Breaking News
recent

সেলফি প্রেমীদের জন্য সু-খবর; তৈরি হল সেলফি চামচ || Good news for lovers of selaphi; Spoon is made selaphi



সকালে কী দিয়ে নাশতা করেছেন সেটা আপনি জানেন। কিন্তু বাকিরা তো জানে না। অথবা এই যে সেদিন নতুন যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াদাওয়া করে এলেন, সেগুলোর ছবিও আপনার মনমতো হয়নি। কারণ খাবার খাওয়ার সময় তো ছবি তুলতে পারেননি!
এ ধরনের যাদের সেলফিপ্রীতি, তাদের জন্য সেলফি চামচ তৈরি করেছে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিন্নামন টোস্ট ক্রাঞ্চ এবং ম্যাককান এজেন্সি। সেলফি চামচের আইডিয়াটা অবশ্য খুবই সাধারণ। সেলফি স্টিকের সঙ্গে শুধু একটা চামচ জুড়ে দেওয়া হয়েছে।
বাদবাকি সেলফি স্টিক দিয়ে যেভাবে ছবি তোলা হয়, সব সে রকমই আছে। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, এটা বাকিরা সবাই খুব পছন্দ করবে।
তবে সেলফি চামচ হয়তো খুব বেশিদিন বাজারে পাওয়া যাবে না। কারণ সিন্নামন টোস্ট ক্রাঞ্চের পণ্যের সঙ্গেই এটি দেওয়া হচ্ছে এবং এই সুযোগ সীমিত সময়ের জন্য। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
আইওএস, অ্যানড্রয়েড বা উইন্ডোজ যে কোনো অপারেটিং সিস্টেমে চালিত ফোন দিয়েই ব্যবহার করা যাবে সেলফি চামচ।

What would have breakfast in the morning, you know it. But I do not know the rest. Or eat at a restaurant that was new that day, the images are not your dream gig. During the meal, I could not take pictures!
Selaphipriti such people, for they had made selaphi spoon toast kranca sinnamana food manufacturers and McKay agency. The idea, however, is common in selaphi spoon. Stick a fork just across selaphi said.
The rest of the picture is taken with selaphi stick, so all he does. Company says, it will be like the rest of them are.
However, the market can not be found selaphi spoon too long. This product is provided with the sinnamana krancera toast and for a limited time. Myasebala technology website reported.
IOS, Android or Windows operating system that can be powered by the phone selaphi spoon.

No comments:

Powered by Blogger.