পাঁচ মিনিটেই অর্ধেক চার্জ হবে ব্যাটারি || Five minutes will be charged at half the battery
Do not have a smartphone battery charge for many users is a huge embarrassment. But the Chinese company, Huawei smartphone manufacturers seem to have found the solution too. Hour after hour call charges may soon be released to coincide with the trouble this time.
স্মার্টফোনের ব্যাটারিতে চার্জ না থাকাটা অনেক ব্যবহারকারীদের জন্য এক বিশাল বিড়ম্বনার ব্যাপার। কিন্তু স্মার্টফোন প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে মনে হচ্ছে তারও সমাধান পেয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা ফোন চার্জে দিয়ে রাখার ঝামেলা থেকে অচিরেই হয়তো মুক্তি মিলবে এবার।
Tekaradarera technical website reports, Huawei is one of the special battery with great speed 10 times faster than the smartphone will be able to charge the battery. Chinese tech giant battery 56 th conference held in Japan this fancy battery display.
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ের তৈরি এক বিশেষ ব্যাটারি রীতিমতো ১০ গুণ দ্রুত গতিতে স্মার্টফোনের ব্যাটারি চার্জ করতে পারবে। জাপানে অনুষ্ঠিত ৫৬তম ব্যাটারি সম্মেলনে চাইনিজ টেক জায়ান্ট তাদের এই অভিনব ব্যাটারি প্রদর্শন করে।
According to Huawei, a 600 mAh battery is 68% charged, will be completed in minutes. The 3000 mAh battery is 48% charged, such as longevity, will be completed in just 5 minutes! Be conceived?
হুয়াওয়ে বলছে, একটি ৬০০ এমএএইচের ব্যাটারি ২ মিনিটে ৬৮% চার্জ সম্পন্ন হবে। অন্যদিকে ৩০০০ এমএএইচ এর মতো দীর্ঘায়ু ব্যাটারির ৪৮% চার্জ সম্পন্ন হবে মাত্র ৫ মিনিটে! ভাবা যায়?
It is quite complicated to prepare the institution for manufacturers to use technology. But the best thing was very quick to charge, charge density, there is no chance of getting. On the other hand, the battery can be quickly lost in the dharanatio absolutely unfounded, they said.
এটি প্রস্তুত করতে বেশ জটিল প্রযুক্তি ব্যবহার করতে হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানকে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে খুব দ্রুততার সাথে চার্জ হলেও চার্জের ঘনত্ব হ্রাস পাবার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ‘ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে’ এ ধারণাটিও একেবারে অমূলক বলে জানিয়েছে তারা।
Huawei said in a statement on behalf of the "Quick-charging our battery technology in this step may be the beginning of a new revolution. Especially mobile phones, electric vehicles, electric devices, such as in wearable devices and mobile power bank. "
হুয়াওয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমাদের এই পদক্ষেপ ব্যাটারির কুইক চার্জিং প্রযুক্তিতে একটি নতুন বিপ্লবের সূচনা করতে পারে। বিশেষত মোবাইল ফোন, ইলেকট্রিক যানবাহন, পরিধানযোগ্য ডিভাইস এবং মোবাইল পাওয়ার ব্যাংকের মতো ইলেকট্রিক ডিভাইসগুলোর ক্ষেত্রে।’
More has been said, "soon we drink a cup of coffee that takes full charge of the battery in the stands while I can."
আরো বলা হয়েছে, ‘শিগগিরই আমরা এক কাপ কফি খেতে যে সময় লাগে, ওই টুকু সময়ের মধ্যে ব্যাটারি ফুল চার্জ দিয়ে শেষ করতে পারব।’
But how much will this really the direction of Huawei, will tell. If they succeed, however, charge a lot less to worry about.
তবে আসলেই এই দিক থেকে হুয়াওয়ে কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে তারা সফল হলে চার্জ সংক্রান্ত দুশ্চিন্তা কমবে অনেকটাই।
স্মার্টফোনের ব্যাটারিতে চার্জ না থাকাটা অনেক ব্যবহারকারীদের জন্য এক বিশাল বিড়ম্বনার ব্যাপার। কিন্তু স্মার্টফোন প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে মনে হচ্ছে তারও সমাধান পেয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা ফোন চার্জে দিয়ে রাখার ঝামেলা থেকে অচিরেই হয়তো মুক্তি মিলবে এবার।
Tekaradarera technical website reports, Huawei is one of the special battery with great speed 10 times faster than the smartphone will be able to charge the battery. Chinese tech giant battery 56 th conference held in Japan this fancy battery display.
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ের তৈরি এক বিশেষ ব্যাটারি রীতিমতো ১০ গুণ দ্রুত গতিতে স্মার্টফোনের ব্যাটারি চার্জ করতে পারবে। জাপানে অনুষ্ঠিত ৫৬তম ব্যাটারি সম্মেলনে চাইনিজ টেক জায়ান্ট তাদের এই অভিনব ব্যাটারি প্রদর্শন করে।
According to Huawei, a 600 mAh battery is 68% charged, will be completed in minutes. The 3000 mAh battery is 48% charged, such as longevity, will be completed in just 5 minutes! Be conceived?
হুয়াওয়ে বলছে, একটি ৬০০ এমএএইচের ব্যাটারি ২ মিনিটে ৬৮% চার্জ সম্পন্ন হবে। অন্যদিকে ৩০০০ এমএএইচ এর মতো দীর্ঘায়ু ব্যাটারির ৪৮% চার্জ সম্পন্ন হবে মাত্র ৫ মিনিটে! ভাবা যায়?
It is quite complicated to prepare the institution for manufacturers to use technology. But the best thing was very quick to charge, charge density, there is no chance of getting. On the other hand, the battery can be quickly lost in the dharanatio absolutely unfounded, they said.
এটি প্রস্তুত করতে বেশ জটিল প্রযুক্তি ব্যবহার করতে হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানকে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে খুব দ্রুততার সাথে চার্জ হলেও চার্জের ঘনত্ব হ্রাস পাবার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ‘ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে’ এ ধারণাটিও একেবারে অমূলক বলে জানিয়েছে তারা।
Huawei said in a statement on behalf of the "Quick-charging our battery technology in this step may be the beginning of a new revolution. Especially mobile phones, electric vehicles, electric devices, such as in wearable devices and mobile power bank. "
হুয়াওয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমাদের এই পদক্ষেপ ব্যাটারির কুইক চার্জিং প্রযুক্তিতে একটি নতুন বিপ্লবের সূচনা করতে পারে। বিশেষত মোবাইল ফোন, ইলেকট্রিক যানবাহন, পরিধানযোগ্য ডিভাইস এবং মোবাইল পাওয়ার ব্যাংকের মতো ইলেকট্রিক ডিভাইসগুলোর ক্ষেত্রে।’
More has been said, "soon we drink a cup of coffee that takes full charge of the battery in the stands while I can."
আরো বলা হয়েছে, ‘শিগগিরই আমরা এক কাপ কফি খেতে যে সময় লাগে, ওই টুকু সময়ের মধ্যে ব্যাটারি ফুল চার্জ দিয়ে শেষ করতে পারব।’
But how much will this really the direction of Huawei, will tell. If they succeed, however, charge a lot less to worry about.
তবে আসলেই এই দিক থেকে হুয়াওয়ে কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে তারা সফল হলে চার্জ সংক্রান্ত দুশ্চিন্তা কমবে অনেকটাই।
No comments: