Breaking News
recent

সিএনজি ভাড়ার হিসাব অ্যান্ড্রয়েড অ্যাপে || Android app that calculates the fare for CNG



সিএনজি চালিত অটোরিকশার নতুন নির্ধারিত ভাড়া মিটার অনুযায়ী আদায়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
সিএনজি চালকরা এই নিয়ম সঠিকভাবে মানছে কি-না, তা যাচাই করার জন্য তৈরি করা হয়েছে ‘সিএনজি ফেয়ার ক্যালকুলেটর’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই সিএনজি ভাড়া বের করা যাবে।
অ্যাপটিতে পথের দূরত্ব এবং রাস্তায় অপেক্ষমাণ সময়ের হিসেব দিলেই অ্যাপটি বলে দেবে ভাড়া কত হয়েছে।
এখানেই শেষ নয়। ভাড়ায় যদি কোন গড়মিল দেখা যায়, তবে অ্যাপে উল্লেখিত নম্বরগুলোতে ফোন করে অভিযোগ করা যাবে। অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন এই লিংক থেকেঃ goo.gl/62MYNd
প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে নতুন নির্ধারিত ভাড়ায় চলছে সিএনজি অটোরিকশা। নতুন নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা এবং প্রতি এক মিনিট ওয়েটিং (যাত্রাবিরতি, যানজট ও সিগন্যাল)-এর জন্য দুই টাকা নির্ধারণ করা হয়েছে।


CNG-run auto-rickshaw fare meter, according to a new set enjoin the Bangladesh Road Transport Authority (BRTA).
Drivers of CNG following the rules correctly or not, have been made to verify that the 'fair calculator filling in the name of an Android App. CNG can be rented out very easily using the app.
App estimates the distance and the waiting period, then the app will tell you how many have been hired.
Does not end here. If you have seen any garamila hike, but the numbers for the app can be used to charge the phone. This link allows you to download the app and Android goo.gl/62MYNd
The hike is scheduled from November 1 of the new CNG auto-rickshaws. According to the new rules of the rent for the first two kilometers of the 40 money, money, and every one in the next 1 minute waiting fare per kilometer (stop, traffic congestion and signals) have been set for the money.

No comments:

Powered by Blogger.