Breaking News
recent

‘ওয়ান ল্যাপটপ ওয়ান ড্রিম আমরাই শুরু করেছি’ || "We've started One Laptop One Dream '



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য ওয়ান ল্যাপটপ ওয়ান ড্রিম আমরাই শুরু করেছিলাম। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল শিশুর স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে। আর এজন্য শিশু সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।’
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও-এ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিশু সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী জুনাইদ বলেন, “তোমরা শহর, গ্রাম ও মহল্লায় প্রতিবেশী দরিদ্র ও মেধাবীদের খুঁজে বের করবে। তোমরাই আসলে ভাল জান, কে অর্থনৈতিকভাবে কষ্টে আছে। কে মেধাবী অথচ একটি ল্যাপটপ নেই।”
আইসিটি ডিভিশন, এক্সিম ব্যাংক ও ‘হ্যালো’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিশু সাংবাদিকদের তথ্যপ্রযুক্তি প্রণোদনা’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে বিসিসি। অনুষ্ঠানে সারা দেশের ৭৯ জন শিশু সাংবাদিকদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পলক বলেন, “গত ছয় বছরে যতগুলো প্রতিশ্রুতি আমরা দিয়েছি, তার সবগুলো একে একে বাস্তবায়ন করছি। ভুল-ত্রুটি হলে আত্মসংশোধনের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং শিক্ষানীতি করাসহ সকল প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেছে।”
তিনি বলেন, সরকার সকলকে আধুনিক ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করছে। বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে ৩৩ কোটি বই পৌছে দেয়া সম্ভব হয়েছে। ২০০৮ সালের আগে খুব কম সংখ্যক প্রতিষ্ঠানেই কম্পিউটার ছিল। সরকার সাড়ে তিনশ’ স্কুলে কম্পিউটার ল্যাব করেছে। ২৫ হাজার স্কুলে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাস রুম গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এক্সিম ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক(ডিএমডি) খন্দকার রুমী এহসানুল হক, ‘হ্যালো’ নির্বাহী সম্পাদক মুজতবা হাকিম প্লেটো, বিডিনিউজ টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ খোকন প্রমুখ।

Information and Communication Technology Minister Junaid Ahmed Palak says, "One laptop for poor students, we started One Dream. For building digital Bangladesh to materialize the dream of every child. The journalists and the children will come forward. "
In the city on Sunday Agargaon Bangladesh Computer Council (BCC) said at a ceremony at the auditorium.
Children at the State Junaid said, "You towns, villages and the neighboring locality of the poor and the talent to find out. You know the good, who are suffering economically. There is a bright but a laptop. "
ICT Division, Exim Bank and 'hello' Ceramics in collaboration with the 'child reporters in building Digital Bangladesh ICT incentives' in the title of the event organized by the BCC. The journalists all over the country, 79 children were handed over to the laptop.
The moment he said, "all the promises we made in the last six years, and all have been implemented in each. If mistakes are going ahead with atmasansodhanera. Building digital Bangladesh government and education, including the implementation of all the promises. "
He said the government has all the modern and technical education. The first day, the students were able to reach the 33 million books. 008 before computers were very few institutions. At the three hundred schools have computer labs. 5 of 5 of the multimedia class room has been set up at the school.
Among others, rakhena Exim Bank Deputy General Manager (DMD) minister Ehsanul Haque Rumi, "Hello," the executive secretary Mujtaba Plato Hakim, said toyentiphorera news editor Ghazi Nasiruddin Ahmed kiddie others.

No comments:

Powered by Blogger.