Breaking News
recent

অল্প খরচে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক চুলের রঙ || Make low-cost natural hair color at home


সাদা চুলকে কালো করার পাশাপাশি চুলের রঙে ভিন্নতা আনতে আজকাল হেয়ার ডাই বা কলপ ব্যবহার করছেন অনেকেই। কিন্তু বাজার থেকে কিনে আনা এসব রঙে থাকে অনেক রকমের রাসায়নিক দ্রব্য। ফলে এর ব্যবহারে মাথার ত্বকে চুলকানি হওয়া, ফুসকুড়ি ওঠা থেকে শুরু করে দেখা দেয় নানারকম সমস্যা। তবু সমস্যাকে নিয়েই অনেকে ব্যবহার করেন হেয়ার ডাই আর মনে মনে ভাবেন বিকল্প কোন ব্যবস্থার কথা। সত্যিই কি কোন প্রাকৃতিক উপায় নেই চুলকে রং করার? আছে! জেনে নিন এমনই কিছু প্রাকৃতিক উপাদানে বাড়িতে তৈরি করা চুলের রঙের কথা।


১. কালো চুলের জন্যে
গাড় বাদামী কিংবা কালো যদি হয় আপনার প্রত্যাশিত চুলের রং তাহলে বাড়িতে বসেই কেবল খানিকটা চা বা কফি দিয়েই সেটা তৈরি করে ফেলতে পারেন আপনি।  প্রথমে কয়েক কাপ চা কিংবা কফি করা লিকারে তৈরি করুন। এরপর সেটা ঠান্ডা হয়ে এলে নিজের পরিষ্কার চুলের ওপর ঢেলে দিন। ২০-৩০ মিনিট সময় দিন দ্রবনটিকে চুলের সাথে মিশে যাওয়ার। প্রথম সপ্তাহে অন্তত দুইবার এই কাজটি করুন যাতে করে কাঙ্ক্ষিত চুলের রংটি পাওয়া যায়। এরপর এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরপর প্রয়োজনমতন নিজের চুলকে নতুন করে রাঙিয়ে নিন। তবে চা বা কফি ছাড়াও বেশকিছু উপাদান আপনার চুলকে করে দিতে পারে কালো। এই যেমন লেবুর রস আর আমলকি চূর্ণের মিশ্রণ। এই মিশ্রণটি চুল আর মাথার ত্বকে লাগালে কিছুদিনের ভেতরেই আপনার চুল কালো হয়ে উঠবে।

২. লালচে চুলের জন্যে
মেহেদী পাতা হতে পারে আপনার চুলকে লালচে ভাব এনে দেওয়ার জন্যে যথেষ্ট। এক্ষেত্রে মেহেদী পাতা বেটে নিয়ে চুলে মাখিয়ে নিন আর সেটা শুকিয়ে যাওয়া অব্দি অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন পুরো চুল। তবে আপনার চুল যদি হালকা লালচে হয় আর আপনি সেটাকে আরো বেশি লাল করতে চান সেক্ষেত্রে গোলাপের লালচে ছোট্ট ফল রোজহিপ বা জবা ফুলের চা কাজে আসতে পারে। এই দ্রবণটি তৈরির সময় দুই কাপ পানিতে এক কাপ রোজহিপ কিংবা তিন ব্যাগ জবা ফুলের চা মিশিয়ে সেটাকে ঠান্ডা হতে দিন। এরপর সেটা চুলে লাগান। এছাড়াও ডাই ন্যাচারাল অনুসারে বিট নামের সবজিটিও হতে পারে আপনার চুলের হালকা গোলাপী বা লালচে ভাব এনে দেওয়ার জন্যে যথেষ্ট।

৩. সোনালি চুলের জন্যে
রেউচিনি বা রুবার্ব গাছের মূল সোনালি চুলের জন্যে অত্যন্ত কার্যকরী।  এ জন্যে দুই কাপ পানিতে তিন টেবিল চামচ রুবার্ব সেদ্ধ করে নিন। অল্প আঁচে ১৫ মিনিট ধরে রাখুন সেটাকে চুলোর ওপরে। এরপর দ্রবনটিকে ঠান্ডা হতে দিন। সারা রাত সেটাকে একইভাবে রেখে দিয়ে পরের দিন সেটা চুলে রাগান আর চুলের সোনালি আভা ফিরে পান।


White hair or black hair color as well as make a difference in many people nowadays are using hair dye or starch. But to bring it to the market to buy a lot of these types of chemicals in paints. As a result of the use of scalp itching, rash, starting from the different problem occurs. Yet many of the problems with the use of hair dye and does not think that any of the alternatives. There really is no natural way to color hair? There! Such things made of natural materials at home, you know the color of the hair.


1. For black hair
Dark brown or black hair color you expected if you were sitting at home with only a little tea or coffee can be made. Make a cup of tea or coffee at the likare. And when it was cold upon his fair hair day. 0-30 minutes to mix with the soluble hair. At least twice a week, so the first task is to get the desired hair color. After a week or two consecutive weeks, if necessary, to dye his hair again. However, several factors in addition to tea or coffee can make your hair black. This is such a mixture of lemon juice and crushed amalaki. Apply this mixture on the scalp hair and your hair within a few days will be black.
II. For reddish hair
Coloring your hair is reddish henna leaves may be enough to give them. The hair with henna leaves and spices are, and wait until it dry. Once dry, rinse the hair. However, if your hair is light red to red, and you want it more than a little of the rose-red flowers rojahipa or Joba could come to tea. This mixes the two cups of water and a cup of tea Flower Joba rojahipa or three bags of cold days mixed it up. Then apply the hair. Also, as a bit of a natural dye your hair, light pink or reddish coloring sabajitio could be enough to give them.
3. The golden hair
Rubarba rhubarb or golden hair root for highly effective. Looking at the two cups of boiled water, three tablespoons rubarba choose. Put it on the stove to simmer for 15 minutes. Let the cold soluble. Similarly, the next day the whole night, it's a whole bunch of golden hair and irritate the hair in the back.

No comments:

Powered by Blogger.