Breaking News
recent

ওয়াইফাই'র স্পিড বাড়ান অভিনব পদ্ধতিতে || Increase speed fancy Wi Fi



অন্তর্জাল ছড়িয়ে রয়েছে আপনার চারপাশ। হাতে স্মার্টফোন। আর জগতটাও হাতের মুঠোয়। তবে সবসময় এতটা সহজ হয়ে ওঠে না। মাঝে মাঝে ইন্টারনেট এতই স্লো থাকে যে আপনি অন্তর্জালে শরীর এলিয়ে দিব্যি একটা ভাত ঘুম দিয়ে দিতে পারেন।
তারপরও সেই একই সমস্যা। নেটওয়ার্ক নেই। ভাবলেন ওয়াইফাই রাউটারের সমস্যা। ফের টাকা খরচ করে নতুন রাউটার নিলেন। এতে সমস্যা কমবে কিনা জানা নেই তবে, নেটওয়ার্ক বাড়াতে আপনাকে একটা ঘরোয়া টিপস দেওয়া যেতে পারে। চেষ্টা করে দেখতে পারে। টাওয়ার 'টং' হলেও হতে পারে।
একটু বাড়তি টাকা খরচ করে কিনে ফেলুন বিয়ার ক্যান। বিয়ার অন্য পাত্রে ঢেলে রাখুন। তারপর খালি ক্যানকে আড়াআড়ি কেটে ফেলুন। এই নরম অ্যালুমিনিয়ামের খোলস দিয়ে একদিকে ঢেকে রাখুন আর কী রাউটারের অ্যান্টেনাকে। অ্যালুমিনিয়াম পাত্রটি রিফ্লেক্টরের কাজ করবে। এতে টাওয়ার ভাল থাকবে। ইন্টারনেটের স্পিডও ভাল পাবেন।

Antarjala spread around you. Smartphone in hand. The world hands. However, it becomes so much easier. Sometimes the internet is so slow that you can antarjale body reclining comfortably with a Nap.
But the same problem. Network. WiFi router problem itself. Spending money again took a new router. I do not know whether to reduce the problem, however, is an informal network of the tips can be given to increase. Can only try. Tower 'Tong', but it could be.
Remove a little extra money to buy cans of beer. Put the pot and pour the beer. Empty kyanake then cut diagonally. This soft cover, and what side of the router ayantenake with aluminum fell. Riphlektarera aluminum container will work. The tower will be good. Internet speed is good.

No comments:

Powered by Blogger.