পদার্থবিজ্ঞান হল মহাবিশ্বকে জানবার বিজ্ঞান।কিন্তু সৃষ্টি জগতের এমন কিছু বিষয় আছে যা আমরা এখন জানি না কেন এগুলো হচ্ছে।ডার্ক এনার্জি হল পদার্থবিজ্ঞান এর তেমনই একটি অমীমাংসিত সমস্যা।১৯৯৮ সালে জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ করে দেখেন যে মহাবিশ্ব ক্রমশই অধিক দ্রুত তালে প্রসারিত হচ্ছে।যেন কোন কিছুর আকর্ষণের কারনে এগুলো বেশী দ্রুত প্রসারিত হচ্ছে।এটি এমন একটি বল যেটির প্রকৃত কারন আজও আমরা জানি না, বিজ্ঞানীরা তাই হন্নে হয়ে খুজে চলেছেন এই বিশেষ শক্তির উৎস।

বিজ্ঞানীদের মধ্যে অনেকে মনে করেন যে, মহাশূন্যের কিছু ফাকা জায়গার কিছু অজানা বৈশিষ্ট্য ই এর জন্য দায়ী।বিজ্ঞানীরা একে বলেছেন ডার্ক এনার্জি বা অন্ধকার শক্তি।মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান আরবর(ann arbor) বলেছেন,”আমরা আশা করছি যে আগামিতে সুপারনোভা ও গ্যালাক্সিগুলর উপর নিবির পর্যবেক্ষণে এ বিষয়ে আরও দরকারি উপাত্ত পাওয়া যাবে”।তবে ডার্ক এনার্জি কি এ বিষয়ে গবেষণা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
The physics of the universe, something which we have to learn bijnanakintu do not know why they are now hacchedarka the physics of energy in 1998 as an unresolved problem of astronomers found that the rhythm of the universe gradually expand more quickly anything haccheyena These are the ones that attract a force which is being expanded rapidly, we still do not know the cause, the scientists found out about this particular energy source, so hanne.
Many scientists think that some of the spaces of space for some unknown features of the one of the dark energy or dark saktimisigana dayibijnanira arabara University researcher Anne (ann arbor) said, "We are hopeful that agamite nibira on Supernova and gyalaksigulara This observation requires further data can be found in "The Dark energy, however, and continue to look at what the research is about.
No comments: