Breaking News
recent

কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা || Instructions officials using Facebook



ঢাকা: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২৮ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
এটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
দিক নির্দেশনায় বলা হয়, 'ব্যক্তিগত' অথবা ‘পেশার সঙ্গে সংগতিপূর্ণ নয়’—এমন বিষয়ে ফেসবুকে ছবি ও লিখতে পারবেন না সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। শুধু উদ্ভাবনমূলক ও সরকারি কাজের ইতিবাচক দিক নিয়ে লিখতে ও শেয়ার করতে পারবেন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ফেসবুকে সম্প্রতি সরকারি একজন কর্মকর্তা একটি ছবি পোস্ট করেন। ওই ছবি তাঁর পেশাগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ নিয়ে কিছুটা সমালোচনার পরিপ্রেক্ষিতে গত মাসে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই সভার পরই ২৮ অক্টোবর ফেসবুক ব্যবহার সংক্রান্ত ওই পরামর্শ দেওয়া হয়।

Dhaka: social media for public servants in the use of Facebook and the government has given some guidance.
The Cabinet Division issued a circular on October 8 last year in this regard is encouraged.
It has been sent to the divisional commissioners and district commissioners. According to information from the Department of the Cabinet.
Guidance is called 'private' or 'naya consistent with the profession that the government can not enter the picture on Facebook and field officials. Only innovative and positive aspects of the work of government officials to write and be able to share.
In fact, a picture posted on Facebook, an official of the government. The picture is not consistent with the position of his career. Some criticism in the past month in terms of the coordination meeting of the Divisional Commissioners to discuss the issue. After the meeting are advised that on 8 October using Facebook.

No comments:

Powered by Blogger.