Breaking News
recent

মাক্রোসফটের সদর দপ্তরে বোমা হামলার হুমকি || Makrosaphatera headquarters bomb threat



জার্মানির মিউনিখে মাক্রোসফটের সদর দপ্তরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির পর এর কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়েছে বলে স্থানী গণমাধ্যম জানিয়ে প্রযুক্তি দুনিয়ার অন্যতম সেরা এই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
এদিকে বোমা হামলার হুমকির পর অফিসটি ডগ স্কোয়াড ও বিশেষ নিরাপত্তা রক্ষীরা তল্লাশি করলেও কোনো বোমার ও বোমা জাতীয় বস্তুর অস্তিত্ব পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাক্রোসফটের অফিসে ১৮শত কর্মী দৈনিক কাজ করেন।


Makrosaphatera headquarters in Munich, Germany, has been a bomb threat. Local staff to safely remove the threat of the world's leading technology media, the authorities of this institution.
The bomb threat Dog Squad and special security forces raided the office, but the existence of any bombs and the bomb was found.
The makrosaphatera office staff of 18 who work daily.

No comments:

Powered by Blogger.