'লক্ষ কোটি বছর আগে মঙ্গলেও প্রাণের অস্তিত্ব ছিল' || "Millions of years before life existed on Mars'
সৌর জগতে পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণীর অস্তিত্ব বর্তমান। লক্ষ কোটি বছর আগে মঙ্গলেও প্রাণের অস্তিত্ব ছিল বলে মনে করছে নাসার বিজ্ঞানীরা। প্রাণের অস্তিত্ব ছিল সেখানেও। লাল গ্রহের আবহাওয়াও ছিল প্রাণের অনুকূল। কিন্তু কোনও এক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে লাল গ্রহের আবহাওয়া বদলে যায় বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সেই প্রাকৃতিক বিপর্যয়ে ঘটানোর জন্য দায়ী করা হয়েছে সূর্যকে। বিজ্ঞানীরা মনে করছেন, সৌর বায়ু, সূর্যের অতিবেগুণী রশ্মি এবং সৌর ঝড়ের কারণে লাল গ্রহের মধ্যে থেকে ধ্বংস হয়ে গেছে প্রাণের অস্তিত্ব। তারপর থেকেই অসম্ভব রকমের ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি হয়েছে মঙ্গলে।
নাসার 'মার্স অ্যাটমোস্ফিয়ার এন্ড ভোলাটাইল ইভোলিউশন', মঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ করে জানতে পেরেছে; এই গ্রহের চারধারে এখন পর্যন্ত কার্বোন-ডাই-অক্সাইড এবং অক্সিজেনের একটি আস্তরণ রয়েছে। যা প্রাণের জন্য প্রয়োজনীয়। কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্থ হয়ে যাচ্ছে স্তরটি।
৩.৫ লক্ষ কোটি বছর আগে সূর্যের জন্য মঙ্গলের চৌম্বক ক্ষেত্র নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই সম্ভবত এই আস্তরণটিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা।
তবে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে আরও গবেষণা চালাচ্ছে নাসা। নাসার পরবর্তি মিশন ২০৩০-তে মঙ্গলে প্রাণের চিত্র আরও পরিস্কার হয়ে যাবে বলে অনুমান বিজ্ঞানীদের।
Earth is the only planet in the solar system where existence. To the existence of life on Mars billions of years ago, NASA scientists believe. Life existed there. The red planet, the weather was favorable for life. Natural disasters due to climate change, but no one goes to the Red Planet, scientists say.
The natural disaster has been responsible for carrying out the sun. Scientists are doing, solar wind, solar storms caused by the sun's ultraviolet rays and has destroyed the existence of life on the red planet. Mars is too cold weather has been impossible since then.
NASA Mars ayatamosphiyara and Volatile Evolution 'has received the good weather observations; There are around this planet has an overlay of karbo dioxide and oxygen. Which is necessary for life. But the stage is slowly being damaged.
Mars 3.5 billion years ago, the Sun's magnetic field will be lost for ever since, scientists have estimated to have been affected by this astaranatio.
However, the existence of life on Mars, NASA said further research as to whether there was. NASA's next mission to Mars in 030 life scientists estimated that the figure will become even clearer.
No comments: