Breaking News
recent

মোবাইল ব্যবহারে সতর্ক থাকুন || Be careful use of mobile phones



নিউজ ডেস্ক: মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আধুনিক ব্যস্ততম জীবনে মোবাইল ফোন ছাড়া একটি দিনও ভাবা যায় না। কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারেই সৃষ্টি হতে পারে কিছু সমস্যার। ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের ত্বক। তাই সেসব সমস্যা সমাধানে সতর্ক থাকতে হবে নিজেকেই।

যারা দীর্ঘসময় রাত জেগে ফোন ব্যবহার করেন যার জন্য আপনার চোখের চারপাশে দেখা দেয় ডার্কসার্কেল। আপনি যদি রাতে ঠিক মতো না ঘুমান তার প্রভাব চেহারায় পরে ও ত্বক দেখায় নিষ্প্রাণ এবং চোখের চারপাশ ফুলে যায়। তাই রাতে সঠিক সময়ে ঘুমাতে যান এবং ফোন বিছানার আশেপাশে না রেখে দূরে রাখুন।

ফোনে অনেক ময়লা থাকে যার থেকে এটিতে জার্ম এবং ব্যাকটেরিয়া আক্রমন ঘটে যার কারণে ত্বকে দেখা দেয় লাল বর্ণের রেশ সমস্যা। তাই প্রতিদিন ফোন পরিষ্কার করুন।

ফোন দীর্ঘক্ষণ ব্যবহার করার কারণে খুব গরম হয়ে যায় যা ত্বকের জন্য ক্ষতিকর। ফোনের গরম তাপ ত্বকের মেলানিন উৎপাদনে বাঁধা দিয়ে থাকে এবং ত্বকে দেখা দেখা দেয় অপ্রত্যাশিত কালো দাগ।

ফোনের কেসগুলো তৈরি করা হয় নিকেল, কোবাল্ট ও ক্রোমিয়াম জাতীয় ধাতব পদার্থ দিয়ে। ফোনের এই ধাতু গুলো ত্বকের এলার্জি সমস্যা বাড়িয়ে দেয় ত্বক লাল বর্নের হয় এবং ফোস্কাও দেখা দেয়।

News: Mobile phone has become an essential part of our daily life. The busiest day in the life of the latter can not be conceived without a mobile phone. But this may cause some problems in use of mobile phones. Our skin can be damaged. So they must be careful not to solve the problem himself.

Those who use the phone for a long night darkasarkela occurs around your eyes. If you do not sleep at night, just like the skin of his face shows the effects of a cold and swelling around the eyes. So at night, go to sleep at the right time and keep the phone away from the bed, leaving the neighborhood.

A lot of dirt on the phone from which it was the germ and bacteria attacks the skin, which causes red-taste problems. So every day to clean the phone.

To use the phone for a long time, which is very harmful for the skin becomes hot. Heat the skin melanin production is tied to the phone with the unexpected occurs and black spots appear on the skin.

Phone cases are made of nickel, cobalt and chromium in the metal. This raises the problem of the phones in the skin allergy skin turn red and blister occurs.

No comments:

Powered by Blogger.