প্রেম আসলে কোথায় থাকে || Where is the love ?
আমরা অনেকেই এভাবে বলতে শুনেছি- "আমি তোমাকে হৃদয় দিয়ে ভালবাসি"।আর ভালবাসার চিহ্ন হিসেবে আমরা হৃদপিণ্ডের তিন কোণাকৃতি একটা চিহ্ন ♥ ব্যবহার করি।তার মানে আমরা সবাই মনে করি প্রেম থাকে হৃদয় বা হৃদপিণ্ডে।আজ আপনাদের আমি বলব প্রেম বা ভালবসা আসলে কোথায় থাকে।
অ্যামেরিকার স্নায়ুবিজ্ঞানি ব্রান্দন এরাজনা দীর্ঘদিন প্রেমাসক্তি নিয়ে গবেষণা চালিয়েছেন।এবং দীর্ঘদিন গবেষণা শেষে তিনি প্রেম সম্পর্কে বেশকিছু অভিনব তথ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছেন।এরাজনা দেখিয়েছেন , মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকুবেন্স নামক উপ- করটিকেল(Sub-cortical ) এলাকাটিতে অবস্থিত ডোপামিন নিউরোট্রান্সমিটার দ্বারা পরিচালিত স্নায়ুবিক সার্কিট সক্রিয় হলে প্রেমানুভুতির সৃষ্টি হয়।এই স্নায়ুবিক সার্কিটির নিয়মিত মস্তিষ্কের এই এলাকাটিকে নতুনভাবে বিন্নস্ত করে।এই নতুন বিন্যাস দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্কের সাথে জড়িত।মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকুবেন্স হচ্ছে সেই উপ- করটিকেল(Sub-cortical ) এলাকা যেটি কিনা প্রেষণা জনিত আচরণ ও কোন বিশেষ মানুষের প্রতি আসক্তি তৈরির সাথে জড়িত।আর এই আবিস্কার প্রেমানুভুতির বৈজ্ঞানিক গবেষণাকে আরও অনেক বেশী ত্বরান্বিত করবে বলে অনেক বিজ্ঞানী মন্তব্য করেছেন।তাহলে বুঝতেই পারছেন আপনি তাকে কি দিয়ে ভালবাসেন?ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না যেন?
We heard many people say it, "I love you with my heart" as a sign of love .and we use ♥ karitara a sign that the heart is the angle that we all love to think that I would love to have a heart or hrdapindeaja you are or where in fact bhalabasa .
American snayubijnani brandana erajana long premasakti caliyechenaebam long research study of some of the love he showed hayechenaerajana be able to discover new information, the brain called the nucleus ayakubensa sub karatikela (Subcortical) located in the area governed by the neurotransmitter dopamine activates neurological circuits of the premanubhutira As this area of the brain neurological regular sarkitira This new arrangement lasting love relationship with binnasta purposes ayakubensa jaritamastiskera the nucleus of the sub-karatikela (Sub-cortical), and in particular in the area, which caused the motivation of the people involved in addiction premanubhutira longer in the scientific research, many scientists say much more will accelerate karechenatahale comment on what you know you love him? Do not forget to Comment?
No comments: