Breaking News
recent

মরু অঞ্চলে দিনে তীব্র গরম আর রাতে তীব্র শীত অনুভূত হয় কেন ?? || Felt the intense heat and the bitter cold of the night in the wilderness, which is why ??



দিনের বেলায় সূর্য তাপ বিকিরণ করে,আর পৃথিবী সে তাপ শোষণ করে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হয় । ভূ-পৃষ্ঠ যত বেশী উত্তপ্ত হবে তত বেশী গরম অনুভূত হবে, আর ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে যত বেশী শীতল হবে তত শীত অনুভূত হবে ।



বিকিরণ : যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িত চৌম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে । আমরা সূর্য থেকে তাপ পাই । পৃথিবী ও সূর্যের মধ্যে কয়েকশ কিলোমিটার বায়ুমন্ডল ব্যতীত আর কোন জড় মাধ্যম নেই । সূর্য থেকে তাপ চৌম্বক তরঙ্গের আকারে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে ।


মরু অঞ্চলের বায়ু শুষ্ক থাকে । এই শুষ্ক বায়ু বিকিরণের জন্য স্বচ্ছ পদার্থ হিসেবে কাজ করে অর্থাৎ শুষ্ক বায়ুর মধ্য দিয়ে তাপ সহজে বিকিরিত হতে পারে ।

মরু অঞ্চলের দিনের বেলায় শুষ্ক বায়ুর মধ্য দিয়ে সূর্য থেকে বিকীর্ণ তাপ সহজেই ভূ-পৃষ্ঠে পৌঁছায় এবং ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হয় । তাই মরু মরু অঞ্চলে দিনে তীব্র গরম অনুভূত হয় ।

আবার রাতের বেলায় ভূ-পৃষ্ঠ তাপ বিকিরন করে । মরু অঞ্চলের শুষ্ক বায়ুর মধ্য দিয়ে এই বিকীর্ণ তাপ সহজেই বায়ুমন্ডল ভেদ করে চলে যায় এবং ভূ-পৃষ্ঠ শীতল হয় । এই জন্য রাতে তীব্র শীত অনুভূত হয় ।


During the day, the heat radiation of the sun, the earth absorbs the heat of the earth's surface is heated. As will be hotter than the surface of the earth, the more heat will be felt, and the heat radiation of the earth's surface will cool as the ones in the winter will be felt.



Radiation: electro-magnetic waves in a manner that without the help of the material in the form of heat from warm objects to cooler objects radiation was performed. We get heat from the sun. Hundreds of kilometers in the atmosphere of the Earth and the sun, but there is no inert medium. The heat from the sun to the Earth's radiation comes in the form of magnetic waves.


If the dry desert air. This dry air acts as a transparent material for the radiation of heat through the dry air can easily be emitted.

During the day the dry desert air through radiant heat from the sun can easily reach the surface, and the surface is heated. So the intense desert heat is felt in the wilderness.

During the night the heat radiation of the earth's surface. Arid desert heat can easily diffuse through the air goes through the atmosphere and the surface is cool. This is felt the bitter cold at night.

No comments:

Powered by Blogger.