‘চাকরির পরীক্ষা কত দিয়েছি তার হিসাব করতে পারবো না’ || "How many jobs have you can not account for it;
নিউজ ডেস্ক: বগুড়ার কাহালু উপজেলায় জন্ম আফিয়া রাহমাতির। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর এক চোখ স্বপ্ন তার কিন্তু সেই পথ পাড়ি দেয়া আফিয়ার জন্য ছিল এক কঠিন চ্যালেঞ্জ। প্রথম বারের মত ঢাকা শহরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে। খবর-বিবিসি’র।
তবে এই শহরে ছিল না তার পরিচিত কেউ। একেবারে অচেনা অজানা এক শহরে শুরু হয় তার পথ চলা। প্রথম সংগ্রামটা আফিয়াকে করতে হয়েছিল একটা মাথা গোঁজার ঠাঁই করার জন্য। প্রথম তিন মাস সাবলেট- পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে।
পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত হলেন তিনি। পড়াশোনা আর হাতখরচের জন্য করেছেন কয়েকটি টিউশনি।তবে মাস্টার্স শেষে তাকে আবারো পড়তে হয় সেই একই সমস্যায়, 'একটি মাথা গোঁজার ঠাঁই'।
আফিয়া বলছিলেন “ বাড়িওয়ালারা যখনই জানতে চাইতেন কে থাকবে? আমি বলতাম আমি একা। তখনি তারা না বলে দিত। না হলে ভাড়া দুই গুণ বাড়িয়ে বলতো"।
অবশেষে তিনি ছোট একটি বাসা জোগাড় করতে পেরেছিলেন। তবে এবারে যে একটা ভাল চাকরি পাওয়া দরকার। যে স্বপ্ন চোখে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন সেটা পূরণ করতে হবে তাকে।
শুরু হলো পত্রিকা দেখে চাকরির আবেদন করা। আফিয়ার ভাষায় “কত চাকরির আবেদন করেছি এবং কত অসংখ্য চাকরির পরীক্ষা দিয়েছি তার হিসেব আজ নিজেই করতে পারি না"।
ঢাকার মত বড় শহরে থাকা, নিজেকে মানিয়ে নেয়া, কারো সাহায্য না নিয়ে একের পর এক পরীক্ষা দিয়ে যাওয়া এসব ছিল একেবারেই একার যুদ্ধ।
তিনি বলছিলেন “সেসব দিনগুলোতে বড় বেশি মনে পড়ত বাবা-মাকে, কিন্তু আমি সব কিছু নিজে নিজেই করেছি"।
তিনি আজ কাজ করছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে। আফিয়া বলছিলেন নিজেকে তিনি তিল তিল করে স্বাবলম্বী করে তুলছেন।আর এই আনন্দ আর তৃপ্তি তাকে সামনে চলার জন্য আরো উৎসাহিত করে।
News: BMW Kahalu Aafia rahamatira at birth. Her dream is to study in the eyes of his feet, but the journey was one of the toughest challenges for Her. The first time the city came through Dhaka University. BBC news.
However, this was not known to anyone in town. Unknown unknown is the beginning of his way to avoid the city. The first was in the combat aphiyake a roof over the head. Sabaleta after the first three months of the Dhaka University.
He is five years. The allowance is made for study at Masters tiusanitabe like him to read some of the same problems, "a roof over one's head.
Aafia was "landlords who wanted to know when will there be? I was told I was alone. Then they would say. If you do rent would increase two-fold. "
Finally he was able to get a small home. However, now that we need to get a good job. It was the sight of that dream out of the house to meet him.
The magazine was started by the job application. Her words: "How many jobs have you applied and how many jobs he can not count myself today."
In big cities like the capital, to adapt myself, without help from anyone to go through one test after another, the battle was far from alone.
He said "the thought of those days, my parents, but I do everything myself," he said.
She has worked as assistant director of Bangladesh Bank. Aafia herself she was facing the joy and contentment of the self tulachenaara encourage more to keep in front of him.
No comments: