Breaking News
recent

দোস্ত তুই আসলেই একটা টিউবলাইট! || Dost thou really a stripelighting!



যখন টিউবলাইটটি অন করা হয়,টিউবলাইটের দুইপ্রান্তের সার্কিটের ফিলামেন্ট দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। ফলশ্রুতিতে টিউবের দুইপ্রান্তে যথেষ্ট ভোল্টেজ জমা হয়,যার কারণে ইলেক্ট্রন ফিলামেন্ট থেকে গ্যাসে পরিবাহিত হয়ে টিউবের এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে যেতে পারে। এই সকল চার্জ কিছু তরল পারদ কে বাষ্পে পরিণত করে। ইলেক্ট্রন এবং চার্জিত গ্যাসের প্রবাহ যখন টিউবের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে চলতে থাকে, তখন তারা বাষ্পীয় পারদের সাথে সংঘর্ষের মুখোমুখি হয়। এই সংঘর্ষ অণুগুলোর অভ্যন্তরের ইলেক্ট্রনগুলো উত্তেজিত হয়ে নিজ কক্ষপথ ছেড়ে উপরের কক্ষপথে চলে যায়। পরবর্তিতে ইলেক্ট্রনগুলো যখন পূর্বের কক্ষপথে ফেরত আসে তখন তারা এই শক্তি আলোক ফোটন হিসাবে ত্যাগ করে। এই ফোটনগুলোর তরঙ্গ দৈর্ঘ্য অণুর নির্দিষ্ট ইলেক্ট্রন বিন্যাসের উপর নির্ভর করে,পারদের ইলেক্ট্রন গুলো এভাবে বিন্যস্ত থাকে যে ত্যাগকৃত ফোটনের বেশিরভাগই অতিবেগুনি আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের হয়। আমাদের চোখ এই ধরণের আলোক রশ্মি দেখতে পাররে না তাই একে দৃশ্যমান আলোতে পরিণত করতে হয়। টিউবলাইটের ফসফরাসের প্রলেপ এই কাজটি করে থাকে। ফসফরাসের প্রলেপে পারদ-নিষ্ক্রিত ফোটন আঘাত করলে ফসফরাস অণুর ইলেক্ট্রন গুলো উত্তেজিত হয়ে নিজ কক্ষপথ ছেড়ে উপরস্থ কক্ষপথে চলে যায়,যখন তারা স্থিতিশীল হয়ে পূর্বের কক্ষপথে ফেরত আসে তখন তারা কিছু শক্তি আলোকরশ্মি হিসাবে ত্যাগ করে,যার তরঙ্গ দৈর্ঘ্য পারদ-নিষ্ক্রিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম কারণ কিছু শক্তি তাপ হিসাবে নিষ্ক্রিত হয়। সাধারণত এই আলোর রঙ হয় সাদা,তবে উৎপাদনের সময় ভিন্ন ফসফরাসের বিন্যাস ব্যবহার করে অন্য যেকোন রঙের আলো তৈরি সম্ভব।

এইতো গেল টিউবলাইটের আলোর রহস্য,এখন আসা যাক এই আলো কিভাবে তৈরি হয় সেই রহস্য উদঘাটনে। আমরা জানি ,ইলেক্ট্রন সবসময় নেগেটিভ চার্জিত প্রান্ত থেকে পজিটিভ চার্জিত প্রান্তে প্রবাহিত হয়,তাই যখন ই লাইটটি আমরা জ্বালাবো প্রথম যে জিনিসটি আমাদের দরকার হবে তা হল প্রচুর মুক্ত ইলেকট্রন। সাধারণত আমরা যে টিউবলাইট দেখে থাকি তাতে বিশেষ একধরণের স্টার্টার সুইচ ব্যবহার করা হয়,যার connections নিচের ছবিতে দেখান হল।





যখন টিউবলাইটটি জ্বালানো হয় তখন বিদ্যুৎ ইলেক্ট্রোড হয়ে ফিলামেন্টগুলোকে উত্তপ্ত করে,যার ফলে ইলেক্ট্রন মুক্ত হয়ে গ্যাসকে আয়োনিত করে। ঠিক এই সময়েই স্টার্টার এর ভিতরেও একধরণের বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি হয়। স্টার্টার সুইচ একধরনের ফাপা বাল্ব যার ভিতরে নিয়ন বা অন্য কোন গ্যাস থাকে। এর উপরে দুই প্রান্তে দুটি ইলেক্ট্রোড থাকে। এই ইলেক্ট্রোড গুলোর একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি হয়ে ইলেক্ট্রন প্রবাহিত হবার চেষ্টা করে। ইলেক্ট্রোডগুলোর একটি বিশেষধরণের সংকর ধাতুর তৈরি হয় যা অতিরিক্ত তাপে বাঁকা হয়ে অপর ইলক্ট্রোডকে স্পর্শ করে,যার ফলে বিদ্যুৎ টিউবের ফিলামেন্টের ভিতর দিয়ে না গিয়ে স্টার্টার এর কম রোধযুক্ত সর্ট সার্কিট দিয়ে চলে যায়। আবার ঠান্ডা হয়ে গেলে ইলেক্ট্রোড পূর্বের জায়গায় চলে যায়।





এখন টিউবের ভিতর পর্যাপ্ত মুক্ত ইলেকট্রন আছে,যা টিউবের ভিতর একধরনের তড়িৎ পরিবাহী মাধ্যম তৈরি করে। টিউবলাইটের ফিলামেন্টের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তা ব্যালাস্টের মধ্যে চুম্বকক্ষেত্র তৈরি করে,যা ফিলামেন্টের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে টিকে থাকে। যখন স্টার্টারের বর্তনি পূর্ণ হয়ে ফিলামেন্টে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তখন ব্যালাস্টের চুম্বকক্ষেত্রে বাধা পরে,যার ফলে তড়িতপ্রবাহ হঠাৎ বেড়ে যায়। এই তড়িত প্রবাহ পূর্বে বর্ণিত উপায়ে পারদবাষ্পকে আঘাত করে এবং পরবর্তিতে যা ফসফরাসের মাধ্যমে আলোকরশ্মি বিচ্ছুরিত করে। যখন স্টার্টার সুইচ নষ্ট হয়ে যায় তখন টিউবের ভেতরের গ্যাস কখনই সঠিকভাবে পরিবাহী মাধ্যম হয়ে উঠতে পারে না যার ফলে টিউবলাইট জ্বলতে এবং নিভতে থাকে।

এই বিশাল নোটটি পড়ে আমরা যাই শিখি না কেন,এটা মোটামুটি স্পষ্ট,সহজে কোন বন্ধুকে বলা যাবে না, "দোস্ত তুই আসলেই একটা টিউব-লাইট” :BOLORAM


On the stripelighting is, stripelighting duiprantera electricity flows through the filament circuit. As a result, the tube voltage is sufficient duiprante, which is due to the electron tube filaments, from one end to the other end of the gas can be transported. Some of these charges by vaporizing the liquid mercury. When the flow of gas and charged electron tube from one corner to the other side, they are confronted by a collision with mercury steam. The orbit of the electrons inside molecules are excited in this conflict goes to the top of the orbit. Later, when the orbit of the electrons come back as they left the energy of the photons of light. This photanagulora electron wave length depending on the setting of specific molecules, mercury is disposed in the electron leaving the majority of the photon wave length of ultraviolet light. Parare our eyes to see the light rays of visible light, so it turned out not to be. Stripelighting phosphorus coating to perform this task. When photons strike a phosphorus atom phosphorus pralepe mercury-commuted the excited electron in the orbit orbit goes on, they become stable orbit comes back to the power of the beam as they leave, the wave length is shorter than the length of the mercury-commuted the photon wave Some of the energy is commuted. The color of the light is usually white, but during the production of phosphorus in different formats made possible by using any of the other colors of light.

And there stripelighting mystery of light, now let's come to the light are made to unearth the mystery. As we all know, is always negative charged electrons flow from the edge of the edge of the positive charged, so when the lights first thing we need to do is what we jbalabo plenty of free electrons. We have seen that it is a special kind of stripelighting starter switch is used, the film is to show the connections.





Stripelighting lit when the power electrodes philamentaguloke the heat, allowing the free electron gas is ionised. This time just inside the jigsaw starter is electric spark. Starter switch, or any other kind of neon gas inside the hollow bulb. If the two ends of the two electrodes. Electrical spark from one corner to the other end of the electrodes of the electron flow try. Which are made of a metal alloy ilektrodagulora bisesadharanera ilaktrodake extra heat by touching the curved, not through the power tube filaments less rodhayukta short circuit of the starter goes through. When the electrodes are cooled again to the place.





Now enough free electrons inside the tube, the inside of the tube, which creates a kind of electrical conductive medium. When electricity flows through the filament stripelighting byalastera creates the magnet, which is sustained through the filament uninterrupted flow of electricity. Bartani the filaments of the starter when current is closed after byalastera cumbakaksetre barrier, causing a sudden increase in taritaprabaha. The electrical flow as described earlier and later hit paradabaspake phosphorus, which is dispersed through the beam. When the starter switch is broken, the gas inside the tube, which can not be met through the conductive and nibhate stripelighting is burning.

This is the note that we do not learn to go, it's fairly obvious, can not easily tell a friend, 

No comments:

Powered by Blogger.