ফেইসবুককে আদালতের নির্দেশনা || Pheisabukake court
টেক ডেস্ক: ফেইসবুক চালু না থাকলেও ব্যবহারকারীরা কোন সাইটে ঢুঁ মারছেন, কতক্ষণ থাকছেন তা ব্রাউজারে থাকা 'কুকিজ' কাজে লাগিয়ে ঠিকই জানতে পারে ফেইসবুক। আর তাই ফেইসবুক বন্ধ থাকা অবস্থায় বেলজিয়ামের ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ না করতে ফেইসবুককে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
রায় প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে নির্দেশ অনুযায়ী কাজ না করলে প্রতিদিন ফেইসবুককে আড়াই লাখ পাউন্ড জরিমানা দিতে হবে।
এ বিষয়ে ফেইসবুকের একজন মুখপাত্র জানান, গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে ব্যবহারকারীদের স্বার্থেই তাদের অনলাইন কার্যক্রমের তথ্য বা 'কুকিজ' সংগ্রহ করছে ফেইসবুক।
এগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীরা কোন ডিভাইস ব্যবহার করেন তা নির্দিষ্ট করার মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। আর তাই রায়ের বিরুদ্ধে আপিল করবে ফেইসবুক কর্তৃপক্ষ।
Tech Desk: Facebook users on the site should be a butting flogging, how long they stay on the browsers 'cookies' utilized Facebook to find out the truth. The Belgian Internet users' online activity while off Facebook to make data collection pheisabukake a court has ordered the country.
If we do not act in accordance with the judgment within 48 hours pheisabukake day and a half million pounds to pay a fine.
In this regard, a spokesman for Facebook, over the past five years, the interest of the users of their online data or 'cookies' to collect facebook.
Users can utilize the use of any device that is specific to the security of the account. And so it will appeal against the verdict on facebook authorities.

No comments: