Cool Cool শিলাবৃষ্টি !! || Hail Cool Cool !!
ঘরে বসে শিলাবৃষ্টি দেখা অনেকের কাছেই অনেক মজার মনে হয় তাই না ?? আমার ও মনে হতো। কিন্তু গত বছর একবার বাস এ করে বাড়ি ফেরার সময় শিলা বৃষ্টির পাল্লায় পরে বেশ ঘাবড়ে গিয়েছিলাম। মজার আর অদ্ভুত হলেও শিলাবৃষ্টি বেশ ভয়ঙ্করও বটে । শিলা বৃষ্টি নিয়ে আজ তাই কিছু তথ্য নিয়ে এই লেখাঃ
গড়ে একটা শিলার ব্যস হয় ৫ থেকে ১৫০ মিলিমিটার এর মধ্যে ।
শিলাবৃষ্টি কে ইংরেজি তে বলা হয় 'Hail storm', যদিও এটাকে ঠিক ঝড় বলা যায় না, এটা আসলে বজ্র- বৃষ্টির মত বড় কোনো ঝড়ের পার্শ্বপ্রতিক্রিয়া । আসলে, শিলাবৃষ্টি তৈরী-ই হয় ঝড়ের মেঘ থেকে।
শিলাবৃষ্টি যে মেঘ থেকে তৈরী হয় তাকে বলে 'Cumulonimbus clouds'
যুক্তরাজ্যের কলোরেডোতে এর বাসিন্দারা রীতিমতো শিলাবৃষ্টির একটা ঋতুই পায়, যাকে 'Hail storm season' বলে, যা প্রায় মার্চ থেকে অক্টোবর পর্যন্ত স্থায়ী হয় !!
সাধারণত শিলাবৃষ্টির স্থায়িত্ব ১৫ মিনিটের বেশি হয় না। এর থেকে বেশি সময় ধরে শিলাবৃষ্টি হওয়ার রেকর্ড খুব-ই কম ।
পুরো পৃথিবীর আবহাওয়া অধিদপ্তর গুলোর সুত্রে, কোনো শিলার ব্যস যদি ন্যুনতম ৩/৪ ইঞ্চি না হয়, তাহলে শিলাবৃষ্টিতে ক্ষতির সম্ভাবনা থাকে না।
শীতপ্রধান দেশগুলোর তুলনায় পার্বত্য অঞ্চল গুলোতে শিলাবৃষ্টি বেশি হয় ।
এই তো গেল শিলাবৃষ্টি নিয়ে বিভিন্ন তথ্য, কিন্তু এই যে আকাশ থেকে বরফের টুকরো পড়ে, এটা কিভাবে সম্ভব হয়? স্বভাবতই সবার মনে এ প্রশ্ন জাগে।
শিলাবৃষ্টি আসলে কিভাবে হয় ?! শিলাই বা কিভাবে সৃষ্টি হয় ?
শিলা কিভাবে সৃষ্টি হয়?
ঝড়ো আর সংকটপূর্ণ আবহাওয়াতে যখন শক্তিশালী বায়ুপ্রবাহ উপরের দিকে উঠতে থাকে, তখন শিলা তৈরী হয়। যখন ' convective cell ' [*এ সম্পর্কে নিচে পাদটীকায় দেয়া আছে] তৈরী হয়, তখন উষ্ণ বায়ু উপরের দিকে উঠতে থাকে, আর শীতল বায়ু নিচের দিকে নামতে থাকে। যখন সেখানে পর্যাপ্ত পরিমাণ খুব শীতল পানির উৎস পাওয়া যায়, তখন মেঘে বরফ জমতে থাকে ঐ শীতল পানির দানা আর শীতল বায়ুর সংমিশ্রণে ।
উর্ধ্বমুখী বায়ু এমন একটা অবস্থানে পৌছায় যেখানে তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়, অর্থাৎ যেখানে পানি বরফ হতে শুরু করে। এক পর্যায়ে ঊর্ধ্বমুখী বায়ুতে সৃষ্ট বরফ খণ্ডগুলো ঐ বায়ুর প্রবাহ থেকে ছুটে গিয়ে নিচের দিকে পড়তে থাকে। এই ঊর্ধ্বমুখী বায়ুর উপরে উঠে যাওয়ার পরে বরফ কণা সৃষ্টি হয়ে নিম্নগামী হওয়ার প্রক্রিয়া পুনঃ পুনঃ চলতে থাকে এবং বরফ কণার উপর বার বার আস্তরণ জমা হয়ে তা বরফ খণ্ডের আকার নেয়। এই ঊর্ধ্বমুখী বাতাসের কিন্তু বেশ ভালোই গতি থাকতে হয়, কিছু কিছু ক্ষেত্রে এই গতি ৬০ মাইল/ঘন্টা ও হতে পারে।
মজার ব্যাপার হল, আমরা যদি একটা শিলা খন্ড-কে অর্ধেক করে কেটে নিতে পারি, তাহলে এর ভেতরকার কেন্দ্রিভূত স্তরগুলো আমাদের কাছে দৃশ্যমান হয়ে উঠবে । যখন শিলা ঊর্ধ্বাকাশ থেকে পতিত হতে থাকে, তখন এটি পতনশীল অবস্থায় কিছুটা গলে যায়, আর এমন তাপমাত্রায় এটা গলে যার কারণে এটা আবার ঊর্ধ্বমুখী বায়ুর সাথে উপরে উঠে যায়। সুতরাং ,এর থেকেই বোঝা যায় যে খুব বড় আকারের শিলাখন্ড আসলে অনেক বারের পুনঃ প্রক্রিয়ার ফসল।
এই শিলাখন্ড গুলো বৃষ্টির পানির কণা বা মেঘ কে আশ্রয় করে এবং যখন এগুলো ক্রমশ ভারি হয়ে উঠে এবং ঊর্ধ্বগামী বায়ু আর এতটা ভারি কণা বহন করতে পারে না,তখন শিলাখন্ড বৃষ্টির সাথে ভূমিতে পতিত হতে থাকে। যাকে আমরা শিলাবৃষ্টি হিসেবে দেখতে পাই।
Hail is home to many is not so much fun ?? And I would think. But in the past year, once the home at the time of the hailstorm was a little insecure manner. Funny and weird, but hail is quite terrors. Some of the information on this rock of rain lekhah
That is an average of 5 to 150 millimeters in a rock.
Hail on the English called 'Hail storm', although it is not exactly storm, it's actually a big rain storm side bajra. In fact, we are ready to hail from a storm cloud.
Hail is formed from the cloud to the 'Cumulonimbus clouds'
Residents of Colorado Seasons UK gets a great hail, that 'Hail storm season', which tells about the March and lasts until October !!
Hail is usually not more than 15 minutes stability. Hail was recorded over a period of very low-E.
In terms of the Department of the Earth's climate, that's a minimum of 3/4 inch is not a rock, then you are not likely to hail damage.
In the hail is higher than in countries in the temperate highlands.
This could hail a variety of information, but pieces of ice fall from the sky, how it is possible? Naturally, the question on everyone's mind.
Hail actually is! Silai or the creation?
How is the rock?
When the strong winds and stormy weather tight at the top is up, the rock is made. When the 'convective cell' [* The footnotes are given below] was made, the warm air rises to the top, and down at the bottom of the cooler air. When there is an adequate amount of cooling water, the cooling water in the clouds of snow accumulate a mixture of grains and cool air.
Where the temperature reaches a position upward air goes down to zero, ie, where the water began to snow. At one point, the ice pieces up in the air caused the air flow is read at the bottom of the run. After rising air above the snow and ice continues to frequent the process of declining the particles are deposited on the bars of the iceberg the size of the overlay. This is to speed up very well in the wind, in some cases, the speed of 60 miles / hour and can be.
The funny thing is, if we can cut by half to a rock in pieces, then centered within the layers become visible to us. When the rock is falling from urdhbakasa, while falling slightly when it is poured, and poured it on the temperature, causing it to air then rises up again. So, in fact implies that too much time to recreate the process of large-scale crop silakhanda.
This silakhanda the rain water and shelter cloud particles or when they became increasingly heavy and going up in the air, and so can not carry heavy particles, the silakhanda rain began to fall to the ground. We see that as hail.
No comments: