চুল লম্বা হচ্ছে না? জেনে নিন এর কারণগুলো || Having long hair? Know the causes of
ঘন, লম্বা কালো চুল সব মেয়েদের পছন্দ। কিন্তু সবার চুল লম্বা হয় না। আর এই চুল লম্বা, ঘন করার জন্য ব্যবহার করা হয় নামী দামী পণ্য। যার ফলে চুল হয়ে পড়ে আরও বেশি দুর্বল। কিন্তু আপনি কি জানেন আপনার চুল লম্বা না হওয়ার জন্য আপনি নিজেও কিছুটা দায়ী? আপনি দৈনন্দিন কিছু কাজ করছেন যা আপনার চুলকে ক্ষতিগ্রস্ত করছে। আপনি বিশ্বাস করুন বা না করুন আপনার লাইফ স্ট্যাইল, খাদ্যাভ্যাস এমনকি আপনার অভ্যাস প্রভাব ফেলে থাকে আপনার চুলে। চুল লম্বা না হওয়ার কিছু কারণ সম্পর্কে জানা যায় popxo,hercampus এবং boldsky থেকে।
১। একই রকম হেয়ার স্টাইল
আপনি সব সময় চুলে বেনী বা খোঁপা করে থাকেন। এটি চুলের জন্য কখনও ভাল নয়। এটি চুলের গ্রোথ নষ্ট করে দেয়। চুলেরও অক্সিজেনের প্রয়োজন আছে। চুলকে সমসময় বেঁধে রাখলে চুল অক্সিজেন গ্রহণ করতে পারে না।
২। তেল না দেওয়া
আমরা অনেক সময় চুলে তেল ব্যবহার করি না। সপ্তাহে একবার অত্যন্ত চুলে তেল লাগানো উচিত, কারণ তেল চুলের পুষ্টি যোগায়। তেল চুলের খাবার। তেলের অভাবে চুল রুক্ষ হয়ে পড়ে। যার ফলে চুল মাঝখান থেকে ভাঙ্গতে শুরু করে এবং চুল পড়া বেড়ে যায় অনেকখানি।
৩। পুষ্টিকর খাবারের অভাব
যদি আপনার রোজকার খাবারে ভিটামিন ও প্রোটিনের অভাব থাকে, তবে তার প্রভাব চুলেও পড়তে পারে। Dr. Nicole Rogers, a hair transplant surgeonএর মতে একজন মহিলার প্রতিদিন ৪০-৪৫ গ্রাম প্রোটিন এবং ১৫-১৮ মিলিগ্রাম আয়রন খাওয়া উচিত। ক্রাশ ডায়েট আপনার চুল পড়া বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ।
৪। ময়েশ্চারাইজারের অভাব
চুল সঠিকভাবে ময়েশ্চারাইজ করা না হলে চুল রুক্ষ নিষ্প্রাণ হয়ে যায়। যার কারণে চুল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। প্রতিদিন চুল শ্যাম্পু করার ফলে চুল থেকে প্রাকৃতিক তৈলাক্ত পদার্থ ধুয়ে যায়, ফলে চুল হয়ে পড়ে রুক্ষ এবং প্রাণহীন।
৫। প্রতিদিন নতুন নতুন পণ্যের ব্যবহার
সকল হেয়ার পণ্য আপনার চুলের জন্য প্রযোজ্য না হতে পারে। নতুন পণ্য ব্যবহার করার আগে ভাল করে পণ্যের বিবরণ পড়ে নিন। হুট করে নতুন কোন পণ্য ব্যবহার করা শুরু করবেন না। এতে আপনার চুলের ক্ষতি হতে পারে। ঘন ঘন পণ্য পরিবর্তন চুল লম্বা না হওয়ার অন্যতম আরেকটি কারণ।
৬। নিয়মিত চুল ট্রিম করুন
২-৩ মাস পর পর চুল ট্রিম করা উচিত। চুলের দৈর্ঘ্য কম করতে হবে না, কিন্তু স্প্লিট এন্ড এসে গেলে তা বাড়তে পারে না। ট্রিম করার সময়ে দুমুখো চুল ছেঁটে ফেলা হয় ফলে চুল দ্রুত বাড়তে পারে।
৭। ভূল চিরুনির ব্যবহার
চিকন দাঁতের চিরুণি ব্যবহার করা চুলের পক্ষে ভাল না। কারণ এর ফলে চুলে জট বেঁধে যায় এবং চুল ছিঁড়ে যায়। চুল গোড়া থেকে হালকা হয়ে যায় ফলে সহজে পড়ে যায়।
৮। রাতের যত্ন
চুল খুলে রাতে ঘুমানো উচিত নয়। চুল বেনী করে বা বেঁধে ঘুমাতে যাওয়া উচিত। না হলে ঘষা লেগে লেগে চুলের ডগা ফেটে যেতে পারে। যা পরবর্তীতে আপনার চুল লম্বা হতে বাধাগ্রস্ত করে থাকে।
Thick, long black hair, like all the girls. But not everyone's hair is long. And the hair, frequent use is renowned for the expensive products. The hair becomes more vulnerable. But you do not know what the length of your hair, you also somewhat responsible for? If your hair is something in which you are working. Whether or not you believe in your Life Style, Eating habits affect even your hair. It is known about some of the hair is not long popxo, her campus and from boldsky.
1. The same hair style
All the time you've been in the hair braiding or bun. This is not good for the hair. It destroys the hair growth. There are hair of needed oxygen. Hair hair're always bound oxygen can not accept.
II. Do not let oil
We do not use a lot of hair oil. Once a week should be very hair oil, hair oil is a source of nutrition. Hair food oil. In the absence of oil, hair becomes rough. From the middle of the hair to break and fall into the hair volume increases.
3. Lack of nutritious food
If your daily diet is lacking in vitamins and protein, but its effects can be hair. Dr. Nicole Rogers, a hair transplant surgeon of the day, a woman should eat 40-45 grams of protein and 15-18 mg of iron. Another reason for the growth of your hair fall crash diet.
4. Lack mayescaraijarera
If not properly mayescaraija hair lifeless hair becomes rough. The result is hair loss. Shampoo hair every day as a result of the natural oily substance from the hair is washed, the hair becomes rough and lifeless.
5. The use of new products every day
All hair products for your hair may not apply. Before using a new product, please read the product description. Do not rush to start using a new product. It can cause damage to your hair. Another of the products change frequently because the hair is not long.
6. Regular hair trimmed
After 3 months, the hair should be trimmed. Hair length can not be less, but when it came to Split and can not grow. As a result of the two-faced is truncated to trim the hair to grow hair faster.
7. Using the wrong comb
Ciruni not good for teeth using thin hair. As a result, hair is tied in the tangled and torn hair. This is easily the hair is light from the outset.
8. Night care
Hair should not sleep the night off. Braiding hair should go to sleep or tie. If not, take a stick to rub the tip of the hair may burst. Which is hampered by the length of your hair.
No comments: