অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক কি? || Speaker amplifier or what?
অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক একটি ইলেকট্রনিক যন্ত্র যা এর অন্তর্গামীতে (ইনপুট) প্রদত্ত কোন সংকেত বা সিগনালকে বিবর্ধিত করে বহির্গামীতে (আউটপুট) প্রেরণ করে। বিবর্ধক এর অন্তর্গামীতে প্রদত্ত সংকেতের আকার বা আকৃতির কোনরূপ পরিবর্তন ঘটায় না, শুধু এর ক্ষমতা বাড়ায়।
মাঝে মাঝে প্রশ্ন জাগেযে এইযে ক্ষমতা বৃদ্ধি করে বাড়তি শক্তি কোথায় পায় অ্যাম্পলিফায়ার । যেহেতু শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে শক্তি অবিনশ্বর, তাই কোন সংকেতের ক্ষমতাকে বিবর্ধিত করতে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়। বিবর্ধক তার পাওয়ার সাপ্লাই বা শক্তি সরবরাহকের মাধ্যমে শক্তি গ্রহণ করে এবং সেই শক্তি ব্যবহার করে বহির্গামী সংকেতের ক্ষমতা বাড়িয়ে তোলে। এখানে মূলত উচ্চ তড়িৎ বিভব পার্থক্য সৃষ্টি করা হয় যেটি কোন সংকেতকে বিবর্ধিত করে ।
আমাদের অতি পরিচিত হেডফোন, সাউন্ডবক্স, মাইক এগুলো সবই বিবর্ধকের উদাহরণ । এর বাইরে আমরা যে বেতার তরঙ্গ কিংবা টেলিভিশন,মোবাইলে কথা বলা ইত্যাদি সব ক্ষেত্রে বিবর্ধকের ব্যবহার প্রশ্নাতিত ।
Antargamite of an electronic device or a speaker amplifier (input) has given no signal or if the signal is magnified bahirgamite (output) is sent. Antargamite of magnifying the signal does not change the size or shape of the breast, only enhances the capabilities of.
Sometimes the question jageye where excess energy is channeled to increase the capacity of the amplifier. Toryism of the indestructible energy policy, so there is no need to magnify the power of the signal power is to be supplied from outside. Through the magnifying power of the power supply or power provider and using the power of the outgoing signal that reinforces the power. Here are the high electric potential difference is magnified for any signals.
Our well-known headphones, saundabaksa, Mike are all examples of magnifying. We are out of that radio waves or television, talking on the phone, etc. In all cases, the use of magnifying beyond question.
No comments: