মাত্রা এবং স্রষ্টা || Levels and creator
পরিচিত পৃথিবীতে মাত্রা আমাদের একটি অতি পরিচিত শব্দ । কিন্তু মাত্রা ব্যাপারটা আমাদের অনেকের কাছেই দুর্বোধ্য । কোন প্রসঙ্গ কাঠামোয় যে কয়টি সূচক থাকলে কোন বস্তু কণার অবস্থান সঠিক ভাবে নির্ণয় করা যায় তাই ওই প্রসঙ্গ কাঠামোয় ঐ বস্তুটির মাত্রা । আমারা যে জগতে বিচরণ করি তা মূলত ত্রিমাত্রিক । অনেকে আবার সময়কে বিবেচনায় নিয়ে একে চতুর্মাত্রিক ও বলে থাকেন । এখন প্রশ্ন হচ্ছে ত্রিমাত্রিক ছাড়াও আরও উচ্চমাত্রার বস্তুজগত কি থাকা সম্ভব ? আর থাকলে তা কিরূপ হবে ? আমরা সেই জগতের মাত্রা গুলিকে কিরূপ দেখব ?
সরাসরি এর উত্তর দেয়া কঠিন । কিন্তু আমরা যদি নিম্ন মাত্রার বস্তু জগতকে পর্যবেক্ষণ করি তবে তা থেকে কিছুটা ধারণা পওয়া সম্ভব । যেমন একটি বস্তু রেখা যদি আঁকি তবে তা হবে একমাত্রিক । কারণ তার কেবল মাত্র দৈর্ঘ্যই রয়েছে । আবার বর্গ বা বৃত্ত বা যে কোন জ্যামিতিক আকৃতি বা ছবি হবে দ্বিমাত্রিক । যার দুটি মাত্রা দৈর্ঘ্য ও প্রস্থ । দুই অক্ষবিশিষ্ট কাঠামোয় এদের সংজ্ঞায়িত করা যায় । আমাদের আশেপাশের প্রায় সকল বস্তু ত্রিমাত্রিক । এদের তিনটি মাত্রা আছে, তা হল দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা । এভাবে আরও উচ্চমাত্রার ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ছাড়াও অন্য কোন রাশির মাধ্যমে বস্তুকে প্রকাশ করা যাবে এবং এরূপ কোনো উচ্চমাত্রার বস্তুজগত থাকা খুবই সম্ভব।
এখন দ্বিতীয় প্রশ্নে আসা যাক । এক্ষেত্রেও নিম্নতর মাত্রা আমাদের উচ্চতর মাত্রার উপলব্ধিতে সহায়ক । যেমন দ্বিমাত্রিক কোন প্রাণী বা সত্ত্বা ত্রিমাত্রিক জগৎকে কি ভাবে দেখবে ? নিচের ছবির দিকে লক্ষ করা যাক :-
ধরে নিই মি. পেন্টাগন একজন দ্বিমাত্রিক প্রাণী । তার শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ আছে । মি. সার্কেল ও তাই । এখন দুজন যখন দুজনকে দেখবে তখন কেবল মাত্র একটি রেখার মত দেখতে পাবে । কেননা তাদের দ্বিমাত্রিক তলে উচ্চতা বলে কিছু নেই । মি. সার্কেলের পুরোটা দেখতে হলে মি. পেন্টাগনকে মি. সার্কেলের চারদিকে পুরোটা ঘুরে আসতে হবে । কিন্তু মি. সার্কেলের ভেতরের চতুর্ভুজটা দেখতে পাবেনা । এখন মি. পেন্টাগন ও মি. সার্কেল ত্রিমাত্রিক প্রাণীকে কেমন দেখতে পাবে সে প্রসঙ্গে আসা যাক ।
ত্রিমাত্রিক কোন প্রাণির ক্ষেত্রে মি. পেন্টাগন আগের মতই কেবলমাত্র একটি রেখার মত বস্তু দেখতে পাবেন । কেননা তার দুই মাত্রার সীমিত জগতের সাথে ত্রিমাত্রিক জগতের ছেদ করা অংশটুকুই কেবল তার দৃষ্টি গোচর হবে। অর্থাৎ মি. কিউব এর যখন যে অংশটুকু মি. পেন্টাগনের দ্বিমাত্রিক জগতে থাকবে তখন সেটুকুই কেবল তিনি দেখবেন । মি. কিউব মি. পেন্টাগনকে কিরূপে দেখবেন সে প্রসঙ্গে বলি । মি. কিউব কিন্তু মি. পেন্টাগনের দৈর্ঘ্য ও প্রস্থ একই সাথে দেখতে পাবেন । এখন যেমন আমরা পাচ্ছি । আবার তিনি কিন্তু ত্রিমাত্রিক হওয়ায় মি. পেন্টাগনের ভিতরে থাকা বৃত্তটিকেও দেখতে পাবেন । তাকে পুরোটা দেখতে এমনকি ঘুরেও আসতে হবে না ।
এবার এই পর্যবেক্ষণ আমরা উচ্চতর মাত্রার প্রাণী ও বস্তুর সাথে আমাদের তুলনায় কাজে লাগাতে পারি।
মি.পেন্টাগনকে যেমন মি.সার্কলের পুরোটা দেখতে চারদিক ঘুরে আসতে হয় আমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু তাই । আবার মি. কিউব কিন্তু ঘুরে আসা ছাড়াই মি.পেন্টাগনের পুরোটা দেখতে পায় (এবং আমরাও)। একইভাবে উচ্চমাত্রার প্রাণীরাও কিন্তু মি কিউব এবং আমাদের চারদিক ঘুরে আসা ছাড়াই আমাদের পুরোটা দেখতে পাবে।
অর্থাৎ কোনো চতুর্থ বা পঞ্চম বা আরও উচ্চ মাত্রার প্রাণী আমাদের সামনের বা পেছনের উভয় দিক একই সাথে অনায়াসে দেখতে পাবে।
মি. পেন্টাগন মি. সার্কলের দেহরেখা দিয়ে ঘিরে থাকা অংশের ভিতরের চতুর্ভুজটি দেখতে পাননা । মি. কিউব এবং আমরা যা সহজেই দেখতে পাই। একইভাবে উচ্চতর মাত্রার প্রাণীরাও নিম্নতর মাত্রার প্রাণীদের ভেতরকার বস্তসমূহ দেখতে সক্ষম হবে সহজেই; ব্যবচ্ছেদ বা অন্য কিছুর প্রয়োজন ছাড়াই।
আবার মি. পেন্টাগন মি. কিউব এর দেহকে রেখার আদলে দেখেছিলেন । কেননা মি. কিউব এর যে অংশটুকু তার দ্বিমাত্রিক জগতে ছিল তিনি কেবল সেটুকুই দেখেছিলেন । তেমনিভাবে উচ্চতর প্রাণী বা বস্তুর যে অংশটুকু আমাদের ত্রিমাত্রিক জগতে থাকবে বা একে ছেদ করবে আমরা কেবল সে অংশটুকুই দেখতে পাবো । অর্থাৎ উচ্চতর মাত্রার প্রাণী যদি থেকেও থাকে, তবু আমরা কেবলমাত্র তার যে মাত্রাগুলো আমাদের সাথে মিলে যায় আমরা কেবল সেগুলোই সহজভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হব । ভিন্ন মাত্রার পর্যবেক্ষণ সরাসরি সম্ভব হবেনা ।
মাত্রা বিষয়ক এই পর্যবেক্ষণগুলো অনেকে স্রষ্টার অস্তিত্ব ও গুণাবলীর ব্যাখ্যায় ব্যাবহার করেন । কেমন করে স্রষ্টা একইসাথে সর্বত্র বিরাজ করেন , কেমন করে তিনি সর্বদ্রষ্টা হন - এই ব্যাপারগুলোর ব্যাখ্যা কিছুটা হলেও এখান থেকে পাওয়া যায় । যেখানে একটিমাত্র মাত্রা বেশি হওয়ার কারণে মি কিউব মি পেন্টাগনের চারদিক এবং ভেতরকার দিক পর্যন্ত দেখতে সক্ষম হয় সেখানে স্রষ্টা যদি অনেক উচ্চ মাত্রা জুড়ে অবস্থান করেন তবে তাঁর পক্ষে সর্বত্র বিরাজ করা , সর্বদ্রষ্টা হওয়া বেশ সঙ্গত কারণেই সম্ভব ।
Earth is a very familiar sound levels. But to many of us it's the mystical dimension. No context is one of the few indicators that there is no accurate way to determine the location of the material particles in the structure of the dimensions of the object. We believe that it is in fact a three-dimensional world roaming. Many consider one dimensional and time again say. The question now is more than just a high-dimensional material world can be what? And what if it happens? We'll see what the status of the levels?
Difficult to answer directly. But if we look at the world through the lower levels of the object it is possible to look up the idea. If you draw a line, as if the objects to be unidimensional. Because there is only length. The square or circle or any geometric shape or three-dimensional picture. The two dimensions of length and width. The two coaxial structure can be defined. Almost all the objects in three-dimensional surroundings. They have three levels, the length, width and height. Thus, even in case of high length, width and height of any other object can be expressed by the sum of the material world is quite possible and such a high level.
Let us now come to the second question. Again, the lower the level of appreciation for our high level of support. Entities such as the two-dimensional or three-dimensional world, do you see any animals? Let the bottom of the photo to: -
Mr. assume. The Pentagon is a two-dimensional creature. His only length and width. M. Circles, and so on. Now when they see the two of you will see only a line. For them, there is a two-dimensional surface height. M. To see all the circle, m. Mr Pentagon. Circle all around will come around. But Mr. Caturbhujata can see the inner circle. M now. Mr Pentagon. Three-dimensional creatures how to be able to see the circle come.
No animal in the m-dimensional. As before, the only thing you will see a line like the Pentagon. Because of its two-dimensional world to intersect with the limiting magnitude of the portion of his vision to perception. The m. When that part of the cubes m. The Pentagon is a two-dimensional world, but he will see the young. M. Mr. cubes. You'll see how he told Pentagon reporters. M. Mr. cubes. The Pentagon will see the same length and width. As we've seen. But again, he was three-dimensional m. Brttatikeo will remain inside the Pentagon. All of it will not even see him come back.
Now we look at the higher levels than we can apply to animals and objects.
Mipentaganake such misarkalera see all around us is to come, but not so in the case. Mr. again. But to come back to see all of the cubes without mipentaganera (and we did). Cm cubes and higher animals alike, but all of us will see us without having to look around.
That is the fourth or fifth or more of any of the front or the back of higher animals can see in both directions at the same time effortlessly.
M. Mr Pentagon. Surrounding the outline of the inner circle receives a quad view. M. We see the cubes and easily. Similarly, higher levels of magnitude lower animals, the animals will be able to see the inner bastasamuha easily; Without the need for amputation or something else.
Mr. again. Mr Pentagon. Saw the body in the form of a line of cubes. The m. That was part of his two-dimensional world of cubes, he saw only the young. As part of our three-dimensional world of the higher animals or objects that might intersect or one that we see only the portion. Even if the higher levels of the animals, but we only matches in the levels that we will be able to watch only what simply. Different levels of direct observation is not possible.
The level and quality of life of the creator of many of these studies were used to interpret. How does the Creator exists everywhere at the same time, he sees how the - to some extent explain this phenomena is available from here. M due to higher levels where only the four corners of the cube m and the inner side of the Pentagon was able to see much higher levels of the Creator, then the US will be there for him everywhere, sees that as a good reason.
No comments: