মজার এবং অদ্ভুদ কিছু তথ্য || Funny and strange information
১। গোসলে অনীহা : অনেকের গোসলে তীব্র অনীহা, তবে তাদের কারও পক্ষেই লন্ডনের জেন লিউসনের রেকর্ড ভাঙ্গা সম্ভব নয়। ১৭০০ সালে জন্ম নেওয়া এই ভদ্রমহিলা বেঁচে ছিলেন ১১৬ বছর। সর্দি লাগার ভয়ে জীবনেও গোসল করেননি তিনি।
২। অদ্ভুত উইল : ফরাসী মাদার ডিলা ব্রেসের মতো খেয়ালী মহিলা খুব কমই আছে পৃথিবীতে। তিনি তার সমস্ত সম্পত্তি যেভাবে উইল করে গেছেন, আজও তেমনটি পারেনি কেউ। ডিলা ব্রেস তাঁর সম্পত্তি উইল করে যান কল্পিত তুষার মানবদের জামা-কাপড় কিনতে।
৩। দীর্ঘতম নাক : নাক উঁচু মানুষের অভাব নেই পৃথিবীতে। তবে তারা সবাই লজ্জ্বা পাবে ইয়র্কশায়রের টমাস এয়েডার্সের নাক দেখলে। ঝাড়া সাড়ে সাত ইঞ্চি লম্বা নাক ছিল ভদ্রলোকের।
৪। যেদেশে কোনদিন যুদ্ধ হয়নি : সুইজ্যারল্যান্ড একমাত্র দেশ যেখানে কোনদিন যুদ্ধ হয়নি। অথচ এ দেশে চার লাখ সেনার একটি বাহিনী আছে।
৫। সানডে মানডে.... : ইংল্যান্ডে সানডে ডেসাটঁ নামে এক লোক নিজের নামের সঙ্গে মিল রেখে তার ছয় সন্তানের নাম রাখেন মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে।
৬। সবচেয়ে ছোট স্কুল : পৃথিবীর সবচেয়ে ছোট স্কুলটি স্কটল্যান্ডের সোয়ে আইল্যান্ডে। ওই স্কুলে সাকুল্যে ছাত্রসংখ্যা মাত্র একজন।
৭। মানুষের কিডনি : মানুষের কিডনি ১০ লাখেরও বেশি খুদে নালি দিয়ে তৈরী। দুই কিডনির নালিগুলো জোড়া দিয়ে লম্বা করলে তা লম্বায় হবে ৪০ মাইল।
৮। নদী বিহীন দেশ : সৌদি আরবের আয়তন ২,১৪৯,৬৯০ কিলোমিটার হলেও আশ্চর্যের ব্যাপার দেশটিতে কোনো নদী নেই।
Let us assume that funny more information. It takes so much fun to read as well as interesting information about the fun :)
1. Shower apathy: many severe decline in the shower, but neither one of them is not possible to break the record in London, Jane liusanera. This lady was born in 1700, lived 116 years. He did not enter for fear of being cold bath.
II. Will odd French Dylan brace for Mother Earth, as there are very few disgruntled woman. He has bequeathed all his property, as, one could still happening. Dylan brace Jack Frost had bequeathed his property to buy clothes humans.
3. The longest nose: snobbish people in the world lack. However, they will be very dear eyedarsera Yorkshire Thomas saw the nose. Flick was seven and a half inches tall gentleman nose.
4. Yedese never did fight: suijyaralyanda the only country where war never did. There is a force of four hundred thousand troops in the country.
5. Sunday Monday .... England desatam Sunday, a man in harmony with his name, his six children, named Monday, tuyesade, oyedanesade, Thursday, Friday and Saturday.
6. The small school is a small school in the world Soe Islands of Scotland. The number of students in all schools, just one.
7. The kidney: the kidney of the 10 million small vessels. Long with two pairs of kidney naligulo the length of 40 miles.
8. Non River Country: Saudi Arabia 2149690 kilometers in size, but oddly enough, since there is no river.
No comments: